ঢাকা: গত বছর কন্যাসন্তানের বাবা হয়েছিলেন উসাইন বোল্ট। এবার যমজ পুত্রসন্তানের বাবা হলেন এই জ্যামাইকান কিংবদন্তি। রোববার বাবা দিবসে ইনস্টাগ্রামে বোল্ট নিজেই একটি ছবি পোস্ট করে সুখবরটি জানিয়েছেন। বোল্টের বাবা হওয়ার খবরে ভক্তরা প্রিয় তারকাকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন।
অলিম্পিকে আটটি সোনা জিতেছেন বিশ্বের দ্রুততম দৌড়বিদ বোল্ট। গত বছর করোনার মধ্যেই বোল্ট আর কাসি বেনেটের ঘর আলো করে এসেছিল কন্যাসন্তান। মেয়ের নাম রেখেছিলেন অলিম্পিয়া লিও বোল্ট। এবার একেবারে যমজ পুত্রসন্তান এল তাঁদের সংসারে। গতকাল বাবা দিবসে নিজের ইনস্টাগ্রামে পরিবারের সবাইকে নিয়ে একটি পোস্ট করেন বোল্ট। ছবির ক্যাপশনে দুই যমজ সন্তানের নামও জানিয়েছেন বোল্ট। একজনের নাম রেখেছেন থান্ডার বোল্ট, আরেকজন সেন্ট লিয়ো বোল্ট।
ছবিটি পোস্টের সঙ্গে সঙ্গে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন বোল্ট। এক ভক্ত মজা করে লিখেছেন, ‘তোমার নাম বোল্ট আর তুমি বিশ্বের দ্রুততম মানব। তোমার সন্তানদেরই তো এ রকম নাম মানায়।’ আরেকজন লিখেছেন, ‘লাইটনিং এবং থান্ডার একসঙ্গে? মনে হচ্ছে বড়সড় একটা ঝড় আসতে চলেছে!’
একই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বোল্টের স্ত্রী বেনেট। ছবির ক্যাপশনে বেনেট বোল্টের উদ্দেশে লিখেছেন, ‘তুমিই এই পরিবারের মূল স্তম্ভ। আমাদের সন্তানদের কাছে সেরা বাবা। আমরা সবাই তোমাকে ভালোবাসি।’
ঢাকা: গত বছর কন্যাসন্তানের বাবা হয়েছিলেন উসাইন বোল্ট। এবার যমজ পুত্রসন্তানের বাবা হলেন এই জ্যামাইকান কিংবদন্তি। রোববার বাবা দিবসে ইনস্টাগ্রামে বোল্ট নিজেই একটি ছবি পোস্ট করে সুখবরটি জানিয়েছেন। বোল্টের বাবা হওয়ার খবরে ভক্তরা প্রিয় তারকাকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন।
অলিম্পিকে আটটি সোনা জিতেছেন বিশ্বের দ্রুততম দৌড়বিদ বোল্ট। গত বছর করোনার মধ্যেই বোল্ট আর কাসি বেনেটের ঘর আলো করে এসেছিল কন্যাসন্তান। মেয়ের নাম রেখেছিলেন অলিম্পিয়া লিও বোল্ট। এবার একেবারে যমজ পুত্রসন্তান এল তাঁদের সংসারে। গতকাল বাবা দিবসে নিজের ইনস্টাগ্রামে পরিবারের সবাইকে নিয়ে একটি পোস্ট করেন বোল্ট। ছবির ক্যাপশনে দুই যমজ সন্তানের নামও জানিয়েছেন বোল্ট। একজনের নাম রেখেছেন থান্ডার বোল্ট, আরেকজন সেন্ট লিয়ো বোল্ট।
ছবিটি পোস্টের সঙ্গে সঙ্গে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন বোল্ট। এক ভক্ত মজা করে লিখেছেন, ‘তোমার নাম বোল্ট আর তুমি বিশ্বের দ্রুততম মানব। তোমার সন্তানদেরই তো এ রকম নাম মানায়।’ আরেকজন লিখেছেন, ‘লাইটনিং এবং থান্ডার একসঙ্গে? মনে হচ্ছে বড়সড় একটা ঝড় আসতে চলেছে!’
একই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বোল্টের স্ত্রী বেনেট। ছবির ক্যাপশনে বেনেট বোল্টের উদ্দেশে লিখেছেন, ‘তুমিই এই পরিবারের মূল স্তম্ভ। আমাদের সন্তানদের কাছে সেরা বাবা। আমরা সবাই তোমাকে ভালোবাসি।’
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
২ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৫ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৭ ঘণ্টা আগে