প্রবালপ্রাচীর মেরামত করবে রোবট
পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূল থেকে ৪০ মাইল দূরে অ্যাব্রোলহস দ্বীপপুঞ্জটি বিশ্বের একটি বিশেষ অংশ। ধারণা করা হয়, সমুদ্রের ২৫ শতাংশ প্রজাতি প্রবালপ্রাচীরের মধ্যে বা এর আশপাশে বাস করে। প্রবাল শুধু দেখতেই যে সুন্দর, তা নয়। সামুদ্রিক বাস্তুতন্ত্রে এর অবদানও অসামান্য। প্রবালপ্রাচীর সমুদ্রের দুর্যোগপূর্ণ ঢেউ এ