পাল্টা কামড় দিয়ে কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন কৃষক
একটি কুমির আপনাকে আক্রমণ করেছে। তখন যদি ওটার কবল থেকে রেহাই পেতে উল্টো কুমিরটিকেই কামড়ে দেন, কেমন হবে? অস্ট্রেলিয়ার এক কৃষকের বেলায় এমনটাই ঘটেছে। ওই কৃষক জানিয়েছেন, একটা কুমির তাঁকে আক্রমণ করার পর ওটাকে কামড়ে দিয়ে সৌভাগ্যক্রমে গল্পটি বলার জন্য বেঁচে ফিরেছেন। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিব