ফুটবল মাঠে দর্শকদের সঙ্গে রেফারির সংঘর্ষের ঘটনা খুব একটা পরিচিত দৃশ্য নয়। আর অস্ট্রেলিয়ার প্রিমিয়ার লিগের এক ম্যাচে ঘটেছে এমনই এক বিরল ঘটনা। রেফারিকে জখম করে গ্রেপ্তার হয়েছেন এক দর্শক।
গত পরশু সিডনির দক্ষিণ-পশ্চিম এলাকায় ঘটেছে রেফারি-দর্শক সংঘর্ষের ঘটনা। প্যাডস্টো পার্কে মুখোমুখি হয়েছে প্যাডস্টো হর্নেটস-গ্রিন অ্যাকর ঈগলস। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন খোদর ইয়াঘি। রেফারি ইয়াঘিকে ঘুষি মেরে চোয়াল ভেঙে দিয়েছেন ২৫ বছর বয়সী এক দর্শক। এই যুবককে গ্রেপ্তার করেছে ব্যাংকস্টাউন পুলিশ স্টেশন। নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘এক ফুটবল ম্যাচ চলার সময়ে রেফারিকে এক দর্শক আহত করেছেন। রেফারির মুখে সেই দর্শক বারবার ঘুষি মেরেছেন এবং তার মাথায় লাথি মেরেছেন।’
ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেই ঘটনা। ফুটেজে দেখা গেছে, রেফারি ও দর্শকের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আহত রেফারি চিৎকার করে বলছিলেন, ‘আমার চোয়াল ভেঙে গেছে।’ এরপর রেফারিকে লিভারপুল হাসপাতালে নেওয়া হয়েছে। এখন তার অবস্থা কিছুটা স্থিতিশীল। এই ম্যাচে গ্রিন অ্যাকর ঈগলসকে হারিয়েছে প্যাডস্টো হর্নেটস।
ফুটবল মাঠে দর্শকদের সঙ্গে রেফারির সংঘর্ষের ঘটনা খুব একটা পরিচিত দৃশ্য নয়। আর অস্ট্রেলিয়ার প্রিমিয়ার লিগের এক ম্যাচে ঘটেছে এমনই এক বিরল ঘটনা। রেফারিকে জখম করে গ্রেপ্তার হয়েছেন এক দর্শক।
গত পরশু সিডনির দক্ষিণ-পশ্চিম এলাকায় ঘটেছে রেফারি-দর্শক সংঘর্ষের ঘটনা। প্যাডস্টো পার্কে মুখোমুখি হয়েছে প্যাডস্টো হর্নেটস-গ্রিন অ্যাকর ঈগলস। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন খোদর ইয়াঘি। রেফারি ইয়াঘিকে ঘুষি মেরে চোয়াল ভেঙে দিয়েছেন ২৫ বছর বয়সী এক দর্শক। এই যুবককে গ্রেপ্তার করেছে ব্যাংকস্টাউন পুলিশ স্টেশন। নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘এক ফুটবল ম্যাচ চলার সময়ে রেফারিকে এক দর্শক আহত করেছেন। রেফারির মুখে সেই দর্শক বারবার ঘুষি মেরেছেন এবং তার মাথায় লাথি মেরেছেন।’
ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেই ঘটনা। ফুটেজে দেখা গেছে, রেফারি ও দর্শকের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আহত রেফারি চিৎকার করে বলছিলেন, ‘আমার চোয়াল ভেঙে গেছে।’ এরপর রেফারিকে লিভারপুল হাসপাতালে নেওয়া হয়েছে। এখন তার অবস্থা কিছুটা স্থিতিশীল। এই ম্যাচে গ্রিন অ্যাকর ঈগলসকে হারিয়েছে প্যাডস্টো হর্নেটস।
তৃণমুল ফুটবলে উন্নতি দেখিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ব্রোঞ্জ ক্যাটাগরিতে ভিয়েতনাম ফুটবল ফেডারেশন ও নর্দার্ন মারিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশনকে টপকে সেরা হয়েছে তারা।
১ ঘণ্টা আগেবছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
৫ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
৫ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৫ ঘণ্টা আগে