Ajker Patrika

ক্রীড়া বাজেট কমেছে ৩৫৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৪ জুন ২০২১, ১০: ৪৯
ক্রীড়া বাজেট কমেছে ৩৫৬ কোটি টাকা

ঢাকা: ২০২০–২১ অর্থবছরে দেশের ক্রীড়া খাতে উন্নয়ন ব্যয় ছিল ২৩৩ কোটি টাকা। মোট বাজেট ছিল ১ হাজার ৪৭৮ কোটি টাকার। ২০২১-২২ প্রস্তাবিত বাজেটে অবকাঠামোগত উন্নয়নে ব্যয় বাড়লেও কমেছে টাকার অঙ্ক। এবার ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১২২ কোটি টাকা, গত বছরের তুলনায় যা ৩৫৬ কোটি টাকা কম। 

৫ বছরের সবচেয়ে কম বাজেট 
করোনায় বিপর্যস্ত অর্থনীতিতে মোট বাজেটের পরিমাণ বাড়লেও ক্রীড়া খাতে কাটছাঁট হবে—গত কদিন শোনা যাচ্ছিল এটি। অনুমানটাই সত্যি হয়েছে। কাল জাতীয় সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ১২২ কোটি টাকার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে ক্রীড়া উন্নয়ন ব্যয় প্রস্তাব করা হয়েছে ২৮০ কোটি টাকা, যার অধিকাংশ ব্যয় হবে অবকাঠামোগত খাতে। মন্ত্রণালয়ের পরিচালন ব্যয় ধরা হয়েছে ৮৪২ কোটি টাকা।

Untitled-3গত বছরের ফেব্রুয়ারিতে করোনা মহামারির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর প্রায় তিন মাস থমকে পড়েছিল দেশের অর্থনীতি। নড়বড়ে পরিস্থিতিতেও যুব ও ক্রীড়া খাতে ১৪৭৮ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। ২০১৯-২০ অর্থবছরের তুলনায় যেটি ছিল ১ দশমিক ৫ শতাংশ বেশি। পরে অবশ্য সংশোধিত বাজেটে বরাদ্দের পরিমাণ কমে দাঁড়ায় ১ হাজার ১২৭ কোটি টাকায়।

সর্বশেষ পাঁচ বছরের এবারই সবচেয়ে কম বরাদ্দ পেল ক্রীড়া খাত। ২০১৭-১৮ অর্থবছরে এই খাতে বরাদ্দ করা হয়েছিল ১ হাজার ৩২৭ কোটি টাকা। উন্নয়ন ব্যয় ছিল ৩২৭ কোটি টাকা। পরের বছর ২০১৮-১৯ অর্থবছরে বাজেটে বরাদ্দ বেড়েছিল ১ হাজার ৪৯৮ কোটি টাকা। কিন্তু কমেছিল উন্নয়ন ব্যয়। ২০১৯-২০ বাজেট দেওয়া হয়েছিল ১ হাজার ৪৮৯ কোটি টাকা।

সব মিলিয়ে এবার বাজেট কমলেও করোনা পরিস্থিতিতেও উন্নয়ন বরাদ্দ ইতিবাচকই বলতে হবে। গত পাঁচ বছরে ক্রীড়াঙ্গনে বাজেটের আকার বাড়লেও কমছিল অবকাঠামোগত ব্যয়। ২০১৯-২০ অর্থবছরে উন্নয়ন ব্যয় ছিল ২১৪ কোটি। পরের বছর বরাদ্দ হয়েছিল ২৩৩ কোটি টাকার। এবারের অর্থবছরে প্রস্তাবিত বাজেটে পরিমাণ বাড়ানো হয়েছে ৪৭ কোটি টাকা।

কোথায় হবে খরচ 
উন্নয়ন ব্যয় বাড়ার পেছনে অন্যতম কারণ ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’। ১৮৬টি উপজেলায় চলছে এ ধরনের স্টেডিয়াম নির্মাণ। কাল অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশজুড়ে আধুনিক স্টেডিয়াম, জিমনেশিয়ামসহ ১৪টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। তাই বাড়ানো হয়েছে প্রকল্প ব্যয়। গতানুগতিক বাজেটের এবারের চমক বলতে এই শেখ রাসেল মিনি স্টেডিয়াম। বরাদ্দের বাকি অংশ খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের পেছনে ব্যয়ের পরিকল্পনা আছে ক্রীড়া মন্ত্রণালয়ের। তবে অর্থ ব্যয়ে এবার সতর্ক অবস্থানে ক্রীড়া মন্ত্রণালয়। প্রস্তাবিত বরাদ্দ কমে যেতে পারে সংশোধিত বাজেটে। বরাদ্দকৃত অর্থ কোন খাতে, কীভাবে ব্যয় হবে সেদিকে এবার সতর্ক নজর রাখবে অর্থ মন্ত্রণালয়।

বরাদ্দ অর্থ কমতে পারে ফুটবলে। নতুন স্বপ্ন নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে ৫০ কোটি টাকার বাজেট চেয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে গত দুই অর্থবছরে বাফুফের ব্যয়ে খুশি নয় অর্থ মন্ত্রণালয়। আর অন্য ফেডারেশনগুলোর জন্য রাখা হয়েছে পুরস্কারের ব্যবস্থা। কোনো ফেডারেশনের খেলোয়াড়েরা ভালো করলে দেওয়া হবে বাড়তি অর্থ বরাদ্দ। একইভাবে পরের বছর হিসাবে গরমিল মিললে কমে যাবে বরাদ্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষিকা থাকেন ঢাকায়, খালিয়াজুরীতে তাঁর নামে স্বাক্ষর করেন স্নাতকপড়ুয়া

জাকির নায়েক বিতর্কে ভারতের প্রতিক্রিয়ার যে জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

সকাল থেকে রাজধানীতে তীব্র যানজট, কারণ জানাল ডিএমপি

আজকের রাশিফল: প্রাক্তনের ফেসবুক প্রোফাইল ঘাঁটবেন না, মুরাদ টাকলার সঙ্গে দেখা হবে

সৌদি সরকারের দেওয়া দুম্বার মাংস: মনিরামপুরে বিতরণে ১২০ প্যাকেট হাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভারতের বিপক্ষে ১২৯ মিটার ছক্কা মেরে আলোচনায় অস্ট্রেলিয়ার ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ২০: ০৫
১২৯ মিটার ছক্কা মেরে আলোচনায় টিম ডেভিড। ছবি: ক্রিকইনফো
১২৯ মিটার ছক্কা মেরে আলোচনায় টিম ডেভিড। ছবি: ক্রিকইনফো

টিম ডেভিড বলটা সজোরে মারলেন অক্ষর প্যাটেলের মাথার ওপর নিয়ে। এরপর বল সোজা গিয়ে পড়ল গ্যালারির ছাদে। ছক্কা নিয়ে কোনো সন্দেহ নেই। চেয়েও বিস্ময় জেগেছে ১২৯ মিটার দূরত্ব নিয়ে। তাতে রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।

১২৯ মিটারের আলোচিত ছক্কাটা আজ হোবার্টের বেলেরিভ ওভালে ডেভিড মেরেছেন ইনিংসের সপ্তম ওভারে। সেই ওভারের পঞ্চম বলটা অক্ষর ঝুলিয়ে দিয়েছেন। সামনের পায়ে এগিয়ে এসে সোজা বোলারের মাথার ওপর দিয়ে সজোরে যে ছক্কা মেরেছেন, সেটা নিয়ে হইচই পড়ে গিয়েছে। কিছুক্ষণ পর স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখা যায়, ছক্কা মারার সময় ডেভিড ঘণ্টাপ্রতি ১৫৩ কিলোমিটার বেগে শট খেলেছেন। সেই ছক্কায় ১২৯ মিটার দূরত্ব অতিক্রম করেছে।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সম্প্রচারকারী চ্যানেল ফক্স স্পোর্টসের মতে, আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ডেভিডের ছক্কা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দূরত্বের হিসাবে সর্বোচ্চ। ফক্স ক্রিকেটের পরিসংখ্যান নিয়ে কাজ করা কর্মকর্তারা এটা হিসাব করেছেন। এমন ছক্কা দেখে রীতিমতো অবাক ধারাভাষ্যকার মার্ক হাওয়ার্ড। ফক্স ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ধারাভাষ্যকার বলেন, ‘এটা তো ধারাভাষ্য কক্ষের দিকে আসছে। সোজা মেরেছেন তিনি (ডেভিড)। ডারওয়েন্ট নদীর কাছাকাছি গিয়ে পড়েছে।’ অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নদীই হচ্ছে ডারওয়েন্ট।

ডেভিডের ছক্কার কোনো রেকর্ড লিপিবদ্ধ করা হয়নি। কারণ, অনেক ম্যাচে মাঠেই ছক্কার দূরত্ব মাপার কোনো ব্যবস্থা থাকে না। এর আগে মেলবোর্নে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২৪ মিটার ছক্কা মেরেছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। তবে সেটা মাঠের বাইরে যায়নি। আজ ডেভিড আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেছেন। যার মধ্যে ৭৪ ছক্কা মেরেছেন অস্ট্রেলিয়ার হয়ে। সিঙ্গাপুরের জার্সিতে মেরেছেন ২৬ ছক্কা।

১২৯ মিটার ছক্কা মারা ডেভিড আজ ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেছেন টিম ডেভিড। ৩৮ বলের ইনিংসে ৮ চার ও ৫ ছক্কা মেরেছেন। তাঁর বিশাল ছক্কার দিনে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করেছে। সেই রান তাড়া করে ভারত ৯ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে। ৪ ওভারে ৩৫ রানে ৩ উইকেট নিয়ে তাদের বাঁহাতি পেসার আর্শদীপ সিং পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ৬ ও ৮ নভেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষিকা থাকেন ঢাকায়, খালিয়াজুরীতে তাঁর নামে স্বাক্ষর করেন স্নাতকপড়ুয়া

জাকির নায়েক বিতর্কে ভারতের প্রতিক্রিয়ার যে জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

সকাল থেকে রাজধানীতে তীব্র যানজট, কারণ জানাল ডিএমপি

আজকের রাশিফল: প্রাক্তনের ফেসবুক প্রোফাইল ঘাঁটবেন না, মুরাদ টাকলার সঙ্গে দেখা হবে

সৌদি সরকারের দেওয়া দুম্বার মাংস: মনিরামপুরে বিতরণে ১২০ প্যাকেট হাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ময়মনসিংহের রানপাহাড়ের দিনে মুমিনুলের আক্ষেপ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৮: ২১
৫৫৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ময়মনসিংহ। ছবি: বিসিবি
৫৫৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ময়মনসিংহ। ছবি: বিসিবি

প্রথম দিনই বড় সংগ্রহের ভীত গড়েছিল ময়মনসিংহ। দ্বিতীয় দিনেও দারুণ ব্যাটিং করেছে শুভাগত হোমের দল। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে রংপুরের বিপক্ষে ৫৫৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে তাঁরা। এবারের এনসিএলে প্রথম দল হিসেবে ৫০০ রান করার কৃতিত্ব দেখাল ময়মনসিংহ।

কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে প্রথম দিন শেষে ২ উইকেট হারিয়ে ২৮১ রান করেছিল ময়মনসিংহ।  আইচ মোল্লা ২৩ ও আব্দুল মজিদ ৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। আগের দিনের চেয়ে আর মাত্র ২ রান করে ফেরেন আইচ। তবে সেঞ্চুরি তুলে নেন মজিদ। ১১৯ রানে অপরাজিত থাকেন এই টপঅর্ডার। আগের দিনই সেঞ্চুরির দেখা পান মাহফিজুল ইসলাম রবিন (১২৭ রান) ও নাঈম শেখ (১১১ রান)। এছাড়া শুভাগত ৬৫ ও আবু হায়দার রনির ব্যাট থেকে আসে ৬০ রান। জবাব দিতে নেমে ১৮ রান করতেই ২ উইকেট হারিয়েছে রংপুর।

কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে চট্টগ্রামের প্রথম ইনিংস থেমেছে ৩৫৮ রানে। প্রথম দিন ১২২ রান করে আউট হন সাদিকুর রহমান। আজ সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরে এসেছেন মুমিনুল হক সৌরভ। ব্যক্তিগত ৯২ রানে রুয়েল মিয়ার বলে বোল্ড হন এই বাঁ হাতি ব্যাটার। জবাবে ১১৫ রানে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বরিশাল।

সিলেট একাডেমি গ্রাউন্ডে ৩৬ রানে অপরাজিত থেকে আজ ব্যাট করতে নামেন মাহিদুল ইসলাম অঙ্কন। শেষ ব্যাটার হিসেবে যখন সাজঘরে ফিরছিলেন তখন তাঁর নামের পাশে শোভা পাচ্ছিল ১২২ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রান করেন সুমন খান। প্রথম ইনিংস স্বাগতিকদের বিপক্ষে ৩১০ রানে অলআউট হয়েছে ঢাকা। ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৩৩ রান তোলেছে সিলেট।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন খুলনার করা ১২১ রানের জবাবে ৮৭ রান করতেই ৩ উইকেট হারায় রাজশাহী। শাকির হোসেন শুভ্রর সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ভর দিয়ে ২৬৮ রান করেছে পদ্মাপাড়ের দলটি। ৮৯ রান আসে শুভ্রর ব্যাট থেকে। প্রীতম কুমারের অবদান ৪৭ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৬৮ রান করেছে খুলনা। এখনো ৭৯ রানে পিছিয়ে আছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষিকা থাকেন ঢাকায়, খালিয়াজুরীতে তাঁর নামে স্বাক্ষর করেন স্নাতকপড়ুয়া

জাকির নায়েক বিতর্কে ভারতের প্রতিক্রিয়ার যে জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

সকাল থেকে রাজধানীতে তীব্র যানজট, কারণ জানাল ডিএমপি

আজকের রাশিফল: প্রাক্তনের ফেসবুক প্রোফাইল ঘাঁটবেন না, মুরাদ টাকলার সঙ্গে দেখা হবে

সৌদি সরকারের দেওয়া দুম্বার মাংস: মনিরামপুরে বিতরণে ১২০ প্যাকেট হাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় ফিরল ভারত

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৮: ৫০
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে ভারত। ছবি: ক্রিকইনফো
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে ভারত। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টিতে ভারত খেলছে দাপটের সঙ্গে। সংযুক্ত আরব আমিরাতে এ বছরের সেপ্টেম্বরে তারা টি-টোয়েন্টি সংস্করণে এশিয়া কাপে হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। তবে ২৮ সেপ্টেম্বর ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নিজেদের হারিয়ে খুঁজতে থাকে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। অবশেষে আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টিতে জয় পেল ভারত।

ক্যানবেরায় ২৯ অক্টোবর ভারত আগে ব্যাটিং পেয়ে ৯.৪ ওভারে ১ উইকেটে ৯৭ রান করলেও ম্যাচটি চলে গিয়েছিল বৃষ্টির পেটে। অস্ট্রেলিয়া-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ায় দুই দলের সামনেই সিরিজ ড্র করার সম্ভাবনা তৈরি হয়। পরশু মেলবোর্নে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অজিরা জেতে ৪ উইকেটে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হন্যে হয়ে খুঁজতে থাকা জয় আজ অজিদের বিপক্ষে হোবার্টে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পেল ভারত। ৫ উইকেটে জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় করল সূর্যকুমারের দল।

১৮৭ রানের লক্ষ্যে নেমে আক্রমণাত্মক খেলতে গিয়ে আজ পাওয়ার প্লেতেই দুই ওপেনার অভিষেক শর্মা (২৫) ও শুবমান গিলের (১৫) উইকেট হারিয়ে বসে ভারত। দুটি উইকেটই নিয়েছেন নাথান এলিস। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) ২ উইকেটে ৬৪ রানে শেষ করে সফরকারীরা। অতি আক্রমণাত্মক হতে গিয়ে দলীয় ৭৬ রানে তৃতীয় উইকেট হারিয়ে বসে ভারত। অষ্টম ওভারের তৃতীয় বলে সূর্যকুমারকে ফেরান মার্কাস স্টয়নিস। ১১ বলে ১ চার ও ২ ছক্কায় ভারতীয় অধিনায়ক করেছেন ২৪ রান।

৭.৩ ওভারে ৩ উইকেটে ৭৬ রানে পরিণত হওয়া ভারত সাময়িক চাপে পড়ে। এই অবস্থা থেকে তারা উদ্ধার হয়েছে দুই মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মা ও অক্ষর প্যাটেলের সাবলীল ব্যাটিংয়ে। প্যাটেল ১২ বলে ১৭ রান করেছেন। তিলক ১১১.৫৩ স্ট্রাইকরেটে ২৯ রান করলেও ভারতের জয়ে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। ষষ্ঠ উইকেটে ২৫ বলে ৪৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মা। তাঁদের পিটুনিতে দিশেহারা হয়ে যায় অজিরা। যার মধ্যে ১২ ও ১৫ রানে দুইবার জীবন পেয়েছেন জিতেশ। যেখানে ১৮তম ওভারের প্রথম বলে জিতেশ যে দ্বিতীয়বার জীবন পেয়েছেন, তখন ক্যাচটা অবশ্যই ধরা উচিত ছিল মিচেল ওয়েনের।

দুইবার জীবন পাওয়া জিতেশই ভারতকে ৯ বল হাতে রেখে ৫ উইকেটের জয় এনে দিয়েছেন। ১৯তম ওভারের তৃতীয় বলে শন অ্যাবটকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে চার মেরে তুলির শেষ আঁচড় দিয়েছেন জিতেশ। ১৩ বলে ৩ চারে ২২ রান করে অপরাজিত থাকেন জিতেশ। ইনিংস সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন ওয়াশিংটন। ২৩ বলের ইনিংসে ৩ চার ও ৪ ছক্কা মেরেছেন। অস্ট্রেলিয়ার এলিস ৪ ওভারে ৩৬ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন হ্যাভিয়ের বার্টলেট ও মার্কাস স্টয়নিস।

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার। আগে ব্যাটিং পেয়ে অজিরা ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেছেন টিম ডেভিড। ৩৮ বলের ইনিংসে ৮ চার ও ৫ ছক্কা মেরেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করেন মার্কাস স্টয়নিস। ভারতের আর্শদীপ সিং ৪ ওভারে ৩৫ রানে ৩ উইকেট নিয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। বরুণ চক্রবর্তী ও শিবম দুবে ২ ও ১ উইকেটে নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষিকা থাকেন ঢাকায়, খালিয়াজুরীতে তাঁর নামে স্বাক্ষর করেন স্নাতকপড়ুয়া

জাকির নায়েক বিতর্কে ভারতের প্রতিক্রিয়ার যে জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

সকাল থেকে রাজধানীতে তীব্র যানজট, কারণ জানাল ডিএমপি

আজকের রাশিফল: প্রাক্তনের ফেসবুক প্রোফাইল ঘাঁটবেন না, মুরাদ টাকলার সঙ্গে দেখা হবে

সৌদি সরকারের দেওয়া দুম্বার মাংস: মনিরামপুরে বিতরণে ১২০ প্যাকেট হাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আবারও ভারতের বাইরে আইপিএলের নিলাম, কিন্তু হবে কোথায়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৯: ৫২
পাঞ্জাব কিংসকে হারিয়ে ২০২৫ আইপিএলের শিরোপা জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছবি: ক্রিকইনফো
পাঞ্জাব কিংসকে হারিয়ে ২০২৫ আইপিএলের শিরোপা জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছবি: ক্রিকইনফো

অর্থের ঝনঝনানি, চার-ছক্কার বন্যা—সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) ঘিরে আগ্রহটা একটু বেশিই থাকে। বিশেষ করে নিলামের দিন ক্রিকেটারসহ পাখির চোখ থাকে ধনাঢ্য ব্যবসায়ীদেরও। ২০২৪ ও ২০২৫ আইপিএলের মতো এবারও নিলাম দেশের বাইরে হতে পারে শোনা যাচ্ছে।

২০২৬ আইপিএলের নিলাম কবে, কোথায় হবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানা যায়নি। কিন্তু ক্রিকবাজের আজকের এক প্রতিবেদন থেকে জানা গেছে মধ্যপ্রাচ্যে হতে পারে ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিলাম হওয়ার সম্ভাবনা বেশি। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের অপর দুই দেশ ওমান-কাতারও সম্ভাব্য ভেন্যুর তালিকায় আছে বলে ক্রিকবাজ জানিয়েছে। যদি এটা সত্যি হয়, তাহলে টানা তিনবার দেশের বাইরে আইপিএলের নিলাম হবে। ২০২৪ আইপিএলের জন্য নিলাম হয়েছিল দুবাইয়ে। আর গত বছরের নভেম্বরে জেদ্দায় দুই দিনব্যাপী হয়েছিল ২০২৫ আইপিএলের মেগা নিলাম।

দেশের বাইরে আইপিএলের নিলাম করার কোনো পরিকল্পনা অবশ্য ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। কিন্তু দেশে নিলাম আয়োজন করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল বিসিসিআই। কারণ, এই সময়ে ভারতে বিভিন্ন উৎসবের পাশাপাশি বিয়ের অনুষ্ঠানও হয়ে থাকে। এ কারণে দেশে নিলাম আয়োজনের মতো ভেন্যু খুঁজে পাচ্ছে না। এর আগে ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, ডিসেম্বরের মাঝামাঝি হতে পারে আইপিএলের নিলাম। ১৫ নভেম্বরের আগে বিসিসিআই নিলামের ভেন্যু ও তারিখ ঘোষণা করতে পারে। কারণ, নতুন আইপিএলের আগে ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারদের রাখবে আর কাদের ছেড়ে দেবে, সেটা জমা দেওয়ার শেষ তারিখ।

সাধারণত তিন বছর পর পর আইপিএলের মেগা নিলাম হয়ে থাকে। ২০২৫-এর আগে সবশেষ ২০২২ আইপিএল সামনে রেখে মেগা নিলাম হয়েছিল। এবার ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সাধারণ নিলামই হবে। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার পাওয়া গিয়েছিল সবশেষ নিলামেই। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২৭ কোটি রুপি দিয়ে কিনেছিল ঋষভ পন্তকে। তাঁকে অধিনায়কও করেছিল লক্ষ্ণৌ। তবে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স তিনি করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৭৫ লাখ রুপি দাম উঠেছিল শ্রেয়াস আইয়ার। তাঁকে মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে অধিনায়ক করেছিল পাঞ্জাব কিংস। শ্রেয়াস ২০২৫ আইপিএলে ছিলেন ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। তবে ফাইনালে পাঞ্জাবকে ৬ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। কোহলিরও তাতে ফুরোল ১৮ বছরের অপেক্ষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষিকা থাকেন ঢাকায়, খালিয়াজুরীতে তাঁর নামে স্বাক্ষর করেন স্নাতকপড়ুয়া

জাকির নায়েক বিতর্কে ভারতের প্রতিক্রিয়ার যে জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

সকাল থেকে রাজধানীতে তীব্র যানজট, কারণ জানাল ডিএমপি

আজকের রাশিফল: প্রাক্তনের ফেসবুক প্রোফাইল ঘাঁটবেন না, মুরাদ টাকলার সঙ্গে দেখা হবে

সৌদি সরকারের দেওয়া দুম্বার মাংস: মনিরামপুরে বিতরণে ১২০ প্যাকেট হাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত