কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করেছে। একই কারণে এই নীতি অনুসরণের জন্য অস্ট্রেলিয়ার বিরোধী গ্রিনস দলের ১৫ জন আইনপ্রণেতা দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বুধবার এক চিঠি দিয়েছেন।
ইমেইলে অ্যান্থনি আলবানিজকে পাঠানো এ চিঠিতে তাঁরা বলেছেন, ‘গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় যাঁরা বাধা হয়ে দাঁড়াবে তাঁরা যাতে অস্ট্রেলিয়ায় ঢুকতে না পারে তার ব্যবস্থা করতে হবে।’
১৫ সিনেটর ও এমপির মধ্যে পাঁচজনকে আজকের পত্রিকা থেকে ইমেইলে বুধবার রাতে জানতে চাওয়া হয়, ‘চিঠিটি সঠিক কি না।’ জবাবে ম্যাক্স সেন্ডলার-ম্যাথার এমপির দপ্তর আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে জানায়, ‘চিঠিটি সঠিক।’
অ্যান্থনি আলবানিজকে লেখা চিঠিতে ১৫ সিনেটর ও এমপি বলেন, রাজনৈতিক দল ও ভোটারদের নির্বাচনী প্রক্রিয়া বাধা দেওয়া, নাগরিক সমাজ ও গণমাধ্যমে মত প্রকাশে প্রতিবন্ধকতা তৈরি ও ভোটে কারচুপির আশঙ্কা দেখা দেওয়ায় তাঁরা উদ্বিগ্ন।
চিঠিতে বলা হয়, ম্যাগনিটস্কি নিষেধাজ্ঞাসহ অন্যান্য ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে এটা নিশ্চিত করা জরুরি যে, এসব তৎপরতায় জড়িত লোকেরা যেন অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে।
বাংলাদেশে ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতাদের ক্ষমতার অপব্যবহার ও সাধারণ নাগরিক, শ্রমিক নেতা ও বিরোধী দলগুলোর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিষয়ে মার্কিন পররাষ্ট্র বিভাগ ও মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
২০১৪ ও ২০১৮ সালে যেমন ভোট হয়েছে, তার পরিবর্তে আগামী নির্বাচন যাতে আন্তর্জাতিক বিধিবিধান ও মানদণ্ড মেনে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ এবং ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনারকে তা অবহিত করার জন্যও তাঁরা আবেদন জানান।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘অস্ট্রেলিয়ায় এমন উদ্যোগের নানামুখী প্রতিক্রিয়ার আশঙ্কা আছে।’
ম্যাক্স সেন্ডলার-ম্যাথার এমপি ছাড়া অন্য যাঁরা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে চিঠিটি দিয়েছেন তাঁরা হলেন, সিনেটর ডেভিড সুব্রিজ, জর্ডন স্টেলে-জন, ল্যরিজা ওয়াটার্স, নিক ম্যাককিম, জেনেট রাইস, বারবারা পকক, মেহরিন ফারুকি, পিটার হুইস-উইলসন, ডরিন্ডা কক্স, পেনি অলম্যান-প্যান ও সারাহ হ্যানসন-ইয়ং, অ্যাডাম ব্যান্ডট এমপি, এলিজাবেথ ওয়াটস-ব্রাউন এমপি ও স্টিফেন বেটস এমপি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করেছে। একই কারণে এই নীতি অনুসরণের জন্য অস্ট্রেলিয়ার বিরোধী গ্রিনস দলের ১৫ জন আইনপ্রণেতা দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বুধবার এক চিঠি দিয়েছেন।
ইমেইলে অ্যান্থনি আলবানিজকে পাঠানো এ চিঠিতে তাঁরা বলেছেন, ‘গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় যাঁরা বাধা হয়ে দাঁড়াবে তাঁরা যাতে অস্ট্রেলিয়ায় ঢুকতে না পারে তার ব্যবস্থা করতে হবে।’
১৫ সিনেটর ও এমপির মধ্যে পাঁচজনকে আজকের পত্রিকা থেকে ইমেইলে বুধবার রাতে জানতে চাওয়া হয়, ‘চিঠিটি সঠিক কি না।’ জবাবে ম্যাক্স সেন্ডলার-ম্যাথার এমপির দপ্তর আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে জানায়, ‘চিঠিটি সঠিক।’
অ্যান্থনি আলবানিজকে লেখা চিঠিতে ১৫ সিনেটর ও এমপি বলেন, রাজনৈতিক দল ও ভোটারদের নির্বাচনী প্রক্রিয়া বাধা দেওয়া, নাগরিক সমাজ ও গণমাধ্যমে মত প্রকাশে প্রতিবন্ধকতা তৈরি ও ভোটে কারচুপির আশঙ্কা দেখা দেওয়ায় তাঁরা উদ্বিগ্ন।
চিঠিতে বলা হয়, ম্যাগনিটস্কি নিষেধাজ্ঞাসহ অন্যান্য ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে এটা নিশ্চিত করা জরুরি যে, এসব তৎপরতায় জড়িত লোকেরা যেন অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে।
বাংলাদেশে ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতাদের ক্ষমতার অপব্যবহার ও সাধারণ নাগরিক, শ্রমিক নেতা ও বিরোধী দলগুলোর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিষয়ে মার্কিন পররাষ্ট্র বিভাগ ও মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
২০১৪ ও ২০১৮ সালে যেমন ভোট হয়েছে, তার পরিবর্তে আগামী নির্বাচন যাতে আন্তর্জাতিক বিধিবিধান ও মানদণ্ড মেনে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ এবং ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনারকে তা অবহিত করার জন্যও তাঁরা আবেদন জানান।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘অস্ট্রেলিয়ায় এমন উদ্যোগের নানামুখী প্রতিক্রিয়ার আশঙ্কা আছে।’
ম্যাক্স সেন্ডলার-ম্যাথার এমপি ছাড়া অন্য যাঁরা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে চিঠিটি দিয়েছেন তাঁরা হলেন, সিনেটর ডেভিড সুব্রিজ, জর্ডন স্টেলে-জন, ল্যরিজা ওয়াটার্স, নিক ম্যাককিম, জেনেট রাইস, বারবারা পকক, মেহরিন ফারুকি, পিটার হুইস-উইলসন, ডরিন্ডা কক্স, পেনি অলম্যান-প্যান ও সারাহ হ্যানসন-ইয়ং, অ্যাডাম ব্যান্ডট এমপি, এলিজাবেথ ওয়াটস-ব্রাউন এমপি ও স্টিফেন বেটস এমপি।
সৌদি আরবের ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য দেশটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আজ রোববার রাতে ঢাকায় আসছে। ঢাকায় অবস্থিত সৌদি আরব দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক কূটনৈতিক নোটের মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেমাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার পর ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য আইন সংশোধন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে গত ২৫ মার্চ গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। সংশোধিত আইনে ধর্ষণের বিচারের সময়সীমা কমিয়ে ৯০ কার্যদিবসে...
১২ ঘণ্টা আগেপ্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে কাশ্মীর ইস্যু তুলে ধরে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ তোলে পাকিস্তান। তবে বাংলাদেশের বিবৃতিতে এই ইস্যুর উল্লেখ না থাকলেও ঢাকা একাত্তরের গণহত্যা, ক্ষতিপূরণসহ একাধিক ঐতিহাসিক বিষয় উত্থাপন করে। বৈঠকে সার্ক পুনরুজ্জীবন এবং
১৬ ঘণ্টা আগেবিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
১৮ ঘণ্টা আগে