Ajker Patrika

কম্পিউটারের স্ক্রিন পড়ে পরামর্শ দেবে মাইক্রোসফটের এআই

অনলাইন ডেস্ক
কো-পাইলট ভিশন ‘কনটেন্ট বিশ্লেষণ করতে, অন্তর্দৃষ্টি দিতে এবং ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে পারে। ছবি: সংগৃহীত
কো-পাইলট ভিশন ‘কনটেন্ট বিশ্লেষণ করতে, অন্তর্দৃষ্টি দিতে এবং ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে পারে। ছবি: সংগৃহীত

মাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কো-পাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুল একসঙ্গে দুটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট কোনো ব্রাউজার বা অ্যাপ উইন্ডো পর্যবেক্ষণ করতে পারবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

তবে এটি মাইক্রোসফটের আরেকটি ফিচার ‘রিকল’-এর মতো নয়। রিকল নির্দিষ্ট সময় পরপর স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনশট নেয়। কোপাইলট ভিশনের কাজ অনেকটা ভিডিও কলে স্ক্রিন শেয়ার করার মতো। ব্যবহারকারী চাইলে কোপাইলট অ্যাপে থাকা চশমা আইকনে ক্লিক করে নির্দিষ্ট ডেস্কটপের স্ক্রিন টুলটির সঙ্গে শেয়ার করতে পারবেন।

মাইক্রোসফট বলছে, কোপাইলট ভিশন ‘কনটেন্ট বিশ্লেষণ করতে, অন্তর্দৃষ্টি দিতে এবং ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে পারে। এটি উচ্চ স্বরে নির্দেশনা দিয়েও সহায়তা করতে পারে।’

ব্যবহারকারীরা এর মাধ্যমে নিজের সৃষ্টিশীল প্রকল্পে উন্নতির পরামর্শ, জীবনবৃত্তান্ত (রেজুমে) ভালো করার গাইডলাইন বা নতুন কোনো গেম খেলার সময় সহায়তা পেতে পারেন।

প্রথম দফায় কোপাইলট ভিশন চালু হয়েছিল ওয়েব ব্রাউজারে ব্যবহারের জন্য, বিশেষ করে মাইক্রোসফট এজে। এখন ফিচারটি আরও বিস্তৃত হচ্ছে। এমনকি স্মার্টফোনের ক্যামেরা দিয়েও যেটা দেখা যাচ্ছে, সে বিষয় নিয়েও প্রশ্নের উত্তর দিতে পারে কো-পাইলট ভিশন।

উল্লেখ্য, আপাতত এই আপডেট পাওয়া যাচ্ছে কেবল উইন্ডোজ ইনসাইডারদের জন্য। সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে এটি উন্মুক্ত হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি মাইক্রোসফট।

তথ্যসূত্র: দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

ইসলামী আন্দোলন ও এনসিপি ঐক্য, পাত্তা দিচ্ছে না বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত