আদিবাসীদের অধিকার রক্ষায় অস্ট্রেলিয়ার গণভোটের আগে বিভ্রান্তিকর পোস্ট রিপোর্ট করার সুবিধা সরিয়ে ফেলেছে এক্স (টুইটার)। এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে ডিজিটাল অ্যাডভোকেসি গ্রুপ নামে একটি অধিকার সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্ত সংসদে আদিবাসীদের অধিকার রক্ষার আসন্ন গণভোটে অস্ট্রেলিয়ার নাগরিকদের কীভাবে প্রভাবিত করবে তা চিঠির মাধ্যমে তুলে ধরেছে ডিজিটাল অ্যাডভোকেসি গ্রুপ। এই গ্রুপই সর্বপ্রথম বিষয়টি লক্ষ্য করে।
চিঠিটিতে বলা হয়, গণভোটের কয়েক সপ্তাহ আগে পোস্ট রিপোর্ট করার সুযোগ সরিয়ে ফেলার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ায় পাঁচ ব্যক্তির অ্যাকাউন্ট থেকে রিপোর্ট করে ভোট নিয়ে বিভ্রান্তিকর পোস্ট সরিয়ে ফেলার চেষ্টা করা হয়।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল বলছে, ভোটের সময় ভুল তথ্য ছড়ানো বন্ধের টুল ‘মিসলিডিং ইনফরমেশন’ অপশনটি এক্স প্ল্যাটফর্মটিতে পাওয়া যাচ্ছে না। তবে ব্যবহারকারীরা ঘৃণা ও সহিংসতামূলক পোস্ট, স্প্যাম এবং ভুয়া বা ছদ্মবেশি অ্যাকাউন্টকে রিপোর্ট করতে পারবে।
এক্স প্ল্যাটফর্মে কোনো পোস্টে রির্পোট করা হলে, কোম্পানির কর্মীরা পোস্টগুলো রিভিউ করে থাকে। ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার এক্স প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা কোনো পোস্ট বিভ্রান্তিকর মনে করলে তা রিপোর্ট করতে পারতেন। ফিচারটি ব্রাজিল, ফিলিপাইন ও স্পেনেও ২০২২ সালে চালু করা হয়। ভোটের সময় এই ধরনের টুল খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে। তবে দুই সপ্তাহ ধরে টুলটি বন্ধ আছে।
এক্স প্ল্যাটফর্মে কর্মীদের বিরুদ্ধে উসকানিমূলক পোস্ট ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে ব্যর্থ হয়ে অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন (এইসি) হতাশা প্রকাশ করেছে।
অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশনার টম রজার বলেন, কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হুমকি সরিয়ে ফেলা কঠিন একটি কাজ। এটি যে প্ল্যাটফর্মেই হোক না কেন।
এইসির এক মুখপাত্র বলেন, এক্স প্ল্যাটফর্মের কনটেন্ট শেয়ার করার জন্য কমিশনের নিজস্ব পন্থা রয়েছে এবং সেটি তারা সঠিকভাবে ব্যবহার করে থাকে।
এক্স বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।
আদিবাসীদের অধিকার রক্ষায় অস্ট্রেলিয়ার গণভোটের আগে বিভ্রান্তিকর পোস্ট রিপোর্ট করার সুবিধা সরিয়ে ফেলেছে এক্স (টুইটার)। এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে ডিজিটাল অ্যাডভোকেসি গ্রুপ নামে একটি অধিকার সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্ত সংসদে আদিবাসীদের অধিকার রক্ষার আসন্ন গণভোটে অস্ট্রেলিয়ার নাগরিকদের কীভাবে প্রভাবিত করবে তা চিঠির মাধ্যমে তুলে ধরেছে ডিজিটাল অ্যাডভোকেসি গ্রুপ। এই গ্রুপই সর্বপ্রথম বিষয়টি লক্ষ্য করে।
চিঠিটিতে বলা হয়, গণভোটের কয়েক সপ্তাহ আগে পোস্ট রিপোর্ট করার সুযোগ সরিয়ে ফেলার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ায় পাঁচ ব্যক্তির অ্যাকাউন্ট থেকে রিপোর্ট করে ভোট নিয়ে বিভ্রান্তিকর পোস্ট সরিয়ে ফেলার চেষ্টা করা হয়।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল বলছে, ভোটের সময় ভুল তথ্য ছড়ানো বন্ধের টুল ‘মিসলিডিং ইনফরমেশন’ অপশনটি এক্স প্ল্যাটফর্মটিতে পাওয়া যাচ্ছে না। তবে ব্যবহারকারীরা ঘৃণা ও সহিংসতামূলক পোস্ট, স্প্যাম এবং ভুয়া বা ছদ্মবেশি অ্যাকাউন্টকে রিপোর্ট করতে পারবে।
এক্স প্ল্যাটফর্মে কোনো পোস্টে রির্পোট করা হলে, কোম্পানির কর্মীরা পোস্টগুলো রিভিউ করে থাকে। ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার এক্স প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা কোনো পোস্ট বিভ্রান্তিকর মনে করলে তা রিপোর্ট করতে পারতেন। ফিচারটি ব্রাজিল, ফিলিপাইন ও স্পেনেও ২০২২ সালে চালু করা হয়। ভোটের সময় এই ধরনের টুল খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে। তবে দুই সপ্তাহ ধরে টুলটি বন্ধ আছে।
এক্স প্ল্যাটফর্মে কর্মীদের বিরুদ্ধে উসকানিমূলক পোস্ট ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে ব্যর্থ হয়ে অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন (এইসি) হতাশা প্রকাশ করেছে।
অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশনার টম রজার বলেন, কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হুমকি সরিয়ে ফেলা কঠিন একটি কাজ। এটি যে প্ল্যাটফর্মেই হোক না কেন।
এইসির এক মুখপাত্র বলেন, এক্স প্ল্যাটফর্মের কনটেন্ট শেয়ার করার জন্য কমিশনের নিজস্ব পন্থা রয়েছে এবং সেটি তারা সঠিকভাবে ব্যবহার করে থাকে।
এক্স বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
২ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৩ দিন আগে