Ajker Patrika

পাপনের দুর্নীতি অনুসন্ধানে বিসিবিতে দুদকের চিঠি, চাওয়া হয়েছে ২৭ ধরনের তথ্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০০: ২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ২৭ ধরনের তথ্য ও রেকর্ড চেয়ে বিসিবিতে আজ সোমবার একটি চিঠি পাঠিয়েছে দুদক। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। আগামী সাত কর্মদিবসের মধ্যে এসব নথি দুদকে পাঠাতে বলা হয়েছে।

সম্প্রতি দুদকের উপপরিচালক সাইদুজ্জামানকে দলনেতা করে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক সুবিমল চাকমা।

দুদকের অভিযোগে বলা হয়েছে, নাজমুল হাসান পাপন বিসিবি ও সরকারি অর্থের অপব্যবহার করে নিজ এবং পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন।

অনুসন্ধানের অংশ হিসেবে যেসব নথি চেয়েছে দুদক

দুদক বিসিবির কাছে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের জন্য পরামর্শক নিয়োগের প্রক্রিয়ায় পত্রিকায় প্রকাশিত ইওআই বিজ্ঞাপনের কপি, ইওআই ডকুমেন্ট অনুমোদনের চিঠি, ইওআইয়ের বিজ্ঞাপন, ইওআইয়ের সব মূল্যায়ন প্রতিবেদন, পরামর্শকদের ইওআই জমাদানের রেকর্ড, ইওআইয়ের ফলাফল প্রকাশ পর্যন্ত সব নথিপত্র, কারিগরি ও আর্থিক প্রস্তাব (টেকনিক্যাল ও ফাইন্যান্সিয়াল প্রপোজাল), ইওআইতে যোগ্যঘোষিত প্রতিষ্ঠানগুলোর তালিকা, প্রস্তাব ডকুমেন্ট অনুমোদনের কপি, মূল্যায়ন মানদণ্ড, কারিগরি ও আর্থিক মূল্যায়ন প্রতিবেদন, এলওআই বা কার্যাদেশের কপি, পরামর্শক নিয়োগের ক্ষেত্রে কোন নথি ও পদ্ধতি অনুসরণ করা হয়েছে তার রেকর্ড, পরামর্শক নিয়োগের গোপন ব্যয় নিরূপণ-সংক্রান্ত নথি এবং সম্পাদিত চুক্তিপত্রসহ সব রেকর্ডপত্রের সত্যায়িত অনুলিপি।

এ ছাড়া পূর্বাচল স্টেডিয়াম নির্মাণের জন্য কোন পদ্ধতিতে ঠিকাদার নিয়োগ করা হয়েছে, অনুমোদিত দরপত্র ডকুমেন্ট, অনুমোদিত দরপত্র বিজ্ঞপ্তির কপি, পত্রিকায় প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তির কপি, জমা করা সব দরপত্রের কপি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন প্রতিবেদন, দরপত্র অনুমোদনের চিঠি, কার্যাদেশ (এনওএ) এবং চুক্তিপত্রের কপি, ভূমি উন্নয়ন কাজের বিল পরিশোধ-সংক্রান্ত সব নথিপত্র (প্রি-সেকশন ও পোস্ট সেকশনের কপিসহ), বিল পরিশোধের কার্যাদেশের পরিমাণের সঙ্গে সম্পন্ন করা কাজের যদি কোনো পার্থক্য থাকে তার অনুমোদন কপি, অনুমোদিত মূল ব্যয় নিরূপণ ও (যদি থাকে) সংশোধিত অনুমোদিত ব্যয় নিরূপণ কপি, প্রকল্প প্রস্তাবনার (ডিপিপি) কপি, প্রকল্প অনুমোদনপত্র, বিদেশ থেকে আমদানি করা মালপত্রের আমদানির নথি এবং স্টেডিয়াম নির্মাণের জমি ক্রয় বা অধিগ্রহণ-সংক্রান্ত রেকর্ডপত্রের সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে।

একইভাবে, পাপনের দায়িত্বপালনকালে বিসিবির আয়ব্যয়-সংক্রান্ত অডিট প্রতিবেদন এবং আইসিসি ও এসিসি থেকে লভ্যাংশ প্রদান-সংক্রান্ত নীতিমালার সত্যায়িত কপি, লজিস্টিকস ও প্রটোকল বাবদ খরচের বিবরণ ও রেকর্ডের সত্যায়িত কপি, বিপিএল বাবদ খরচের বিবরণ এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত কপি, বিদেশি কোচ নিয়োগে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নাম ও ঠিকানা, বিদেশি কোচ নিয়োগের নীতিমালা এবং সম্মানী বা বেতনভাতা পরিশোধের রেকর্ডের সত্যায়িত অনুলিপি, বিসিবির অর্থ বিভাগ, লজিস্টিকস ও বিপিএল দেখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিস্তারিত ব্যক্তিগত তথ্যসহ ঠিকানা-সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

নোটিশে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ নামে প্রকল্পে ব্যয়িত অর্থের রেকর্ডপত্র ও নোটশিট, এ আর রহমানের কনসার্ট আয়োজন-সংক্রান্ত রেকর্ডপত্র ও নোটশিট, বঙ্গবন্ধু বিপিএলের (২০১৯) আয়োজনে ব্যয়িত অর্থের রেকর্ডপত্র ও নোটশিট, অডিট ফার্মের তালিকা ও বিল পরিশোধ-সংক্রান্ত রেকর্ডের সত্যায়িত কপি, বিসিবি কর্তৃক কার্যাদেশপ্রাপ্ত প্রকল্পগুলোর বিস্তারিত তালিকা (অর্থবছর, প্রকল্পের নাম ও আইডি নম্বর, বরাদ্দ করা ও পরিশোধিত অর্থ, কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের নাম-ঠিকানা-মোবাইল নম্বর, প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম-ঠিকানা এবং মন্তব্যসহ) প্রয়োজন।

বিসিবির অর্থায়নে বিদেশে ভ্রমণকারী কর্মকর্তা বা কর্মচারীদের বিস্তারিত তালিকা, তাঁদের ব্যয় বিবরণী ও বিদেশ ভ্রমণ-সংক্রান্ত নীতিমালার সত্যায়িত কপি, ক্রিকেট ম্যাচ দর্শনের জন্য হেলিকপ্টার ব্যবহারের খরচের রেকর্ড এবং সভাপতির হেলিকপ্টার ব্যবহারের নীতিমালাসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত কপি চাওয়া হয়েছে।

গত ১৬ মার্চ আদালতের নির্দেশে নাজমুল হাসান, তাঁর স্ত্রী রোকসানা হাসান, মেয়ে সুনেহরা রহমান, রুশমিলা রহমান এবং ছেলে রাফসান হাসানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়। আর ১৮ মার্চ দুদক আনুষ্ঠানিকভাবে নাজমুল হাসান পাপনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত