Ajker Patrika

অলিম্পিকে রোমানের সঙ্গী দিয়া

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৩ জুন ২০২১, ১৫: ৪৯
অলিম্পিকে রোমানের সঙ্গী দিয়া

ঢাকা: স্লোভেনিয়ার আনা উমেরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে নিশ্চয় মন খারাপ হয়েছিল দিয়া সিদ্দিকীর। শেষ ষোলোতে বাদ পড়ে শেষ হয়ে গিয়েছিল টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ। তবে খুব বেশি সময় মন খারাপ করে থাকতে হয়নি দিয়াকে। ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন জানিয়েছে, রোমান সানার সঙ্গী হয়ে অলিম্পিকে যাচ্ছেন দিয়া।

প্যারিসের শার্লে স্টেডিয়ামে আজ অলিম্পিক বাছাইপর্বে টাইব্রেকে হেরেছিলেন দিয়া। হারের কয়েক ঘণ্টা পর বাংলাদেশের আর্চারি ফেডারেশনকে ই-মেইল পাঠায় ওয়ার্ল্ড আর্চারি। মেইলে জানানো হয়, দিয়াসহ চার দেশের তিরন্দাজকে দেওয়া হয়েছে টোকিও অলিম্পিকের ‘ওয়াইল্ডকার্ড’।

নারী-পুরুষ উভয় বিভাগে দুটি করে ওয়াইল্ডকার্ড দিয়েছে ওয়ার্ল্ড আর্চারি। মালাউয়ি ও ভার্জিন আইল্যান্ডে থেকে যাচ্ছেন দুই পুরুষ তিরন্দাজ। বাংলাদেশ থেকে দিয়া ও চাদের এক নারী তিরন্দাজ পেয়েছেন ওয়াইল্ডকার্ড।

বিষয়টিকে অবশ্য ‘ওয়াইল্ডকার্ড’ বলছে না ওয়ার্ল্ড আর্চারি।  তাদের মেইলে বলা হয়েছে, অলিম্পিকে খেলার আমন্ত্রণ পাঠানো হয়েছে দিয়াকে।

দিয়া সুযোগ পাওয়ায় টোকিও অলিম্পিকে আর্চারিতে বাংলাদেশের প্রতিনিধির সংখ্যা এখন দুই। ২০১৯ সালে নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে অলিম্পিকে সরাসরি খেলা নিশ্চিত করেন রোমান সানা। অলিম্পিকে এখন তিন ইভেন্টে খেলবেন রোমান-দিয়া। একক ছাড়াও তাঁরা খেলবেন মিক্সড ইভেন্টে। গত মাসে মিক্সড ইভেন্টে লোজান বিশ্বকাপে রুপা জিতেছিলেন রোমান-দিয়া।

বিষয়:

অন্য খেলা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত