নিজস্ব প্রতিবেদক
ঢাকা: স্লোভেনিয়ার আনা উমেরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে নিশ্চয় মন খারাপ হয়েছিল দিয়া সিদ্দিকীর। শেষ ষোলোতে বাদ পড়ে শেষ হয়ে গিয়েছিল টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ। তবে খুব বেশি সময় মন খারাপ করে থাকতে হয়নি দিয়াকে। ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন জানিয়েছে, রোমান সানার সঙ্গী হয়ে অলিম্পিকে যাচ্ছেন দিয়া।
প্যারিসের শার্লে স্টেডিয়ামে আজ অলিম্পিক বাছাইপর্বে টাইব্রেকে হেরেছিলেন দিয়া। হারের কয়েক ঘণ্টা পর বাংলাদেশের আর্চারি ফেডারেশনকে ই-মেইল পাঠায় ওয়ার্ল্ড আর্চারি। মেইলে জানানো হয়, দিয়াসহ চার দেশের তিরন্দাজকে দেওয়া হয়েছে টোকিও অলিম্পিকের ‘ওয়াইল্ডকার্ড’।
নারী-পুরুষ উভয় বিভাগে দুটি করে ওয়াইল্ডকার্ড দিয়েছে ওয়ার্ল্ড আর্চারি। মালাউয়ি ও ভার্জিন আইল্যান্ডে থেকে যাচ্ছেন দুই পুরুষ তিরন্দাজ। বাংলাদেশ থেকে দিয়া ও চাদের এক নারী তিরন্দাজ পেয়েছেন ওয়াইল্ডকার্ড।
বিষয়টিকে অবশ্য ‘ওয়াইল্ডকার্ড’ বলছে না ওয়ার্ল্ড আর্চারি। তাদের মেইলে বলা হয়েছে, অলিম্পিকে খেলার আমন্ত্রণ পাঠানো হয়েছে দিয়াকে।
দিয়া সুযোগ পাওয়ায় টোকিও অলিম্পিকে আর্চারিতে বাংলাদেশের প্রতিনিধির সংখ্যা এখন দুই। ২০১৯ সালে নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে অলিম্পিকে সরাসরি খেলা নিশ্চিত করেন রোমান সানা। অলিম্পিকে এখন তিন ইভেন্টে খেলবেন রোমান-দিয়া। একক ছাড়াও তাঁরা খেলবেন মিক্সড ইভেন্টে। গত মাসে মিক্সড ইভেন্টে লোজান বিশ্বকাপে রুপা জিতেছিলেন রোমান-দিয়া।
ঢাকা: স্লোভেনিয়ার আনা উমেরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে নিশ্চয় মন খারাপ হয়েছিল দিয়া সিদ্দিকীর। শেষ ষোলোতে বাদ পড়ে শেষ হয়ে গিয়েছিল টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ। তবে খুব বেশি সময় মন খারাপ করে থাকতে হয়নি দিয়াকে। ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন জানিয়েছে, রোমান সানার সঙ্গী হয়ে অলিম্পিকে যাচ্ছেন দিয়া।
প্যারিসের শার্লে স্টেডিয়ামে আজ অলিম্পিক বাছাইপর্বে টাইব্রেকে হেরেছিলেন দিয়া। হারের কয়েক ঘণ্টা পর বাংলাদেশের আর্চারি ফেডারেশনকে ই-মেইল পাঠায় ওয়ার্ল্ড আর্চারি। মেইলে জানানো হয়, দিয়াসহ চার দেশের তিরন্দাজকে দেওয়া হয়েছে টোকিও অলিম্পিকের ‘ওয়াইল্ডকার্ড’।
নারী-পুরুষ উভয় বিভাগে দুটি করে ওয়াইল্ডকার্ড দিয়েছে ওয়ার্ল্ড আর্চারি। মালাউয়ি ও ভার্জিন আইল্যান্ডে থেকে যাচ্ছেন দুই পুরুষ তিরন্দাজ। বাংলাদেশ থেকে দিয়া ও চাদের এক নারী তিরন্দাজ পেয়েছেন ওয়াইল্ডকার্ড।
বিষয়টিকে অবশ্য ‘ওয়াইল্ডকার্ড’ বলছে না ওয়ার্ল্ড আর্চারি। তাদের মেইলে বলা হয়েছে, অলিম্পিকে খেলার আমন্ত্রণ পাঠানো হয়েছে দিয়াকে।
দিয়া সুযোগ পাওয়ায় টোকিও অলিম্পিকে আর্চারিতে বাংলাদেশের প্রতিনিধির সংখ্যা এখন দুই। ২০১৯ সালে নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে অলিম্পিকে সরাসরি খেলা নিশ্চিত করেন রোমান সানা। অলিম্পিকে এখন তিন ইভেন্টে খেলবেন রোমান-দিয়া। একক ছাড়াও তাঁরা খেলবেন মিক্সড ইভেন্টে। গত মাসে মিক্সড ইভেন্টে লোজান বিশ্বকাপে রুপা জিতেছিলেন রোমান-দিয়া।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
২ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৫ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৮ ঘণ্টা আগে