স্ক্রিন বন্ধ করেও ইউটিউবের ভিডিও চালু রাখার সুবিধা রয়েছে শাওমির স্মার্টফোনগুলোতে। তবে ফিচারটি বন্ধ করে দিচ্ছে চীনের এই কোম্পানি। ফলে স্ক্রিন বন্ধ করে আর ইউটিউবের ভিডিওর অডিও শোনা যাবে না। এই ফিচার গান শোনার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ছিল।
ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররাই শুধু পিকচার ইন পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারে। এই মোডের মাধ্যমে ইউটিউবের ভিডিও একটি মিনি প্লেয়ারের মাধ্যমে অন্য অ্যাপ চালু রাখা অবস্থায়ও দেখা যায়। ইউটিউবের স্ক্রিন বন্ধ করে ভিডিও চালু রাখার অপশনটি পিআইপির সঙ্গে সাংঘর্ষিক। কারণ এই ফিচারের ফলে অনেকই ইউটিউবের সাবস্ক্রিপশন কিনবে না। এ জন্য শাওমি ফিচারটি বন্ধ করে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে শাওমি বলেছে, ভিডিও টুলবক্সের ফিচারের মধ্যে ‘প্লে ভিডিও সাউন্ড উইথ স্ক্রিন অফ’ ও ‘টার্ন অফ স্ক্রিন’ অপশনটি বন্ধ করে দেওয়া হবে। তবে এই ফিচার বন্ধ করার জন্য কোনো স্পষ্ট কারণ জানায়নি শাওমি।
ব্যবহারকারীদের প্রিমিয়ামে সাবস্ক্রাইব করানোর জন্য অনেক চেষ্টা করছে ইউটিউব। যারা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে ইউটিউবে বিজ্ঞাপন দেখানো বন্ধ করেন তাঁদের জন্য প্ল্যাটফর্মটি ভিডিওর গতি কমিয়ে দেয়। এ কারণে ব্যবহারকারীদের বিজ্ঞাপন এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
শাওমির অপারেটিং সিস্টেম মিউআউইউআই ১২, মিউআউইউআই ১৩, মিউআউইউআই ১৪ ও নতুন হাইপারওএস থেকে ফিচারটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আর শাওমি ১৪, শাওমি ১৩ শাওমি ১৩ প্রো ও শাওমি ১২টি মডেল থেকেও এই ফিচার সরিয়ে ফেলা হবে।
২০২১ সালের মিউআউইউআই ১২ আপডেটের মাধ্যমে ডিভাইসগুলোতে এই ফিচার যুক্ত করে শাওমি।
কিছুদিন আগে এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাইরে সাবস্ক্রিপশনবিহীন ব্যবহারকারীরাও পিআইপি মোড ব্যবহার করার সুবিধা দেবে ইউটিউব।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
স্ক্রিন বন্ধ করেও ইউটিউবের ভিডিও চালু রাখার সুবিধা রয়েছে শাওমির স্মার্টফোনগুলোতে। তবে ফিচারটি বন্ধ করে দিচ্ছে চীনের এই কোম্পানি। ফলে স্ক্রিন বন্ধ করে আর ইউটিউবের ভিডিওর অডিও শোনা যাবে না। এই ফিচার গান শোনার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ছিল।
ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররাই শুধু পিকচার ইন পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারে। এই মোডের মাধ্যমে ইউটিউবের ভিডিও একটি মিনি প্লেয়ারের মাধ্যমে অন্য অ্যাপ চালু রাখা অবস্থায়ও দেখা যায়। ইউটিউবের স্ক্রিন বন্ধ করে ভিডিও চালু রাখার অপশনটি পিআইপির সঙ্গে সাংঘর্ষিক। কারণ এই ফিচারের ফলে অনেকই ইউটিউবের সাবস্ক্রিপশন কিনবে না। এ জন্য শাওমি ফিচারটি বন্ধ করে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে শাওমি বলেছে, ভিডিও টুলবক্সের ফিচারের মধ্যে ‘প্লে ভিডিও সাউন্ড উইথ স্ক্রিন অফ’ ও ‘টার্ন অফ স্ক্রিন’ অপশনটি বন্ধ করে দেওয়া হবে। তবে এই ফিচার বন্ধ করার জন্য কোনো স্পষ্ট কারণ জানায়নি শাওমি।
ব্যবহারকারীদের প্রিমিয়ামে সাবস্ক্রাইব করানোর জন্য অনেক চেষ্টা করছে ইউটিউব। যারা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে ইউটিউবে বিজ্ঞাপন দেখানো বন্ধ করেন তাঁদের জন্য প্ল্যাটফর্মটি ভিডিওর গতি কমিয়ে দেয়। এ কারণে ব্যবহারকারীদের বিজ্ঞাপন এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
শাওমির অপারেটিং সিস্টেম মিউআউইউআই ১২, মিউআউইউআই ১৩, মিউআউইউআই ১৪ ও নতুন হাইপারওএস থেকে ফিচারটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আর শাওমি ১৪, শাওমি ১৩ শাওমি ১৩ প্রো ও শাওমি ১২টি মডেল থেকেও এই ফিচার সরিয়ে ফেলা হবে।
২০২১ সালের মিউআউইউআই ১২ আপডেটের মাধ্যমে ডিভাইসগুলোতে এই ফিচার যুক্ত করে শাওমি।
কিছুদিন আগে এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাইরে সাবস্ক্রিপশনবিহীন ব্যবহারকারীরাও পিআইপি মোড ব্যবহার করার সুবিধা দেবে ইউটিউব।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৩ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৪ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৬ ঘণ্টা আগে