Ajker Patrika

লর্ডসে লায়নের অবিশ্বাস্য রেকর্ড

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৮ জুন ২০২৩, ১৬: ৪২
Thumbnail image

ক্রিকেটে ‘সেঞ্চুরি’ শব্দটির তাৎপর্য বিশেষ। সেটা রান, উইকেট কিংবা ম্যাচ যেভাবেই হোক না কেন শব্দটিকে স্পর্শ করতে পারাটাই খেলোয়াড়দের কাছে বিশেষ কিছু। আজ লর্ডসে তেমনি এক বিশেষ মুহূর্তের অনুভূতি অনুভব করছেন লাথান লায়ন। 

বোলার হওয়ায় উইকেট ও ম্যাচে অনেক আগেই সেঞ্চুরি পেরিয়ে গেছেন লায়ন। তবে আজকের সেঞ্চুরি অস্ট্রেলিয়ান স্পিনারের কাছে একটু অন্যরকম। তাঁর আগে যে এমন কীর্তি গড়ার সুযোগ পাননি কোনো বোলার। সেটা হোক পেসার কিংবা স্পিনার। প্রথম বোলার হিসেবে টানা ১০০ টেস্ট খেলার রেকর্ড গড়লেন তিনি। 

ক্যারিয়ারে ১২২ টেস্ট খেলা লায়ন লর্ডসে টানা ১০০ টেস্ট খেলার কীর্তি গড়লেন। সেটিও আবার ক্রিকেটের তীর্থভূমিতে। এমন কীর্তিকে নিশ্চয়ই আরও স্মরণীয় করে রাখতে চাইবেন ৩৫ বছর বয়সী স্পিনার। সেই সুযোগটির জন্য অবশ্য একটু অপেক্ষা করতে হবে তাঁকে। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড টস জিতে ফিল্ডিং নেওয়াতে। বোলার হওয়ায় ব্যাটে যে রান করবেন সবটাই তাঁর প্রাপ্তি হিসেবে খাতায় জমা থাকবে। 

তবে ফিফটি কিংবা সেঞ্চুরি করতে পারলে কীর্তির মুহূর্তটা দুর্দান্ত হবে। ব্যাটার না হওয়ায় তাঁর জন্য ফিফটি কিংবা সেঞ্চুরি করাটা একটু কঠিন। টেস্টে তাঁর সর্বোচ্চ রান ৪৭। তবে কঠিন সময়ে দলকে ব্যাটিংয়েও ভালো সহায়তা করতে পারেন। যার জলজ্যান্ত উদাহরণ এজবাস্টনে তাঁর অপরাজিত ১৬ রানের ইনিংসটি। ৪৪ রান করে অ্যাশেজের প্রথম টেস্টে অজিদের ২ উইকেটের জয় এনে দেওয়ার নায়ক অধিনায়ক প্যাট কামিন্স হলেও লায়নের ছোট্ট ইনিংসটির অবদান কোনো অংশে কম ছিল না। 

সে জন্যই লায়নকে নিজের মোক্ষম সময়ের জন্য একটু অপেক্ষা করতে হবে। যেন মায়াবী স্পিনে কীর্তিকে স্মরণীয় করে রাখতে পারেন তিনি। লর্ডস আরও একটি কীর্তি গড়ার সুযোগ পাচ্ছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে পাঁচ ব্যাটারকে শিকার করতে পারলেই ৫০০ উইকেট নেওয়া অষ্টম বোলার হবে তিনি। 

টানা ১০০ টেস্ট খেলার হিসেবে ব্যাটার-বোলার উভয়কে ধরলে লায়নের পাশে তখন একমাত্র শব্দটি আর ব্যবহার করা যাবে না। তাঁর আগে আরও ৫ জন ক্রিকেটারের এমন রেকর্ড রয়েছে। রেকর্ডধারীরা অবশ্য সকলে ব্যাটার। শীর্ষে আছেন অ্যালিস্টার কুক। ১৫৯ টেস্ট টানা খেলছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। বাঁ হাতি ব্যাটারের পরেই আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালান বোর্ডার। ১৫৩ ম্যাচ খেলেছেন তিনি। এরপরে যথাক্রমে মার্ক ওয়াহ ১০৭, সুনীল গাভাস্কার ১০৬ ও ব্রেন্ডন ম্যাককালাম ১০১ টেস্ট টানা খেলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত