বাংলাদেশকে মিক্সড ইভেন্টে নিয়ে গেলেন রোমান-দিয়া
মিক্সড ইভেন্টে সুযোগ পেতে হলে আগে ভালো করতে হবে ব্যক্তিগত ইভেন্টে, দেশে থাকতে এমনটাই জানিয়েছিলেন তিরন্দাজ দিয়া সিদ্দিকী। বলেছিলেন, চেষ্টা থাকবে নিজেদের সেরাটাই দেওয়ার। এখন পর্যন্ত নিজেদের সেরাটা না হলেও টোকিও অলিম্পিকের প্রথম দিনে যা করেছেন রোমান-দিয়া, তাতেই আর্চারির মিক্সড ইভেন্টের চূড়ান্ত পর্বে উঠ