আজকের পত্রিকা ডেস্ক
উত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, লিয়াওনিং প্রদেশের লিয়াও ইয়াং শহরের আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পরেই ২০টির বেশি দমকল গাড়ি ও ৮৫ জন অগ্নিনির্বাপণ কর্মী ঘটনাস্থলে যান। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় রেস্তোরাঁর দায়িত্বে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আগুন লাগার কারণ তদন্তাধীন রয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ ঘটনাকে ‘একটি চরম শিক্ষা’ বলে অভিহিত করেছেন। তিনি স্থানীয় কর্মকর্তাদের আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আগুন লাগার কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
এদিকে আগামী বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হতে যাওয়া মে দিবসের সরকারি ছুটির আগে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত পূর্বপ্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, চারপাশে গাড়িতে ঠাসা একটি রাস্তার পাশে রেস্তোরাঁ। আগুন লাগার পর রেস্তোরাঁ থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে আহতদের বের করে আনছেন।
এই ঘটনা সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধারাবাহিক প্রাণঘাতী আগুনের সর্বশেষ ঘটনা। চলতি মাসের শুরুতে হেবেই প্রদেশের (উত্তর) একটি নার্সিং হোমে আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছিল। এই অগ্নিকাণ্ডের মাত্র এক সপ্তাহ আগে ২ এপ্রিল উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শেন ইয়াং শহরে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুই অগ্নিনির্বাপণ কর্মী নিহত হয়েছিলেন। তাঁরা আগুন থেকে ৪০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর এই ঘটনা ঘটেছিল।
গত বছরের জানুয়ারিতে জিয়াংসি প্রদেশের জিন ইয়াং শহরে একটি ভবনে আগুন লেগে ৩৯ জন নিহত এবং ৯ জন আহত হন। সেই ঘটনায় ৫০ জনের বেশি কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছিল।
উত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, লিয়াওনিং প্রদেশের লিয়াও ইয়াং শহরের আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পরেই ২০টির বেশি দমকল গাড়ি ও ৮৫ জন অগ্নিনির্বাপণ কর্মী ঘটনাস্থলে যান। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় রেস্তোরাঁর দায়িত্বে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আগুন লাগার কারণ তদন্তাধীন রয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ ঘটনাকে ‘একটি চরম শিক্ষা’ বলে অভিহিত করেছেন। তিনি স্থানীয় কর্মকর্তাদের আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আগুন লাগার কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
এদিকে আগামী বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হতে যাওয়া মে দিবসের সরকারি ছুটির আগে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত পূর্বপ্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, চারপাশে গাড়িতে ঠাসা একটি রাস্তার পাশে রেস্তোরাঁ। আগুন লাগার পর রেস্তোরাঁ থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে আহতদের বের করে আনছেন।
এই ঘটনা সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধারাবাহিক প্রাণঘাতী আগুনের সর্বশেষ ঘটনা। চলতি মাসের শুরুতে হেবেই প্রদেশের (উত্তর) একটি নার্সিং হোমে আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছিল। এই অগ্নিকাণ্ডের মাত্র এক সপ্তাহ আগে ২ এপ্রিল উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শেন ইয়াং শহরে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুই অগ্নিনির্বাপণ কর্মী নিহত হয়েছিলেন। তাঁরা আগুন থেকে ৪০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর এই ঘটনা ঘটেছিল।
গত বছরের জানুয়ারিতে জিয়াংসি প্রদেশের জিন ইয়াং শহরে একটি ভবনে আগুন লেগে ৩৯ জন নিহত এবং ৯ জন আহত হন। সেই ঘটনায় ৫০ জনের বেশি কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছিল।
গত সপ্তাহে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিরল খনিজ রপ্তানির ওপর নতুন নির্দেশনা জারি করেছে। কিন্তু সেই নথি খোলা যাচ্ছে না মাইক্রোসফট ওয়ার্ড কিংবা অন্য কোনো মার্কিন সফটওয়্যারে। প্রথমবারের মতো মন্ত্রণালয় এমন ফাইল ফরম্যাটে নথি প্রকাশ করেছে, যা কেবলমাত্র চীনের নিজস্ব সফটওয়্যার ‘ডব্লিউপিএস অফিস’—এ খোলা যায়।
২ ঘণ্টা আগেবিহারের বর্তমান সরকার নিয়ে প্রশান্ত কিশোর বলেন, রাজ্যে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির জোট এনডিএ নিশ্চিতভাবে পরাজিত হতে যাচ্ছে। তাঁর ভাষায়, ‘নিতীশ কুমারের নেতৃত্বে জেডি-ইউ (জনতা দল-ইউনাইটেড) ২৫টি আসনও পাবে না। এনডিএর এবার বিদায় নিশ্চিত, নিতীশ কুমার আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না।’
৪ ঘণ্টা আগেসুপরিচিত পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা কৌশলবিদ অ্যাশলে জে. টেলিসকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। গোপনীয় জাতীয় প্রতিরক্ষা তথ্য বেআইনিভাবে নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলার মার্কিন অ্যাটর্নির কার্যালয় সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগেগাজায় চলমান যুদ্ধবিরতি ও মানবিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। হামাস রেডক্রসের হাতে আরও চারজন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। ফলে মোট মৃত জিম্মির সংখ্যা দাঁড়াল ৮-এ। এদিকে গাজায় ভয়াবহ খাদ্য ও চিকিৎসা সংকটের মধ্যে তুরস্ক ৯০০ টন মানবিক সাহায্যের একটি জাহাজ পাঠিয়েছে।
৪ ঘণ্টা আগে