Ajker Patrika

বিষাক্ত মাশরুম খাইয়ে শ্বশুর–শাশুড়িকে হত্যা, স্বামীকে চারবার হত্যাচেষ্টা

বিষাক্ত মাশরুম খাইয়ে শ্বশুর–শাশুড়িকে হত্যা, স্বামীকে চারবার হত্যাচেষ্টা

অস্ট্রেলিয়ার এক নারীর বিরুদ্ধে তিনজনকে বিষাক্ত মাশরুম খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আদালত বলছে, অভিযুক্ত নারী তাঁর সাবেক সঙ্গীকেও মাশরুম খাইয়ে চারবার হত্যার চেষ্টা করেছেন।

গত বৃহস্পতিবার অভিযুক্ত ইরিন প্যাটারসনের (৪৯) বিরুদ্ধে তিনটি হত্যা ও পাঁচটি হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই মাসে অস্ট্রেলিয়ার অঙ্গরাজ্য ভিক্টোরিয়ার লিওনগাথা শহরে এক পারিবারিক মধ্যাহ্নভোজের আয়োজন করেন প্যাটারসন। হত্যাকাণ্ডগুলো ওই ভোজের সময়ই ঘটেছে। তবে প্যাটারসন এখনো নিজেকে নির্দোষ দাবি করছেন।

গতকাল শুক্রবার প্যাটারসনকে সংক্ষিপ্ত সময়ের জন্য আদালতে হাজির করা হয়। তবে, পুলিশি তল্লাশিতে তাঁর বাড়ি থেকে জব্দ করা কম্পিউটার সরঞ্জাম বিশ্লেষণের জন্য কৌঁসুলিদের সময় দেওয়ার জন্য মামলাটি ৩ মে পর্যন্ত মুলতবি করা হয়। ইরিন প্যাটারসন জামিনের জন্যও আবেদন করেননি।

গতকাল শুক্রবার আদালতের নথিতে বলা হয়, পুলিশের অভিযোগ, প্যাটারসন তাঁর স্বামী সায়মন প্যাটারসনকে ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনবার হত্যার চেষ্টা করেছেন। সায়মন ও ইরিন বেশ কিছু দিন ধরেই আলাদা থাকছেন।

চতুর্থ চেষ্টার সময় তিনি তাঁর স্বামী সায়মন প্যাটারসন, স্বামীর মা–বাবা গেইল ও ডন প্যাটারসন এবং চাচি শাশুড়ি হিদার উইলকিনসনকে নিমন্ত্রণ করেন। তবে, স্বামী সায়মন প্যাটারসন সে নিমন্ত্রণে যাননি।

ইরিন প্যাটারসন বলেন, তিনি সুপার মার্কেট থেকে আনা বাটন মাশরুম ব্যবহার করে রান্নার পদ তৈরি করেছিলেন। এ ছাড়া তিনি বেশ কয়েক মাস আগে এশীয় এক দোকান থেকে শুকনো মাশরুম কিনেছিলেন। 

পুলিশ বলছে, চারজন অতিথিকেই গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। কয়েক দিনের মধ্যে ইরিন প্যাটারসনের সত্তুরোর্ধ শ্বশুর–শাশুড়ি ও হিদার উইলকিনসনের (৬৬) মৃত্যু হয়। হিদারের স্বামীর (৬৮) অবস্থা গুরুতর হলেও পরে সুস্থ হয়ে ওঠেন। 

তাঁরা চারজনই বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম খেয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

খাবার খাওয়ার পর দুই সন্তানসহ ইরিন প্যাটারসন অক্ষত থাকার কারণে তাঁকে সন্দেহ করে পুলিশ।

তবে ইরিন বলছেন, অতিথিদের বিষ প্রয়োগে হত্যার উদ্দেশ্য ছিল না তাঁর। এমনকি তাঁর দাবি, খাওয়া–দাওয়ার পর তাঁকেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এবং তাঁর যকৃৎ রক্ষার জন্য ওষুধ দেওয়া হয়।  

গত আগস্টে দেওয়া এক বিবৃতিতে তিনি লেখেন, ‘আমি এ ভেবেই মানসিকভাবে ভেঙে পড়েছি যে, মাশরুমগুলো আমার প্রিয়জনদের অসুস্থতার কারণ হয়ে থাকতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত