Ajker Patrika

ইউটিউবে জনপ্রিয় গেমার পিউডিপাই উইন্ডোজ ছেড়ে লিনাক্সে কেন

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৬: ৩৮
পিউডিপাই তার ভিডিওতে লিনাক্স ব্যবহার শুরুর কারণগুলোও তুলে ধরেছেন। ছবি: সংগৃহীত
পিউডিপাই তার ভিডিওতে লিনাক্স ব্যবহার শুরুর কারণগুলোও তুলে ধরেছেন। ছবি: সংগৃহীত

সুইডিশ ইউটিউবার ফেলিক্স আর্ভিড উলফ শেলবার্গ, তিনি পিউডিপাই নামেই বেশি পরিচিত। মূলত গেমিং ভিডিওর জন্য তিনি বিখ্যাত। ইউটিউবে ফেলিক্সের জনপ্রিয়তা এবং তাঁর প্রতি গণমাধ্যমের মনোযোগ তাঁকে অন্যতম উল্লেখযোগ্য অনলাইন ব্যক্তিত্ব এবং কনটেন্ট ক্রিয়েটরে পরিণত করেছে। বর্তমানে তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১১০ মিলিয়ন।

সম্প্রতি এক ভিডিওতে পিউডিপাই জানিয়েছেন, ২০২৫ সালের শুরুতে তিনি ডেস্কটপে ওপেনসোর্স অপারেটিং সিস্টেম লিনাক্স ইনস্টল করেন। গেমার হয়েও মাইক্রোসফটের উইন্ডোজ বাদ দিয়ে প্রথমে লিনাক্স মিন্ট (লিনাক্সের একটি জনপ্রিয় সংস্করণ) এবং আর্চ লিনাক্সের (কমিউনিটি পরিচালিত লিনাক্স সংস্করণ) সঙ্গে হাইপারল্যান্ড টাইলিং উইন্ডো ম্যানেজার ব্যবহার শুরু করেন।

লিনাক্সের একটি বড় সীমাবদ্ধতা হলো, এই অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটার গেমের সংখ্যা খুবই সীমিত। এ ছাড়া জনপ্রিয় গ্রাফিকস কার্ডের জন্য উপযুক্ত ড্রাইভারও পাওয়া যায় না।

এরপরও পিউডিপাইয়ের মতো গেমার কেন উইন্ডোজ ছেড়ে লিনাক্স ব্যবহার শুরু করলেন? সেটির জবাব তাঁর ভিডিওতে তুলে ধরেছেন পিউডিপাই:

ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ

উইন্ডোজ ব্যবহার থেকে সরে যাওয়ার কারণ হিসেবে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার উদ্বেগকেই উল্লেখ করেছেন পিউডিপাই। তিনি বলছেন, লিনাক্স যেহেতু ওপেনসোর্স, এটি ব্যবহারকারীকে কোড দেখার সুযোগ দেয়, ফলে তারা প্রোপ্রায়েটরি টেলিমেট্রি (যা ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে) এড়াতে পারে। এই সুবিধা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সহায়ক। যেখানে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা এখন বেশির ভাগ মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

লিনাক্সে অনন্য অভিজ্ঞতা

লিনাক্সে একটি মসৃণ এবং আরও কাস্টমাইজ যোগ্য অভিজ্ঞতা উপভোগ করার কথা উল্লেখ করেছেন পিউডিপাই। ব্যবহারকারী-বান্ধব এবং স্থিতিশীল (স্ট্যাবল) হওয়ার কারণে লিনাক্স মিন্ট ছিল তাঁর প্রথম পছন্দ। তবে আর্চ লিনাক্স তাঁকে আরও বেশি কাস্টমাইজেশনের সুযোগ দিয়েছে।

গেমিং এবং পারফরম্যান্স

লিনাক্স এখন গেমিংয়ের জন্য অনেক বেশি কার্যকর হয়ে উঠেছে, বিশেষ করে স্টিমের প্রোটন এবং স্টিম ডেক টুলের সাহায্যে। পিউডিপাই গেম খেলতে ও তা নিয়ে কনটেন্ট তৈরি করতে পছন্দ করেন। তাই লিনাক্সে গেম খেলার সুযোগ তাঁর জন্য বড় বিষয়। কারণ এর আগে লিনাক্সে সেভাবে গেমিংয়ের সুযোগ ছিল না। তবে বর্তমানে লিনাক্সের মাধ্যমে পিউডিপাই তাঁর গেম খেলার চাহিদা ভালোভাবে পূরণ করতে পারছেন।

ব্যক্তিগত চ্যালেঞ্জ ও কৌতূহল

পিউডিপাই সব সময় নতুন কিছু শিখতে আগ্রহী আর বিভিন্ন শখে গভীরভাবে জড়িয়ে পড়ার ইতিহাসও তাঁর আছে—যেমন পেইন্টিং বা রক ক্লাইম্বিং। আর্চ লিনাক্স ব্যবহার শুরু করাও তাঁর এমন এক নতুন চ্যালেঞ্জ। কারণ আর্চ লিনাক্স ব্যবহার করতে কিছুটা প্রযুক্তিগত জ্ঞান প্রয়োজন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যায়, তিনি জিএসএইচ (zsh), কিটি টার্মিনাল (টার্মিনাল ইম্যুলেটর) ও হাইপারল্যান্ডের মতো কম্পোজিটর টুল ব্যবহার করছেন। এতে বোঝা যায়, তিনি লিনাক্স সেটআপ নিজের মতো করে কাস্টমাইজ করতে সময় ও মনোযোগ দিয়েছেন।

উইন্ডোজ নিয়ে অসন্তুষ্টি

অনেক ব্যবহারকারীর মতো পিউডিপাইও উইন্ডোজ, বিশেষ করে উইন্ডোজ ১১–এর ব্যক্তিগত গোপনীয়তা সমস্যা, অতিরিক্ত অপ্রয়োজনীয় সফটওয়্যার (ব্লোটওয়্যার) এবং ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে হতাশ হতে পারেন। বিভিন্ন ফোরাম ও সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্যগুলো ইঙ্গিত দেয় যে, তিনি মাইক্রোসফটের বর্তমান নীতিমালা নিয়ে অসন্তুষ্ট এবং এ জন্যই লিনাক্স ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন।

পিউডিপাইকে প্রথম গত ফেব্রুয়ারিতে একটি গেমিং পিসি তৈরির ভিডিওতে লিনাক্স মিন্ট ব্যবহার করতে দেখা যায়, তাঁর সেসময়ের ভিডিওতে শুধু মিন্টের টাস্কবার দেখা দেখা যায়। এরপর মার্চের মধ্যে তিনি আরও উন্নত ও কাস্টমাইজযোগ্য আর্চ লিনাক্সে চলে যান, যেখানে হাইপারল্যান্ড উইন্ডো ম্যানেজার ব্যবহার করছেন।

পিউডিপাইয়ের লিনাক্স সেটআপ। ছবি: ইউটিউব
পিউডিপাইয়ের লিনাক্স সেটআপ। ছবি: ইউটিউব

২০২৫ কি তাহলে লিনাক্স ডেস্কটপের বছর!

‘লিনাক্স ডেস্কটপের বছর’ বলতে লিনাক্স ব্যবহারকারীদের মধ্যে প্রচলিত একটি মিম বোঝায়। এটি সেই সময়কে ইঙ্গিত করে যখন লিনাক্স মূলধারার ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে জনপ্রিয় হয়ে উঠবে। যদিও এই কথা অনেক বছর ধরেই অনেকে বলে আসছে তবে, ২০২৫ সালে পিউডিপাইয়ের মতো জনপ্রিয় একজন ইউটিউবারের লিনাক্স ব্যবহার এই আলোচনাকে নতুন করে উসকে দিয়েছে।

২০২৫ সালকে ‘লিনাক্স ডেস্কটপের বছর’ হিসেবে সমর্থন করেছেন অনেকেই। তাদের যুক্তিগুলো হলো—

পিউডিপায়ের প্রভাব: ১১০ মিলিয়নেরও বেশি ইউটিউব সাবস্ক্রাইবার নিয়ে বিশাল প্রভাবশালী ব্যক্তি পিউডিপাই। তাই তিনি যখন লিনাক্স মিন্ট এবং পরে আর্চ লিনাক্স ব্যবহার শুরু করেন, তখন তা প্রযুক্তি জগতে বেশ উত্তেজনা সৃষ্টি করে। তাঁর অনেক ভক্তই তরুণ এবং প্রযুক্তি নিয়ে আগ্রহী। ফলে উইন্ডোজের পরিবর্তে তাঁর লিনাক্সের ব্যবহার অনেককে উৎসাহ দিতে পারে। এমনকি সামাজিক মাধ্যমে অনেকেই এটিকে ‘টাইমলাইন বদলে দেওয়ার’ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

গেমিংয়ের উন্নতি

স্টিম প্রোটন প্রযুক্তির মাধ্যমে লিনাক্সে গেম খেলা এখন অনেক সহজ ও কার্যকর হয়েছে। এর মাধ্যমে এখন লিনাক্সে হাজার হাজার উইন্ডোজ গেম চালানো সম্ভব হচ্ছে। একই সঙ্গে, গেমিং জগতে লিনাক্সের অবস্থানকে আরও শক্ত করেছে লিনাক্স-ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলা স্টিম ডেকও। পিউডিপাই এই সক্ষমতাগুলো তাঁর বিশাল দর্শকগোষ্ঠীর সামনে তুলে ধরছেন।

উইন্ডোজের সমস্যা

উইন্ডোজ ১১–এর গোপনীয়তা লঙ্ঘন, জোরপূর্বক আপডেট এবং অতিরিক্ত অপ্রয়োজনীয় সফটওয়্যারের কারণে অনেক ব্যবহারকারী বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছেন। বিভিন্ন ফোরাম পোস্টে বলা হয়েছে, অনেক সময় লিনাক্সের প্রতি আগ্রহ লিনাক্সের গুণের চেয়ে বরং উইন্ডোজের দুর্বলতা থেকেই তৈরি হয়।

সাংস্কৃতিক প্রভাব

সোশ্যাল মিডিয়া এক্স এবং রেডিট–এর অনেক পোস্টে ২০২৫ সালকে এক ধরনের ‘লিনাক্স সিটকম’ হিসেবে ব্যাখ্যা করছে। এসব প্ল্যাটফর্মে পিউডিপাইয়ের লিনাক্স ব্যবহার, হাইপারল্যান্ডের জনপ্রিয়তা এবং লিনাক্স কার্নেল নিয়ে বিতর্ক মিলিয়ে এক অনন্য প্রযুক্তিগত সংস্কৃতি তৈরি করেছে। পিউডিপাইয়ের মতো একজন জনপ্রিয় সেলিব্রিটি লিনাক্স ব্যবহার শুরু করায় এটি অনেকের চোখে আকর্ষণীয় হয়ে উঠছে।

লিনাক্স বিরোধী যুক্তি:

লিনাক্সের সীমাবদ্ধতা: পিউডিপাইয়ের মতো প্রভাবশালী ব্যক্তিত্ব লিনাক্স ব্যবহার শুরু করলেও, সাধারণ ব্যবহারকারীদের জন্য লিনাক্স এখনো কিছুটা জটিল। বিশেষ করে আর্চ লিনাক্স একেবারে নতুন ব্যবহারকারীদের জন্য উপযুক্ত নয়। এমনকি লিনাক্স মিন্টের মতো সহজ ডিস্ট্রিবিউশন ব্যবহারেও উইন্ডোজ বা ম্যাকের তুলনায় কিছুটা বেশি প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন হয়। লিনাক্সের ব্যাপক গ্রহণযোগ্যতার জন্য সহজ সংস্করণ এবং প্রি-ইনস্টল করা লিনাক্স ল্যাপটপের প্রয়োজন।

বর্তমানে লিনাক্স ডেস্কটপ অপারেটিং সিস্টেমের মার্কেট শেয়ার এখনো ৫ শতাংশের নিচে, যেখানে উইন্ডোজ প্রায় ৭০ শতাংশ এবং ম্যাকওএস প্রায় ১৫ শতাংশ দখল করে আছে। অতীতে বহুবার ‘লিনাক্স ডেস্কটপের বছর’ আসবে বলে বলা হয়েছে, তবে তা কখনো পুরোপুরি বাস্তবে পরিণত হয়নি। তাই পিউডিপাইয়ের এই পরিবর্তন গুরুত্বপূর্ণ হলেও, তা পুরো বিশ্বের ডেস্কটপ ব্যবহারকারীদের আচরণ বদলে দেবে—এমনটা এখনো নিশ্চিত ভাবে বলা যায়। ।

করপোরেট এবং ইকোসিস্টেম বাধা: ব্যবসা প্রতিষ্ঠান এবং স্কুলগুলো মূলত উইন্ডোজ বা ম্যাকওএস ব্যবহার করে এবং অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন (যেমন মাইক্রোসফট অফিস, অ্যাডোবি স্যুট) লিনাক্স সমর্থন করে না।

গেমিংয়ের সীমাবদ্ধতা: যদিও লিনাক্স গেমিং অভিজ্ঞতা আগের চেয়ে উন্নত হলেও কিছু অ্যান্টি-চিট সিস্টেমসহ গেম ভালোভাবে খেলা যায় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মরতে পারতাম, আল্লাহ বাঁচিয়েছেন’— ছিনতাইয়ের শিকার শিক্ষিকার কণ্ঠে গা শিউরানো গল্প

ধর্ষণের পর চুপ হয়ে গিয়েছিল লামিয়া, ট্রমা তার জীবনই কেড়ে নিল

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত