অনলাইন ডেস্ক
তিন বছর ধরে কারাগারে বন্দী করে রাখা অস্ট্রেলিয়ান নারী সাংবাদিক চেং লেইকে মুক্তি দিয়েছে চীন। আজ বুধবার মুক্তির পর অস্ট্রেলিয়ার মেলবোর্নে নিজের পরিবারের কাছে ফিরে গেছেন চেং।
বিবিসি জানিয়েছে, চীনা বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক চেং লেইয়ের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি জানান, অস্ট্রেলিয়ার বিমানবন্দরে নামার পর চেং লেইকে স্বাগত জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।
প্রতিবেদনে বলা হয়, চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিজিটিএন-এ একজন বিজনেস রিপোর্টার হিসেবে কাজ করছিলেন চেং। কিন্তু ২০২০ সালের ১৩ আগস্ট গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে চীনা পুলিশ। চেংয়ের বিরুদ্ধে সে সময় বিদেশে রাষ্ট্রীয় গোপনীয়তা সরবরাহের অভিযোগ ওঠে।
তবে গ্রেপ্তারের পর চেংয়ের বিরুদ্ধে চীনা সরকার কোনো বিচার প্রক্রিয়া চালায়নি। বিচার ছাড়াই টানা তিন বছর নির্জন কারাগারে বন্দী ছিলেন অস্ট্রেলিয়ান ওই সাংবাদিক।
বন্দী সময়ের স্মৃতিচারণ করে চেং জানান, সেই দিনগুলোতে তিনি সূর্যের দেখা পাননি। একটি জানালা দিয়ে তাঁর কারা কক্ষে আলোর রশ্মি এলেও সেই আলো তাঁর শরীর স্পর্শ করতে পারেনি। তিনি বলেন, ‘তিন বছরে আমি একটি গাছও দেখিনি।’
গত আগস্টে অস্ট্রেলিয়ার জনগণের উদ্দেশে চেং একটি খোলা চিঠি লিখেছিলেন। সেই চিঠির সূত্রেই তাঁর কারাবাসের কথা জানতে পারে পুরো পৃথিবী। পরে তাঁর মুক্তির বিষয়ে তৎপরতা শুরু করেন অস্ট্রেলিয়ান কূটনীতিকেরা।
চেংয়ের মুক্তির বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর ফিরে আসা পরিবারের জন্য দুঃসহ কয়েক বছরের সমাপ্তি টেনেছ। তাঁর ফিরে আসাকে তাঁর পরিবার ও বন্ধুরাই শুধু নয়, সমস্ত অস্ট্রেলিয়াবাসী স্বাগত জানিয়েছে।’
তিন বছর ধরে কারাগারে বন্দী করে রাখা অস্ট্রেলিয়ান নারী সাংবাদিক চেং লেইকে মুক্তি দিয়েছে চীন। আজ বুধবার মুক্তির পর অস্ট্রেলিয়ার মেলবোর্নে নিজের পরিবারের কাছে ফিরে গেছেন চেং।
বিবিসি জানিয়েছে, চীনা বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক চেং লেইয়ের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি জানান, অস্ট্রেলিয়ার বিমানবন্দরে নামার পর চেং লেইকে স্বাগত জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।
প্রতিবেদনে বলা হয়, চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিজিটিএন-এ একজন বিজনেস রিপোর্টার হিসেবে কাজ করছিলেন চেং। কিন্তু ২০২০ সালের ১৩ আগস্ট গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে চীনা পুলিশ। চেংয়ের বিরুদ্ধে সে সময় বিদেশে রাষ্ট্রীয় গোপনীয়তা সরবরাহের অভিযোগ ওঠে।
তবে গ্রেপ্তারের পর চেংয়ের বিরুদ্ধে চীনা সরকার কোনো বিচার প্রক্রিয়া চালায়নি। বিচার ছাড়াই টানা তিন বছর নির্জন কারাগারে বন্দী ছিলেন অস্ট্রেলিয়ান ওই সাংবাদিক।
বন্দী সময়ের স্মৃতিচারণ করে চেং জানান, সেই দিনগুলোতে তিনি সূর্যের দেখা পাননি। একটি জানালা দিয়ে তাঁর কারা কক্ষে আলোর রশ্মি এলেও সেই আলো তাঁর শরীর স্পর্শ করতে পারেনি। তিনি বলেন, ‘তিন বছরে আমি একটি গাছও দেখিনি।’
গত আগস্টে অস্ট্রেলিয়ার জনগণের উদ্দেশে চেং একটি খোলা চিঠি লিখেছিলেন। সেই চিঠির সূত্রেই তাঁর কারাবাসের কথা জানতে পারে পুরো পৃথিবী। পরে তাঁর মুক্তির বিষয়ে তৎপরতা শুরু করেন অস্ট্রেলিয়ান কূটনীতিকেরা।
চেংয়ের মুক্তির বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর ফিরে আসা পরিবারের জন্য দুঃসহ কয়েক বছরের সমাপ্তি টেনেছ। তাঁর ফিরে আসাকে তাঁর পরিবার ও বন্ধুরাই শুধু নয়, সমস্ত অস্ট্রেলিয়াবাসী স্বাগত জানিয়েছে।’
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
২ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
২ ঘণ্টা আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
৩ ঘণ্টা আগে