সাংবাদিকদের এড়িয়ে চলায় ওসাকার জরিমানা ১৩ লাখ টাকা
ফ্রেঞ্চ ওপেনটা কাল দুর্দান্ত শুরু করেছেন নাওমি ওসাকা। দ্বিতীয় বাছাই এই জাপানি টেনিস তারকা রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগকে সরাসরি সেটে (৬-৪,৭-৬ গেমে) হারিয়েছেন। এমন জয়েও স্বস্তিতে ছিলেন না ওসাকা। জেতার পরেও তাঁকে গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে না যাওয়ায় ১৫০০০ মার্কিন ড