অনলাইন ডেস্ক
ফেসবুক মেসেঞ্জার এখন আর শুধু টেক্সট মেসেজ আদান-প্রদানের অ্যাপ নয়, এটি আধুনিক যুগের একটি বহুমাত্রিক যোগাযোগমাধ্যম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ছবি, ভিডিও ও অডিও আদান-প্রদান করা যায়। তবে বেশির ভাগ সময়ই মেসেঞ্জারে পাঠানো ছবি ও ভিডিওর গুণগত মান কমে যায়। বিশেষ করে এগুলোর ফাইল সাইজ বড় হলে। এই সমস্যার সমাধান হলো মেসেঞ্জারে এইচডি ফিচার ব্যবহার করা।
এই ফিচারের মাধ্যমে মেসেঞ্জারে সহজেই এইচডি মানের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন। ফলে ছবি ও ভিডিও অপরজন ডাউনলোড করলেও তা ঘোলাটে হয়ে যাবে না। কনটেন্টগুলো ডাউনলোডের পরও স্পষ্ট থাকবে।
ফিচারটি ব্যবহার করে একই সঙ্গে একাধিক ছবি ও ভিডিও ব্যবহার করা যাবে। এইচডি ছবি ও ভিডিওর সঙ্গে ‘এইচডি’ নামের ব্যাজ ছবির সঙ্গে যুক্ত হবে।
মেসেঞ্জারে এইচডি ছবি ও ভিডিও পাঠাবেন যেভাবে
১. প্রথমেই স্মার্টফোনে মেসেঞ্জার চালু করুন।
২. যে চ্যাটে এইচডি মানে ছবি ও ভিডিও পাঠাতে চান, সেই চ্যাটথ্রেডের ওপর ট্যাপ করুন।
৩. এখন নিচের বাঁ দিকে থাকা গ্যালারি আইকোন ট্যাপ করুন। এর ফলে ফোনের গ্যালারি চালু হবে।
৪. গ্যালারি থেকে পছন্দের মতো ছবি ও ভিডিও নির্বাচন করুন। আপনি চাইলে একাধিক ফাইলও নির্বাচন করতে পারেন।
৫. এইচডি মানের ছবি ও ভিডিও পাঠানোর জন্য ডান পাশের ওপরের দিকে থাকা ‘এইচডি’ আইকনে ট্যাপ করুন। ফিচারটি চালু হলে আইকনটি নীল হয়ে যাবে।
৬. এরপর সেন্ড বাটনে ট্যাপ করুন। এভাবে এইচডি ছবি ও ভিডিও পাঠানো যাবে।
ফেসবুক মেসেঞ্জার এখন আর শুধু টেক্সট মেসেজ আদান-প্রদানের অ্যাপ নয়, এটি আধুনিক যুগের একটি বহুমাত্রিক যোগাযোগমাধ্যম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ছবি, ভিডিও ও অডিও আদান-প্রদান করা যায়। তবে বেশির ভাগ সময়ই মেসেঞ্জারে পাঠানো ছবি ও ভিডিওর গুণগত মান কমে যায়। বিশেষ করে এগুলোর ফাইল সাইজ বড় হলে। এই সমস্যার সমাধান হলো মেসেঞ্জারে এইচডি ফিচার ব্যবহার করা।
এই ফিচারের মাধ্যমে মেসেঞ্জারে সহজেই এইচডি মানের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন। ফলে ছবি ও ভিডিও অপরজন ডাউনলোড করলেও তা ঘোলাটে হয়ে যাবে না। কনটেন্টগুলো ডাউনলোডের পরও স্পষ্ট থাকবে।
ফিচারটি ব্যবহার করে একই সঙ্গে একাধিক ছবি ও ভিডিও ব্যবহার করা যাবে। এইচডি ছবি ও ভিডিওর সঙ্গে ‘এইচডি’ নামের ব্যাজ ছবির সঙ্গে যুক্ত হবে।
মেসেঞ্জারে এইচডি ছবি ও ভিডিও পাঠাবেন যেভাবে
১. প্রথমেই স্মার্টফোনে মেসেঞ্জার চালু করুন।
২. যে চ্যাটে এইচডি মানে ছবি ও ভিডিও পাঠাতে চান, সেই চ্যাটথ্রেডের ওপর ট্যাপ করুন।
৩. এখন নিচের বাঁ দিকে থাকা গ্যালারি আইকোন ট্যাপ করুন। এর ফলে ফোনের গ্যালারি চালু হবে।
৪. গ্যালারি থেকে পছন্দের মতো ছবি ও ভিডিও নির্বাচন করুন। আপনি চাইলে একাধিক ফাইলও নির্বাচন করতে পারেন।
৫. এইচডি মানের ছবি ও ভিডিও পাঠানোর জন্য ডান পাশের ওপরের দিকে থাকা ‘এইচডি’ আইকনে ট্যাপ করুন। ফিচারটি চালু হলে আইকনটি নীল হয়ে যাবে।
৬. এরপর সেন্ড বাটনে ট্যাপ করুন। এভাবে এইচডি ছবি ও ভিডিও পাঠানো যাবে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
২ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৩ দিন আগে