নাজিম আল শমষের
ঢাকা: এ মাসে প্যারিসে অলিম্পিক বাছাইপর্ব না খেললেও চলত রোমান সানার। তিনি আগেই টোকিও অলিম্পিকে নিজের জায়গা নিশ্চিত করেছেন। তবু দলীয় রিকার্ভ ইভেন্টের বাছাইপর্বে খেলেছেন দুটি উদ্দেশে। তিনি থাকলে বাংলাদেশ দলটা শক্তিশালী হয়। দ্বিতীয়ত, রোমানের উপস্থিতি বাড়তি অনুপ্রেরণা জোগায় সতীর্থদের।
লোজান বিশ্বকাপে আরেক সতীর্থ দিয়া সিদ্দিকীকে নিয়ে মিক্সড ইভেন্টে রৌপ্য পদক জয়ের পর প্যারিসে বেশ আশাই ছিল রোমানকে ঘিরে। যেমন স্বপ্ন তাঁকে ঘিরে আগামী জুলাইয়ে টোকিও অলিম্পিকেও। রোমান অবশ্য জানতেন, প্যারিসে তাঁর কাজটা কঠিন হতে চলেছে। অংশগ্রহণকারী সব তিরন্দাজের লক্ষ্য, অলিম্পিকের মতো বিশ্বমঞ্চে নিজেদের জায়গা করে নেওয়া।
একইভাবে অলিম্পিকে যাঁরা অংশ নিচ্ছেন তাঁরাও বিশ্বের বাঘা বাঘা তিরন্দাজ, জিতেছেন একাধিক আন্তর্জাতিক পদক। এত কঠিন সব প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে বাংলাদেশে মতো পদকহীন এক দলকে আনন্দে ভাসানোর কঠিন চ্যালেঞ্জ রোমানের কাঁধে। প্রত্যাশার চাপটা নিতে চাইছেন না রোমান। খেলতে চান নিজের মতো করেই। প্যারিস থেকে মোবাইল ফোনে রোমান বললেন অলিম্পিকে তাঁর লক্ষ্যের কথা, ‘নিজের সেরাটা দিয়েই খেলার চেষ্টা করব, যেন দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। প্রথমবারের মতো অলিম্পিকে অংশগ্রহণ করতে যাচ্ছি, প্রথমেই একটা পদক আশা করা বাড়াবাড়িই হবে। প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। সেভাবেই যেন সফল হতে পারি, সেই চেষ্টাটা করব।’
সেই চেষ্টা কীভাবে করবেন, সেটিও খুলে বললেন রোমান, ‘সবাই চায় আমি যেন ভালো করি। তাই চাপটা থাকবেই। চেষ্টা করি চাপ ঝেড়ে ফেলে নিজের সেরাটা দেওয়ার। খেলোয়াড়দের জীবনে পারফরম্যান্সে উত্থান-পতন থাকবেই। এটাই স্বাভাবিক বিষয়। ভেঙে পড়লে চলবে না। প্রতিটি ম্যাচেই নিজের ভাঙাগড়ার কাজ করি।’
অনেক আগেই টোকিও অলিম্পিক নিশ্চিত হয়েছে রোমানের। ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের বিশেষ আমন্ত্রণে অলিম্পিকে তাঁর সঙ্গী এখন দিয়া সিদ্দিকী। দুই তিরন্দাজের সৌজন্যে অলিম্পিকে আর্চারিতে বাংলাদেশ খেলার সুযোগ পাচ্ছে তিন ইভেন্টে। এতে একদিকে সুবিধাই হয়েছে রোমানের। প্রত্যাশার চাপটা শুধুই তাঁর কাঁধে থাকছে না। দুজন মিলে লোজানে পদক জিতেছিলেন। একজন সতীর্থকে পাশে পেয়ে দেশকে ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছেন রোমান, ‘অলিম্পিকে খেলা প্রতিটি অ্যাথলেটের স্বপ্ন। আমারও স্বপ্ন একটা পদকের। পরিশ্রম করছি, তবে বেশ কঠিনই হবে মনে হচ্ছে। আমি চাই, আমার হাত ধরে হোক কিংবা আমার সতীর্থদের হাত ধরে, বাংলাদেশে অলিম্পিকের পদক আসুক। পদকের জন্য অলিম্পিকে সর্বোচ্চটা দেব।’
২০১০ সাল থেকে নিয়মিত আর্চারিতে অংশ নেওয়ার পর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক বড় ‘আইকন’ হয়ে উঠছেন রোমান। ক্রিকেটের পর গত কয়েক বছরে সবচেয়ে উচ্চারিত খেলার নামটি ‘আর্চারি’ আর যেটির কেন্দ্রে আছেন রোমান। শুধু তাঁকে দেখেই অসংখ্য তরুণ এখন স্বপ্ন দেখেন আর্চারিতে খেলার। নতুন যাঁরা উঠে আসছেন তাঁদের নিয়েও বড় স্বপ্ন দেখেন দেশসেরা এই তিরন্দাজ। বলছেন, ‘আর্চারিতে এখন অনেক নতুন খেলোয়াড় উঠে আসছে। আমার নতুন যে সতীর্থরা আছে, তারা খুবই ভালো করছে। সঠিক পরিচর্যা আর আর্থিক সমর্থন পেলে নতুনেরা আমার চেয়েও ভালো করবে।’
তবে আলোর নিচে আছে অন্ধকার। আছে বাধা-প্রতিবন্ধকতা। ক্রিকেটের বাইরে বাংলাদেশের বাকি খেলাগুলোর চিরন্তন সমস্যা আর্থিক সংকট আছে আর্চারিতেও। আছে পৃষ্ঠপোষকতার অভাব। আর্থিক সমস্যায় রোমানরা অংশ নিতে পারেন না বড় বড় টুর্নামেন্টে। আর্চারির সাফল্য বিবেচনা করে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান রোমানের। বললেন, ‘আমরা আর্থিক সংকটে বেশি পড়ি। যদি পৃষ্ঠপোষকেরা এগিয়ে আসেন, আর্থিক সমস্যা দূর হয়, প্রতিবছর অনেক টুর্নামেন্ট খেলতে পারব। বছরে আমরা খুব বেশি টুর্নামেন্ট খেলি না। বছরে যদি সাত-আটটা টুর্নামেন্ট খেলতে পারি, আমাদের আত্মবিশ্বাস আরও বাড়বে। অভিজ্ঞতা বাড়বে।’
বেশি টুর্নামেন্ট খেলার প্রয়োজনীয়তা কতটা, সেটি সবিস্তারেই বললেন রোমান, ‘বিশ্বের বড় খেলোয়াড়েরা প্রতিবছর অন্তত ১০-১২টা টুর্নামেন্ট খেলে, মাসে গড়ে একটি। বেশি বেশি টুর্নামেন্ট খেলতে পারলে অলিম্পিকে পদক জেতা তো সম্ভবই, পরের অলিম্পিকগুলোয় আরও বেশি খেলোয়াড় সরাসরি সুযোগ পাবে। আমাদের দরকার পৃষ্ঠপোষক। শুধু আমাদের নয়, সব খেলার জন্যই। বিষয়টি যেন মাননীয় প্রধানমন্ত্রী, ক্রীড়া মন্ত্রণালয় দেখে—এটাই আমার আবেদন।’
প্যারিসে অলিম্পিক বাছাই আর বিশ্বকাপ খেলে সতীর্থ তিরন্দাজদের সঙ্গে আজই দেশে ফেরার কথা রোমানের। এবার তাঁকে তৈরি হতে হবে অলিম্পিক সামনে রেখে।
ঢাকা: এ মাসে প্যারিসে অলিম্পিক বাছাইপর্ব না খেললেও চলত রোমান সানার। তিনি আগেই টোকিও অলিম্পিকে নিজের জায়গা নিশ্চিত করেছেন। তবু দলীয় রিকার্ভ ইভেন্টের বাছাইপর্বে খেলেছেন দুটি উদ্দেশে। তিনি থাকলে বাংলাদেশ দলটা শক্তিশালী হয়। দ্বিতীয়ত, রোমানের উপস্থিতি বাড়তি অনুপ্রেরণা জোগায় সতীর্থদের।
লোজান বিশ্বকাপে আরেক সতীর্থ দিয়া সিদ্দিকীকে নিয়ে মিক্সড ইভেন্টে রৌপ্য পদক জয়ের পর প্যারিসে বেশ আশাই ছিল রোমানকে ঘিরে। যেমন স্বপ্ন তাঁকে ঘিরে আগামী জুলাইয়ে টোকিও অলিম্পিকেও। রোমান অবশ্য জানতেন, প্যারিসে তাঁর কাজটা কঠিন হতে চলেছে। অংশগ্রহণকারী সব তিরন্দাজের লক্ষ্য, অলিম্পিকের মতো বিশ্বমঞ্চে নিজেদের জায়গা করে নেওয়া।
একইভাবে অলিম্পিকে যাঁরা অংশ নিচ্ছেন তাঁরাও বিশ্বের বাঘা বাঘা তিরন্দাজ, জিতেছেন একাধিক আন্তর্জাতিক পদক। এত কঠিন সব প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে বাংলাদেশে মতো পদকহীন এক দলকে আনন্দে ভাসানোর কঠিন চ্যালেঞ্জ রোমানের কাঁধে। প্রত্যাশার চাপটা নিতে চাইছেন না রোমান। খেলতে চান নিজের মতো করেই। প্যারিস থেকে মোবাইল ফোনে রোমান বললেন অলিম্পিকে তাঁর লক্ষ্যের কথা, ‘নিজের সেরাটা দিয়েই খেলার চেষ্টা করব, যেন দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। প্রথমবারের মতো অলিম্পিকে অংশগ্রহণ করতে যাচ্ছি, প্রথমেই একটা পদক আশা করা বাড়াবাড়িই হবে। প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। সেভাবেই যেন সফল হতে পারি, সেই চেষ্টাটা করব।’
সেই চেষ্টা কীভাবে করবেন, সেটিও খুলে বললেন রোমান, ‘সবাই চায় আমি যেন ভালো করি। তাই চাপটা থাকবেই। চেষ্টা করি চাপ ঝেড়ে ফেলে নিজের সেরাটা দেওয়ার। খেলোয়াড়দের জীবনে পারফরম্যান্সে উত্থান-পতন থাকবেই। এটাই স্বাভাবিক বিষয়। ভেঙে পড়লে চলবে না। প্রতিটি ম্যাচেই নিজের ভাঙাগড়ার কাজ করি।’
অনেক আগেই টোকিও অলিম্পিক নিশ্চিত হয়েছে রোমানের। ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের বিশেষ আমন্ত্রণে অলিম্পিকে তাঁর সঙ্গী এখন দিয়া সিদ্দিকী। দুই তিরন্দাজের সৌজন্যে অলিম্পিকে আর্চারিতে বাংলাদেশ খেলার সুযোগ পাচ্ছে তিন ইভেন্টে। এতে একদিকে সুবিধাই হয়েছে রোমানের। প্রত্যাশার চাপটা শুধুই তাঁর কাঁধে থাকছে না। দুজন মিলে লোজানে পদক জিতেছিলেন। একজন সতীর্থকে পাশে পেয়ে দেশকে ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছেন রোমান, ‘অলিম্পিকে খেলা প্রতিটি অ্যাথলেটের স্বপ্ন। আমারও স্বপ্ন একটা পদকের। পরিশ্রম করছি, তবে বেশ কঠিনই হবে মনে হচ্ছে। আমি চাই, আমার হাত ধরে হোক কিংবা আমার সতীর্থদের হাত ধরে, বাংলাদেশে অলিম্পিকের পদক আসুক। পদকের জন্য অলিম্পিকে সর্বোচ্চটা দেব।’
২০১০ সাল থেকে নিয়মিত আর্চারিতে অংশ নেওয়ার পর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক বড় ‘আইকন’ হয়ে উঠছেন রোমান। ক্রিকেটের পর গত কয়েক বছরে সবচেয়ে উচ্চারিত খেলার নামটি ‘আর্চারি’ আর যেটির কেন্দ্রে আছেন রোমান। শুধু তাঁকে দেখেই অসংখ্য তরুণ এখন স্বপ্ন দেখেন আর্চারিতে খেলার। নতুন যাঁরা উঠে আসছেন তাঁদের নিয়েও বড় স্বপ্ন দেখেন দেশসেরা এই তিরন্দাজ। বলছেন, ‘আর্চারিতে এখন অনেক নতুন খেলোয়াড় উঠে আসছে। আমার নতুন যে সতীর্থরা আছে, তারা খুবই ভালো করছে। সঠিক পরিচর্যা আর আর্থিক সমর্থন পেলে নতুনেরা আমার চেয়েও ভালো করবে।’
তবে আলোর নিচে আছে অন্ধকার। আছে বাধা-প্রতিবন্ধকতা। ক্রিকেটের বাইরে বাংলাদেশের বাকি খেলাগুলোর চিরন্তন সমস্যা আর্থিক সংকট আছে আর্চারিতেও। আছে পৃষ্ঠপোষকতার অভাব। আর্থিক সমস্যায় রোমানরা অংশ নিতে পারেন না বড় বড় টুর্নামেন্টে। আর্চারির সাফল্য বিবেচনা করে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান রোমানের। বললেন, ‘আমরা আর্থিক সংকটে বেশি পড়ি। যদি পৃষ্ঠপোষকেরা এগিয়ে আসেন, আর্থিক সমস্যা দূর হয়, প্রতিবছর অনেক টুর্নামেন্ট খেলতে পারব। বছরে আমরা খুব বেশি টুর্নামেন্ট খেলি না। বছরে যদি সাত-আটটা টুর্নামেন্ট খেলতে পারি, আমাদের আত্মবিশ্বাস আরও বাড়বে। অভিজ্ঞতা বাড়বে।’
বেশি টুর্নামেন্ট খেলার প্রয়োজনীয়তা কতটা, সেটি সবিস্তারেই বললেন রোমান, ‘বিশ্বের বড় খেলোয়াড়েরা প্রতিবছর অন্তত ১০-১২টা টুর্নামেন্ট খেলে, মাসে গড়ে একটি। বেশি বেশি টুর্নামেন্ট খেলতে পারলে অলিম্পিকে পদক জেতা তো সম্ভবই, পরের অলিম্পিকগুলোয় আরও বেশি খেলোয়াড় সরাসরি সুযোগ পাবে। আমাদের দরকার পৃষ্ঠপোষক। শুধু আমাদের নয়, সব খেলার জন্যই। বিষয়টি যেন মাননীয় প্রধানমন্ত্রী, ক্রীড়া মন্ত্রণালয় দেখে—এটাই আমার আবেদন।’
প্যারিসে অলিম্পিক বাছাই আর বিশ্বকাপ খেলে সতীর্থ তিরন্দাজদের সঙ্গে আজই দেশে ফেরার কথা রোমানের। এবার তাঁকে তৈরি হতে হবে অলিম্পিক সামনে রেখে।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৪ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৬ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৭ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
৭ ঘণ্টা আগে