অস্ট্রেলিয়ায় রোমাঞ্চকর ৬০ দিন
তারেক অণু ও কনক আদিত্যের সঙ্গে তাঁদের সদ্য শেষ করা ভ্রমণ নিয়ে আড্ডাটা হয়েছিল দীর্ঘ। না হয়ে উপায় ছিল না। ৬০ দিনের ভ্রমণ, তা-ও আবার অস্ট্রেলিয়ার প্রায় অর্ধেক! ডিঙ্গ, ইমু আর অস্ট্রেলিয়ার পোস্টার বয় ক্যাঙারুর গল্প করতেই তো পেরিয়ে যাওয়ার কথা কয়েক ঘণ্টা।