Ajker Patrika

রেফারিকে জখম করে দর্শক গ্রেপ্তার 

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৭: ৩৮
রেফারিকে জখম করে দর্শক গ্রেপ্তার 

ফুটবল মাঠে দর্শকদের সঙ্গে রেফারির সংঘর্ষের ঘটনা খুব একটা পরিচিত দৃশ্য নয়। আর অস্ট্রেলিয়ার প্রিমিয়ার লিগের এক ম্যাচে ঘটেছে এমনই এক বিরল ঘটনা। রেফারিকে জখম করে গ্রেপ্তার হয়েছেন এক দর্শক। 

গত পরশু সিডনির দক্ষিণ-পশ্চিম এলাকায় ঘটেছে রেফারি-দর্শক সংঘর্ষের ঘটনা। প্যাডস্টো পার্কে মুখোমুখি হয়েছে প্যাডস্টো হর্নেটস-গ্রিন অ্যাকর ঈগলস। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন খোদর ইয়াঘি। রেফারি ইয়াঘিকে ঘুষি মেরে চোয়াল ভেঙে দিয়েছেন ২৫ বছর বয়সী এক দর্শক। এই যুবককে গ্রেপ্তার করেছে ব্যাংকস্টাউন পুলিশ স্টেশন। নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘এক ফুটবল ম্যাচ চলার সময়ে রেফারিকে এক দর্শক আহত করেছেন। রেফারির মুখে সেই দর্শক বারবার ঘুষি মেরেছেন এবং তার মাথায় লাথি মেরেছেন।’ 

ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেই ঘটনা। ফুটেজে দেখা গেছে, রেফারি ও দর্শকের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আহত রেফারি চিৎকার করে বলছিলেন, ‘আমার চোয়াল ভেঙে গেছে।’ এরপর রেফারিকে লিভারপুল হাসপাতালে নেওয়া হয়েছে। এখন তার অবস্থা কিছুটা স্থিতিশীল। এই ম্যাচে গ্রিন অ্যাকর ঈগলসকে হারিয়েছে প্যাডস্টো হর্নেটস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত