Ajker Patrika

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ

জুবায়ের আহম্মেদ
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ

উচ্চশিক্ষার ক্ষেত্রে অস্ট্রেলিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে বরাবরই পছন্দের শীর্ষে। উন্নত জীবনধারার পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থার অন্যতম কারণ। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার জন্য বিভিন্ন ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে। তেমনি একটি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ। এই ফেলোশিপের মাধ্যমে ফেলোরা অস্ট্রেলিয়ান সংস্থাগুলোয় বিভিন্ন পেশাদার উন্নয়ন কার্যক্রমে ২০২৪-২৫ সালের জন্য অংশগ্রহণ নিতে পারবেন। পাশাপাশি গবেষণা ও কোর্স করার সুযোগ তো থাকছেই। ফেলোশিপ ২ সপ্তাহ থেকে ৫২ সপ্তাহ পর্যন্ত হতে পারে। তাই আজই আবেদন করে ফেলুন। এই ছয়টি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

■  জলবায়ু পরিবর্তন, অভিযোজন, স্থিতিস্থাপকতা এবং সবুজ শক্তি স্থানান্তর। 
■  লিঙ্গ সমতা, অক্ষমতা সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি। 
■  স্বাস্থ্য 
■  ডিজিটাল অর্থনীতি। 
■  মেরিটাইম এবং ব্লু ইকোনমি। 
■  অবকাঠামো ও সংযোগ। 

সুযোগ-সুবিধা
অস্ট্রেলিয়ান সংস্থাগুলো ফেলোপ্রতি ৩৪ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত দিতে পারে, যা ১৫ জন ফেলোকে দেওয়া হবে। 
■  ফেলোশিপপ্রাপ্তরা ফিরতি বিমান ভ্রমণ এবং প্রাসঙ্গিক অস্ট্রেলিয়া ভ্রমণের সুযোগ পাবেন। 
■  শিক্ষার্থীদের প্রশিক্ষণ খরচ এই ফেলোশিপ বহন করবে। 
■  বাসস্থান এবং জীবনযাত্রার খরচ এই ফেলোশিপের অন্তর্ভুক্ত। 
■  অস্ট্রেলিয়ায় থাকাকালে চিকিৎসা বিমা খরচ (শুধু ফেলোশিপ হোল্ডারদের জন্য) তো থাকছেই। 
■  প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা রয়েছে। 
■  প্রোগ্রাম ওভারহেড ফি দেওয়া হবে। 

আবেদনের যোগ্যতা
ফেলোদের অবশ্যই নিম্নলিখিত সাধারণ যোগ্যতা পূরণ করতে হবে: 
■  আবেদনকারীর কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে।
■  আবেদনকারী স্থায়ী বাসিন্দা হতে বা অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন না।
■  বাংলাদেশীরাও এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
■  বর্তমানে সামরিক বাহিনীতে কর্মরত আছেন এমন কেউ আবেদন করতে পারবেন না। 
■  পরিবারের সদস্যদের ছাড়া ভ্রমণ করতে সক্ষম এমন প্রার্থীরাই আবেদন করবেন।
■  আবেদনকারী প্রার্থী একজন প্রতিবন্ধী তাঁকে দেখভালের জন্য একজনকে সঙ্গে নিতে হবে। 

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর, ২০২৩। বিস্তারিত জানতে ক্লিক করুন।

গ্রন্থনা: জুবায়ের আহম্মেদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

হাবিপ্রবিতে শাস্তি পাচ্ছেন ছাত্রলীগের ১০২ জন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত