একটি কুমির আপনাকে আক্রমণ করেছে। তখন যদি ওটার কবল থেকে রেহাই পেতে উল্টো কুমিরটিকেই কামড়ে দেন, কেমন হবে? অস্ট্রেলিয়ার এক কৃষকের বেলায় এমনটাই ঘটেছে। ওই কৃষক জানিয়েছেন, একটা কুমির তাঁকে আক্রমণ করার পর ওটাকে কামড়ে দিয়ে সৌভাগ্যক্রমে গল্পটি বলার জন্য বেঁচে ফিরেছেন। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে।
নর্দার্ন টেরিটরি এলাকায় বাস করা গবাদিপশুর খামারি কলিন ডেভেরক্সকে ১০ ফুট লম্বা (৩.২ মিটার) একটি লোনা পানির কুমির কামড়ানোর পরে এক মাস হাসপাতালে কাটাতে হয়। ডেভেরক্স এবিসি নিউজকে জানান, কুমিরটির কবল থেকে বাঁচার জন্য ওটার চোখের পাতা কামড়ে দেন তিনি।
ডেভেরক্স জানান, গত মাসে ফিনিস নদীর কাছে বেড়া নির্মাণের জন্য গিয়েছিলেন। এ সময় সেখানকার একটি হ্রদে থামার পরেই ঘটনার সূত্রপাত।
এ সময় মাছেদের হ্রদের মাঝখানে সাঁতার কাটতে দেখেন। হ্রদটি থেকে সরে যাচ্ছিলেন যখন, একটি কুমির এসে ডান পা কামড়ে ধরে। তারপর প্রাণীটি তাঁকে টেনে পানিতে নিয়ে যায়।
ডেভেরক্স এবিসি নিউজকে জানান, কুমিরটিকে কামড় দেওয়ার আগে ওটাকে নিজের মুক্ত পা দিয়ে লাথি মেরে তাড়ানোর চেষ্টা করেন।
‘আমি এমন একটি অদ্ভুত অবস্থায় পড়েছিলাম, কিন্তু ঘটনাক্রমে আমার দাঁত তার চোখের পাতার সংস্পর্শে চলে এসেছিল। এটি বেশ মোটা ছিল। আমি ওটার চোখের পাতায় (দাঁত দিয়ে) ঝাঁকুনি দিয়েছিলাম এবং সে আমাকে ছেড়ে দেয়।’ বলেন ডেভেরক্স।
ডেভেরক্স এরপর এক মুহূর্ত দেরি না করে লাফিয়ে হ্রদের জল থেকে উঠে গাড়ি যেখানে রেখেছেন সেদিকে দৌড়ালেন। কুমিরটিও জল থেকে উঠে মিটার চারেক তাড়া করে তাঁকে। তারপর থেমে যায়।
ডেভেরক্স জানান, পায়ে রক্তপাত বন্ধ করতে একটি তোয়ালে ও কিছু দড়ি ব্যবহার করেন। তারপর ডেভেরক্সের ভাই এসে তাঁকে ১৩০ কিলোমিটার দূরের রয়্যাল ডারউইন হাসপাতালে নিয়ে যান।
‘এটা (কুমিরটা) যদি আমার শরীরের অন্য কোথাও কামড়াত, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত।’ বলেন তিনি।
ডেভেরক্স জানান, এই জলাভূমি এলাকায় বেড়া ঠিক করতে এবং বিভিন্ন প্রয়োজনে নিয়মিতই ঘুরে বেড়াতেন তিনি। কিন্তু এ ঘটনা তাঁর চোখ খুলে দিয়েছে। তাঁকে এখন অভ্যাস পরিবর্তন করতে হবে।
কুমির এই অঞ্চলে আইনের মাধ্যমে সুরক্ষিত। বিজ্ঞানীদের আগ্রহ থাকার পাশাপাশি এটি পর্যটকদেরও আকৃষ্ট করে।
কুইন্সল্যান্ডের কেপ ইয়র্ক উপদ্বীপের কেনেডি নদীতে এ বছরের এপ্রিলে সর্বশেষ মারাত্মক কুমিরের আক্রমণ হয়েছিল।
একটি কুমির আপনাকে আক্রমণ করেছে। তখন যদি ওটার কবল থেকে রেহাই পেতে উল্টো কুমিরটিকেই কামড়ে দেন, কেমন হবে? অস্ট্রেলিয়ার এক কৃষকের বেলায় এমনটাই ঘটেছে। ওই কৃষক জানিয়েছেন, একটা কুমির তাঁকে আক্রমণ করার পর ওটাকে কামড়ে দিয়ে সৌভাগ্যক্রমে গল্পটি বলার জন্য বেঁচে ফিরেছেন। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে।
নর্দার্ন টেরিটরি এলাকায় বাস করা গবাদিপশুর খামারি কলিন ডেভেরক্সকে ১০ ফুট লম্বা (৩.২ মিটার) একটি লোনা পানির কুমির কামড়ানোর পরে এক মাস হাসপাতালে কাটাতে হয়। ডেভেরক্স এবিসি নিউজকে জানান, কুমিরটির কবল থেকে বাঁচার জন্য ওটার চোখের পাতা কামড়ে দেন তিনি।
ডেভেরক্স জানান, গত মাসে ফিনিস নদীর কাছে বেড়া নির্মাণের জন্য গিয়েছিলেন। এ সময় সেখানকার একটি হ্রদে থামার পরেই ঘটনার সূত্রপাত।
এ সময় মাছেদের হ্রদের মাঝখানে সাঁতার কাটতে দেখেন। হ্রদটি থেকে সরে যাচ্ছিলেন যখন, একটি কুমির এসে ডান পা কামড়ে ধরে। তারপর প্রাণীটি তাঁকে টেনে পানিতে নিয়ে যায়।
ডেভেরক্স এবিসি নিউজকে জানান, কুমিরটিকে কামড় দেওয়ার আগে ওটাকে নিজের মুক্ত পা দিয়ে লাথি মেরে তাড়ানোর চেষ্টা করেন।
‘আমি এমন একটি অদ্ভুত অবস্থায় পড়েছিলাম, কিন্তু ঘটনাক্রমে আমার দাঁত তার চোখের পাতার সংস্পর্শে চলে এসেছিল। এটি বেশ মোটা ছিল। আমি ওটার চোখের পাতায় (দাঁত দিয়ে) ঝাঁকুনি দিয়েছিলাম এবং সে আমাকে ছেড়ে দেয়।’ বলেন ডেভেরক্স।
ডেভেরক্স এরপর এক মুহূর্ত দেরি না করে লাফিয়ে হ্রদের জল থেকে উঠে গাড়ি যেখানে রেখেছেন সেদিকে দৌড়ালেন। কুমিরটিও জল থেকে উঠে মিটার চারেক তাড়া করে তাঁকে। তারপর থেমে যায়।
ডেভেরক্স জানান, পায়ে রক্তপাত বন্ধ করতে একটি তোয়ালে ও কিছু দড়ি ব্যবহার করেন। তারপর ডেভেরক্সের ভাই এসে তাঁকে ১৩০ কিলোমিটার দূরের রয়্যাল ডারউইন হাসপাতালে নিয়ে যান।
‘এটা (কুমিরটা) যদি আমার শরীরের অন্য কোথাও কামড়াত, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত।’ বলেন তিনি।
ডেভেরক্স জানান, এই জলাভূমি এলাকায় বেড়া ঠিক করতে এবং বিভিন্ন প্রয়োজনে নিয়মিতই ঘুরে বেড়াতেন তিনি। কিন্তু এ ঘটনা তাঁর চোখ খুলে দিয়েছে। তাঁকে এখন অভ্যাস পরিবর্তন করতে হবে।
কুমির এই অঞ্চলে আইনের মাধ্যমে সুরক্ষিত। বিজ্ঞানীদের আগ্রহ থাকার পাশাপাশি এটি পর্যটকদেরও আকৃষ্ট করে।
কুইন্সল্যান্ডের কেপ ইয়র্ক উপদ্বীপের কেনেডি নদীতে এ বছরের এপ্রিলে সর্বশেষ মারাত্মক কুমিরের আক্রমণ হয়েছিল।
আজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৩ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৪ দিন আগেভারতের তেলেঙ্গানার হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় গাঁজা সরবরাহকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন মাদকবিরোধী কর্মকর্তারা। সম্প্রতি এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্টের (ইগল) অভিযানে তাঁরা দেখতে পান, এক দম্পতি তাঁদের চার বছরের শিশুকে নিয়ে এসেছেন গাঁজা...
৫ দিন আগেদিল্লির সুলতানপুরে গত ১৯ জুন ২৫ বছর বয়সী এক যুবক অফিস থেকে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী তাঁর মোবাইল ফোন ছিনতাই করে। তখন ওই যুবক ভেবেছিলেন, এটা হয়তো দুর্ভাগ্য ছাড়া কিছু না। কিন্তু ১৫ দিন পর পুলিশ ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করে। একই সঙ্গে, যে ছিনতাইয়ের পুরো ঘটনাটি সাজিয়েছিলেন, তাঁকেও শনাক্ত করে।
৭ দিন আগে