Ajker Patrika

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ২১: ৪৩
সাবেক সচিব ও উদ্দীপনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার। ফাইল ছবি
সাবেক সচিব ও উদ্দীপনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার। ফাইল ছবি

উদ্দীপন থেকে ক্ষুদ্রঋণের প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও উদ্দীপনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ ১৫ জনকে আসামি করে ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, উদ্দীপন থেকে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার ও অন্যান্যরা ভুয়া ঋণ প্রকল্প দেখিয়ে প্রায় ২০০ কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। দুর্নীতি দমন কমিশনের তদন্তে অর্থ আত্মাসাতের প্রমাণ পাওয়া গেছে।

দুদকের করা ছয়টি মামলায় উদ্দীপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার, ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, কোষাধ্যক্ষ ড. মো. গোলাম আহাদ, সদস্য ভবতোষ নাথকে আসামি করা হয়েছে।

পাঁচটি মামলায় আসামি করা হয়েছে উদ্দীপন পরিচালনা পর্ষদের সদস্য মো. মাহবুবুর রহমান, নাহিদ সুলতান ও নজরুল ইসলামকে। চারটি মামলায় আসামি করা হয়েছে উদ্দীপনের পরিচালনা পর্ষদের সদস্য শওকত হোসেন, আবু জামিল ফয়সাল ও রেহানা বেগমকে।

এ ছাড়া উদ্দীপন পরিচালনা পর্ষদের নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুৎ কুমার বসু ও খাজা শামসুল হুদা, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, সদস্য রেজা সেলিম, নাহিদ মো. তৌহিদকে বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে।

দুদক সূত্র জানা যায়, তাঁদের বিরুদ্ধে দরিদ্র মানুষ থেকে অর্থ সংগ্রহ করে পরে প্রকল্পের নামে লুটপাট করার প্রমাণ পেয়েছে দুদক। মিহির কান্তি মজুমদার সাবেক সচিব ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান। তাঁর ছোট ভাই পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, যাঁর বিরুদ্ধে দুদক একাধিক অভিযোগ অনুসন্ধান করছে।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৭১, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত