অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার এয়ারলাইন কান্টাস কর্মীদের পোশাক নীতিতে এনেছে পরিবর্তন। নতুন নীতি অনুযায়ী, পুরুষ কর্মীরা চাইলে মেক-আপ করতে ও লম্বা চুল রাখতে পারবেন। কর্মক্ষেত্রে নারী কর্মীদের জন্যও মেক-আপ ও হিল পরা আর বাধ্যতামূলক নয়।
গত বছর অস্ট্রেলিয়ার একটি ট্রেড ইউনিয়ন কান্টাসকে পোশাকনীতি পরিবর্তনের জন্য অনুরোধ করে আসছিল। এদিকে ভার্জিন আটলান্টিক লিঙ্গ নিরপেক্ষ পোশাকনীতি চালুর পর অন্য সম্মুখ সারির এয়ারলাইনগুলোও তাদের পোশাকনীতি শিথিল করে। এরপর কান্টাস এমন সিদ্ধান্ত নিল।
কান্টাসের নতুন পোশাকনীতির মধ্য রয়েছে—পুরুষেরা ফ্ল্যাট জুতা ও নারী-পুরুষ উভয়ে একই ধরনের অলংকার পরিধান করতে পারবেন। এমনকি বড় ঘড়িও পরতে পারবেন তাঁরা। পাইলট ও যাত্রী সেবকেরাসহ বিমানের সব কর্মী লম্বা চুল ও ঝুঁটি করতে পারবেন।
আজ শুক্রবার কান্টাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফ্যাশন পরিবর্তনশীল, তাই আমাদের ফ্যাশন গাইডলাইনও একই। আমরা বিমানের পোশাকনীতিতে এমন বৈচিত্র্য আনতে পেরে গর্বিত। নতুন এই নিয়ম কান্টাসের বাজেট এয়ারলাইন জেস্টার থেকে কার্যকর হবে।’
কান্টাসের পোশাকনীতি পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসা অস্ট্রেলিয়ার সার্ভিস ইউনিয়নের (এএসইউ) নেতা ইমোজেন স্টারনি বলেছেন, এই পরিবর্তন শ্রমিকদের জন্য এক বড় বিজয়।
স্টারনি বিবিসিকে বলেন, কিছু পোশাকনীতি ছিল হাস্যকর। যেমন মেকআপ স্টাইল গাইড এবং পুরুষদের চেয়ে নারীদের ছোট ঘড়ি পরার নীতি।
যাই হোক, নতুন নীতির অধীনেও কান্টাস কর্মীদের ট্যাটু ঢেকে রাখতে হবে। স্কার্টের সঙ্গে আঁটসাঁট পোশাক বা স্টকিংস পরা যাবে কি না, সেসব বিষয়ে বেশ কিছু নিয়ম-কানুন রয়েছে।
এদিকে গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যভিত্তিক ভার্জিন আটলান্টিক এয়ারলাইন লিঙ্গ নিরপেক্ষ পোশাকনীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছিল। তবে কাতার বিশ্বকাপে যুক্তরাজ্যর ফুটবল দলের ফ্লাইটে এই নীতি কার্যকর করা হয়নি, যা নিয়ে সমালোচনা হয়েছিল। এ সময় ভার্জিন আটলান্টিক বলেছিল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই নীতিকে স্বাগত জানিয়েছে।
এর আগে ২০১৯ সালে নিউজিল্যান্ড বিমানের কর্মীদের ট্যাটু প্রদর্শনে নিষেধাজ্ঞা বাতিল করেছিল, যা কর্মীদের ব্যক্তিগত রুচি ও সংস্কৃতি প্রদর্শনে স্বাধীনতা দেয়। কেননা, শরীরে ট্যাটু করা দেশটির মাওরি নৃগোষ্ঠীর সংস্কৃতির অংশ।
অস্ট্রেলিয়ার এয়ারলাইন কান্টাস কর্মীদের পোশাক নীতিতে এনেছে পরিবর্তন। নতুন নীতি অনুযায়ী, পুরুষ কর্মীরা চাইলে মেক-আপ করতে ও লম্বা চুল রাখতে পারবেন। কর্মক্ষেত্রে নারী কর্মীদের জন্যও মেক-আপ ও হিল পরা আর বাধ্যতামূলক নয়।
গত বছর অস্ট্রেলিয়ার একটি ট্রেড ইউনিয়ন কান্টাসকে পোশাকনীতি পরিবর্তনের জন্য অনুরোধ করে আসছিল। এদিকে ভার্জিন আটলান্টিক লিঙ্গ নিরপেক্ষ পোশাকনীতি চালুর পর অন্য সম্মুখ সারির এয়ারলাইনগুলোও তাদের পোশাকনীতি শিথিল করে। এরপর কান্টাস এমন সিদ্ধান্ত নিল।
কান্টাসের নতুন পোশাকনীতির মধ্য রয়েছে—পুরুষেরা ফ্ল্যাট জুতা ও নারী-পুরুষ উভয়ে একই ধরনের অলংকার পরিধান করতে পারবেন। এমনকি বড় ঘড়িও পরতে পারবেন তাঁরা। পাইলট ও যাত্রী সেবকেরাসহ বিমানের সব কর্মী লম্বা চুল ও ঝুঁটি করতে পারবেন।
আজ শুক্রবার কান্টাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফ্যাশন পরিবর্তনশীল, তাই আমাদের ফ্যাশন গাইডলাইনও একই। আমরা বিমানের পোশাকনীতিতে এমন বৈচিত্র্য আনতে পেরে গর্বিত। নতুন এই নিয়ম কান্টাসের বাজেট এয়ারলাইন জেস্টার থেকে কার্যকর হবে।’
কান্টাসের পোশাকনীতি পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসা অস্ট্রেলিয়ার সার্ভিস ইউনিয়নের (এএসইউ) নেতা ইমোজেন স্টারনি বলেছেন, এই পরিবর্তন শ্রমিকদের জন্য এক বড় বিজয়।
স্টারনি বিবিসিকে বলেন, কিছু পোশাকনীতি ছিল হাস্যকর। যেমন মেকআপ স্টাইল গাইড এবং পুরুষদের চেয়ে নারীদের ছোট ঘড়ি পরার নীতি।
যাই হোক, নতুন নীতির অধীনেও কান্টাস কর্মীদের ট্যাটু ঢেকে রাখতে হবে। স্কার্টের সঙ্গে আঁটসাঁট পোশাক বা স্টকিংস পরা যাবে কি না, সেসব বিষয়ে বেশ কিছু নিয়ম-কানুন রয়েছে।
এদিকে গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যভিত্তিক ভার্জিন আটলান্টিক এয়ারলাইন লিঙ্গ নিরপেক্ষ পোশাকনীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছিল। তবে কাতার বিশ্বকাপে যুক্তরাজ্যর ফুটবল দলের ফ্লাইটে এই নীতি কার্যকর করা হয়নি, যা নিয়ে সমালোচনা হয়েছিল। এ সময় ভার্জিন আটলান্টিক বলেছিল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই নীতিকে স্বাগত জানিয়েছে।
এর আগে ২০১৯ সালে নিউজিল্যান্ড বিমানের কর্মীদের ট্যাটু প্রদর্শনে নিষেধাজ্ঞা বাতিল করেছিল, যা কর্মীদের ব্যক্তিগত রুচি ও সংস্কৃতি প্রদর্শনে স্বাধীনতা দেয়। কেননা, শরীরে ট্যাটু করা দেশটির মাওরি নৃগোষ্ঠীর সংস্কৃতির অংশ।
ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবস্থান নিয়ে উত্তেজনা বাড়ছে। সর্বশেষ আজ বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে এক হয়েছেন ইউরোপের নেতারা। জেলেনস্কিকে তাঁরা বলেছেন—ইউরোপ রাশিয়ার চেয়ে শক্তিশালী। ইউক্রেনকে রক্ষা করতে তাঁরা প্রস্তুত।
৭ ঘণ্টা আগেএপ্রিলের শুরুতেই এই পদক্ষেপ কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদায়ের আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অভিবাসীদের সুরক্ষায় এই অস্থায়ী আইনি মর্যাদা অনুমোদন করেন। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য বিরোধ শুরু হওয়ার আগে থেকেই...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি। আজ বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউসে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, নতুন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির ধরন পশ্চিমা বিশ্বের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে। আমেরিকা, যুক্তরাষ্ট্র,
৯ ঘণ্টা আগেইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাজ্য নেতৃত্ব দেবে বলে বক্তব্য দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। আজ বৃহস্পতিবার রাতে বিবিসি জানিয়েছে, লিভারপুলের একটি প্রতিরক্ষা কারখানায় শ্রমিক ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি ওই বক্তব্য দেন।
৯ ঘণ্টা আগে