Ajker Patrika

অস্ট্রেলিয়ায় আগুন নেভানোর কাজে নিয়োজিত বিমান বিধ্বস্ত, নিহত ৩

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১১: ৪১
অস্ট্রেলিয়ায় আগুন নেভানোর কাজে নিয়োজিত বিমান বিধ্বস্ত, নিহত ৩

অস্ট্রেলিয়ার দাবানল মোকাবিলার কাজ পর্যবেক্ষণ করতে গিয়ে প্রত্যন্ত অঞ্চলে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহত সবাই দমকলকর্মী।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

রয়টার্স বলছে, দমকলকর্মীদের বহনকারী ওই বিমান ম্যাককিনলে শহরের প্রত্যন্ত শহরতলিতে বিধ্বস্ত হয় বলে স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে জরুরি কর্তৃপক্ষকে জানান হয়। এলাকাটি ব্রিসবেন থেকে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

কুইন্সল্যান্ডে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছেন অগ্নিনির্বাপক কর্মীরা। দাবানলে সেখানে এখন পর্যন্ত দুজন মারা গেছে। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া দাবানলে ধ্বংস হয়ে গেছে কয়েক ডজন বাড়ি।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়ে বলেছে, বিমানটিতে আরোহী হিসেবে থাকা তিনজনকে শনাক্ত এবং মৃত বলে নিশ্চিত করা হয়েছে। ছোট বিমানটি ফায়ার ম্যাপিং করার জন্য কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তবে তুওউম্বা থেকে মাউন্ট ইসা যাওয়ার সময় বিমানটিতে কী ঘটেছিল তা জানতে বিমানের ধ্বংসাবশেষ জড়ো করতে হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তাই কয়েক সপ্তাহ সময় বা তার চেয়েও বেশি সময় লেগে যেতে পারে।

কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের ডেপুটি কমিশনার মাইক ওয়াসিং বলেন, ‘অগ্নিনির্বাপণের কাজে নজরদারি করার সময় আমাদের একটি বিমানে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমরা সম্পূর্ণভাবে বিধ্বস্ত। আমাদের কর্মীদের পরিবারের প্রতি রইল সমবেদনা।’

এদিকে, অগ্নিনির্বাপক কর্মীদের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তাঁদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত