ঢাকা: একজন দাবাড়ুর আজন্ম স্বপ্ন গ্র্যান্ডমাস্টার হওয়া। কেউ সেই স্বপ্ন ছুঁতে পারেন, আবার কারও জীবন আটকে যায় না–পাওয়ার গোলক ধাঁধায়। অভিমন্যু মিশ্রকে সেই গোলকে আটকে যেতে হয়নি। স্বপ্নটা পূরণ হয়ে গেছে মাত্র তিন মাসে। এপ্রিলে প্রথম, জুনের শেষ দিনে এসে নিজের তৃতীয় জিএম নর্ম পূরণ করে বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার খেতাব নিজের করেছে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন এই বিস্ময় বালক!
বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টারের খেতাব ১৯ বছর ধরে নিজের দখলে রেখেছিলেন রাশিয়ান গ্র্যান্ডমাস্টার সার্গেই কারেকিন। ২০০২ সালে মাত্র ১২ বছর ৭ মাসে গ্র্যান্ডমাস্টারের খেতাব পান কারেকিন। ১৫ বছর বয়সী ভারতের গ্র্যান্ডমাস্টার লিওন মেন্ডনকাকে কাল ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে হারিয়ে সেই খেতাব এখন নিজের অধিকারে নিয়েছে ২০০৯ সালে জন্ম নেওয়া অভিমন্যু। ১০ বছর বয়সে সর্বকনিষ্ঠ আইএম বা আন্তর্জাতিক মাস্টার হওয়ার কৃতিত্বও তার।
এই মাসের ১০ তারিখ থেকে রাশিয়ার সোচিতে শুরু হবে ফিদে দাবা বিশ্বকাপ। বিশ্বকাপের আগেই নিজের গ্র্যান্ডমাস্টার নর্ম পূরণ করতে চেয়েছিল অভিমন্যু। শেষ কয়েক মাস ধরেই হাঙ্গেরির বুদাপেস্টে আছে। সেখানেই খেলছে একের পর এক টুর্নামেন্ট।
গ্র্যান্ডমাস্টার হতে হলে একজন আন্তর্জাতিক মাস্টারকে তিনটি জিএম টুর্নামেন্টে ২৫০০ স্কোরের বেশি পারফরম্যান্স করে দেখাতে হয়। প্রতি পারফরম্যান্সে একেকটি নর্ম যোগ হয় সেই দাবাড়ুর নামের পাশে। গত এপ্রিলে প্রথম জিএম নর্ম পায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা অভিমন্যু। দ্বিতীয়টি মে মাসে। কয়েকজন দাবাড়ু বুদাপেস্টে থেকে যাওয়ায় গত জুনে তাদের নিয়েই আরেকটি জিএম টুর্নামেন্ট আয়োজন করেছিলেন আয়োজকেরা। তাতেই বাজিমাত অভিমন্যুর।
অভিমন্যুর কাছে নিজের রেকর্ড ভেঙে যাওয়ায় একপ্রকার খুশিই হয়েছেন সাবেক সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার সার্গেই কারেকিন। জানিয়েছেন শুভকামনাও, ‘প্রায় ২০ বছর ধরে এই রেকর্ড আগলে ছিলাম। বেশ লম্বা এক সময়। একদিন না একদিন কেউ রেকর্ডটা ভেঙে ফেলতই। আমি ভেবেছিলাম কোনো ভারতীয়র কাছে আমার এই রেকর্ডটা হারাতে হবে। অভিমন্যু অবশ্য ভারতীয় নয়। আমার খানিকটা কষ্ট লাগছে, আবার খুশিও লাগছে। তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা।’
ঢাকা: একজন দাবাড়ুর আজন্ম স্বপ্ন গ্র্যান্ডমাস্টার হওয়া। কেউ সেই স্বপ্ন ছুঁতে পারেন, আবার কারও জীবন আটকে যায় না–পাওয়ার গোলক ধাঁধায়। অভিমন্যু মিশ্রকে সেই গোলকে আটকে যেতে হয়নি। স্বপ্নটা পূরণ হয়ে গেছে মাত্র তিন মাসে। এপ্রিলে প্রথম, জুনের শেষ দিনে এসে নিজের তৃতীয় জিএম নর্ম পূরণ করে বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার খেতাব নিজের করেছে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন এই বিস্ময় বালক!
বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টারের খেতাব ১৯ বছর ধরে নিজের দখলে রেখেছিলেন রাশিয়ান গ্র্যান্ডমাস্টার সার্গেই কারেকিন। ২০০২ সালে মাত্র ১২ বছর ৭ মাসে গ্র্যান্ডমাস্টারের খেতাব পান কারেকিন। ১৫ বছর বয়সী ভারতের গ্র্যান্ডমাস্টার লিওন মেন্ডনকাকে কাল ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে হারিয়ে সেই খেতাব এখন নিজের অধিকারে নিয়েছে ২০০৯ সালে জন্ম নেওয়া অভিমন্যু। ১০ বছর বয়সে সর্বকনিষ্ঠ আইএম বা আন্তর্জাতিক মাস্টার হওয়ার কৃতিত্বও তার।
এই মাসের ১০ তারিখ থেকে রাশিয়ার সোচিতে শুরু হবে ফিদে দাবা বিশ্বকাপ। বিশ্বকাপের আগেই নিজের গ্র্যান্ডমাস্টার নর্ম পূরণ করতে চেয়েছিল অভিমন্যু। শেষ কয়েক মাস ধরেই হাঙ্গেরির বুদাপেস্টে আছে। সেখানেই খেলছে একের পর এক টুর্নামেন্ট।
গ্র্যান্ডমাস্টার হতে হলে একজন আন্তর্জাতিক মাস্টারকে তিনটি জিএম টুর্নামেন্টে ২৫০০ স্কোরের বেশি পারফরম্যান্স করে দেখাতে হয়। প্রতি পারফরম্যান্সে একেকটি নর্ম যোগ হয় সেই দাবাড়ুর নামের পাশে। গত এপ্রিলে প্রথম জিএম নর্ম পায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা অভিমন্যু। দ্বিতীয়টি মে মাসে। কয়েকজন দাবাড়ু বুদাপেস্টে থেকে যাওয়ায় গত জুনে তাদের নিয়েই আরেকটি জিএম টুর্নামেন্ট আয়োজন করেছিলেন আয়োজকেরা। তাতেই বাজিমাত অভিমন্যুর।
অভিমন্যুর কাছে নিজের রেকর্ড ভেঙে যাওয়ায় একপ্রকার খুশিই হয়েছেন সাবেক সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার সার্গেই কারেকিন। জানিয়েছেন শুভকামনাও, ‘প্রায় ২০ বছর ধরে এই রেকর্ড আগলে ছিলাম। বেশ লম্বা এক সময়। একদিন না একদিন কেউ রেকর্ডটা ভেঙে ফেলতই। আমি ভেবেছিলাম কোনো ভারতীয়র কাছে আমার এই রেকর্ডটা হারাতে হবে। অভিমন্যু অবশ্য ভারতীয় নয়। আমার খানিকটা কষ্ট লাগছে, আবার খুশিও লাগছে। তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা।’
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৪ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৬ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৭ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
৭ ঘণ্টা আগে