Ajker Patrika

পথ হারিয়ে ৫ দিন জঙ্গলে, ওয়াইন আর ললিপপ খেয়ে জীবন রক্ষা

আপডেট : ০৭ মে ২০২৩, ১৪: ২৭
পথ হারিয়ে ৫ দিন জঙ্গলে, ওয়াইন আর ললিপপ খেয়ে জীবন রক্ষা

অস্ট্রেলিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর জঙ্গল থেকে উদ্ধার করা হলো এক নারীকে। ৪৮ বছর বয়সী লিলিয়ান নামের ওই নারী বেড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। এরপর তিনি কীভাবে বেঁচে ছিলেন এবং উদ্ধার হলেন, সে ঘটনা বেশ সাড়া ফেলেছে। 

ঘটনাটি গত ৩০ এপ্রিলের। ভিক্টোরিয়া রাজ্যের হাই কান্ট্রিতে বেড়াতে গিয়েছিলেন লিলিয়ান। যখন লিলিয়ান বুঝতে পারলেন যে তিনি ভুল পথে আছেন, তখন গাড়িটি ঘোরানোর চেষ্টা করেছিলেন, তবে এটি কাদায় আটকে যায়। ওই এলাকায় মোবাইল ফোনের কোনো নেটওয়ার্ক না থাকায় লিলিয়ান কাউকে ফোন করতে পারেননি। স্বাস্থ্য সমস্যার কারণে তিনি হাঁটার সাহসও করেননি। বাধ্য হয়ে শেষ পর্যন্ত প্রত্যন্ত এলাকায় গাড়িতে থাকার সিদ্ধান্ত নেন লিলিয়ান। এভাবে পাঁচ দিন জঙ্গলে কাটান তিনি। বেঁচে ছিলেন সঙ্গে থাকা সামান্য কিছু খাবার আর এক বোতল ওয়াইন খেয়ে। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা মার্টিন টর্পে বলেন, ‘লিলিয়ানের সঙ্গে একমাত্র তরল হিসেবে ছিল একটি ওয়াইনের বোতল, যা তিনি তাঁর মায়ের জন্য উপহার হিসেবে কিনেছিলেন। আর ছিল সামান্য স্ন্যাক্স ও ললিপপ। কোনো পানি ছিল না সঙ্গে। তবে গাড়িতে থাকার সিদ্ধান্ত তাঁকে খুঁজে পেতে পুলিশকে সহায়তা করেছে।’ 

পরিবারের পক্ষ থেকে তাঁর নিখোঁজ হওয়ার খবর দেওয়ার পরে অনুসন্ধান চালায় ভিক্টোরিয়া পুলিশ। পাঁচ দিন পর পাহাড়ি এলাকায় অনুসন্ধান করে জরুরি পরিষেবার কর্মীরা ওই নারীকে খুঁজে পান। অনুসন্ধান অভিযানে একটি হেলিকপ্টার মোতায়েন করেছিল পুলিশ। 

ভিক্টোরিয়া পুলিশ তাঁকে খুঁজে পাওয়ার মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘এই মুহূর্তটি দেখুন, এয়ার উইং এক নারীকে খুঁজে পেয়েছে, যিনি পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন ঘন ঝোপঝাড়ের মধ্যে। গতকাল বিকেলে এয়ার উইং পাহাড়ি ভূখণ্ডে তল্লাশি চালিয়ে মিট্টা মিট্টা জঙ্গল থেকে তাঁকে উদ্ধার করে।’ 

লিলিয়ানকে উদ্ধারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘বাহ! কাউকে খুঁজে পাওয়ার এবং তাদের প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার অনুভূতি বর্ণনা করার মতো না। পুলিশ ও অনুসন্ধান দলকে অভিনন্দন।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘আবেগঘন ভিডিও, উদ্ধারে সম্পৃক্ত সবাই কী চমৎকার কাজ করেছেন।’ 

উদ্ধারের পর পানিশূন্যতার সমস্যার জন্য লিলিয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি পর্যবেক্ষণে ছিলেন বলে জানায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত