Ajker Patrika

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কোচ উল্টে নিহত অন্তত ১০ 

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ জুন ২০২৩, ১২: ২৩
Thumbnail image

অস্ট্রেলিয়ার ওয়াইন অঞ্চলে একটি বিয়ের বাস উল্টে অন্তত ১০ জন মারা গেছেন। এ ঘটনায় আহত আরও ২০ জন হাসপাতালে রয়েছেন। গতকাল রোববার রাতে ওয়াইনারিতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালির ওয়াইন কাউন্টি ড্রাইভে কোচটি উল্টে যায়। 

পুলিশ জানিয়েছে, তারা দুর্ঘটনার আশপাশের পরিস্থিতি খতিয়ে দেখছে। ৫৮ বছর বয়সী বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। 

নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ট্রেসি চ্যাপম্যান জানিয়েছেন, অতিথিরা সম্ভবত রাত্রিযাপনের জন্য সিঙ্গেলটনের দিকে যাচ্ছিলেন। এ সময় এ দুর্ঘটনা ঘটে। বাসটি এখনো ঘটনাস্থলেই রয়েছে। বাসের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারেন। বাসটি ওঠানোর জন্য নির্দিষ্ট সময়ে একটি ক্রেন ঘটনাস্থলে নেওয়া হবে। 

স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে মহাসড়ক থেকে গোলচত্বরে বাঁক নেওয়ার সময় বাসটি উল্টে যায়। এ সময় ওই এলাকায় ঘন কুয়াশা ছিল। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২৫ যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

মিসেস চ্যাপম্যান আরও বলেছেন, কোচ ড্রাইভারকে অভিযুক্ত করার জন্য পুলিশের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে। তাঁকে প্রথমে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তিনি এখন গ্রেপ্তারাধীন। এর আগে মোটরগাড়ির সংঘর্ষের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলার অভিযোগপত্র মুলতবি রয়েছে। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, এ রকম সুন্দর জায়গায় আনন্দের দিন এই ভয়ানক প্রাণহানির ঘটনা সত্যি বড়ই বেদনাবিধুর ও দুঃখজনক। 

ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে অ্যালবানিজ আরও বলেন, ‘অতিথিদের নিরাপদে রাখার জন্য লোকেরা বিয়েতে বাস ভাড়া করেন। কিন্তু শেষমেশ ঘটল এমন মর্মান্তিক ঘটনা। আহত যাত্রীদের মধ্যে কয়েকজন জন হান্টার হাসপাতালে আছেন। তবে অনেককে সিডনিতে নেওয়া হয়েছে।’ 

নিউ সাউথ ওয়েলস মুখ্যমন্ত্রী ক্রিস মিন্স বলেছেন, ‘এতগুলো প্রাণহানি হৃদয়বিদারক। আর এই ভয়ংকর দুর্ঘটনা বিয়ের দিনে ঘটেছে। যেখানে সবার ভালোবাসা এবং হাসিখুশিতে মেতে থাকার কথা ছিল। আনন্দের দিনের এমন নিষ্ঠুর ইতি মেনে নেওয়া বড়ই কঠিন। যাঁরা আহত তাঁদের জন্যই এখন আমরা কাজ করছি।’ 

বিয়ের এক অতিথি বলেন, ‘দিনটি এতই আনন্দঘন ছিল যে মনে হচ্ছিল রূপকথার গল্পের ভেতরে আছি। কিন্তু যখন দুর্ঘটনার খবর পাই তখনই মূর্ছাভাব চলে আসে চেহারায়।’ 

পুলিশ জানিয়েছে, তারা এখনো হতাহতদের পরিচয় জানা এবং তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তারা একটি বিবৃতিতে বাসে থাকা ব্যক্তিদের পরিবার এবং বন্ধুদের সেসনক থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে। 

নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালি আঙুর ও গুল্মখেতের জন্য প্রসিদ্ধ। প্রতিবছর অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসেন। এ ঘটনার পর পর্যটকের সংখ্যা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত