অনলাইন ডেস্ক
স্যামসাং গ্যালাক্সি ফোন ব্যবহারকারীদের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকির কথা নিশ্চিত করেছে স্যামসাং। ফোনের ক্লিপবোর্ডে পাসওয়ার্ড কপি করে রাখলে সেগুলো সুরক্ষিত থাকছে না—এমন সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এখনো কোনো স্থায়ী সমাধান নেই এই সমস্যার।
ব্যবহারকারীরা যখন কোনো পাসওয়ার্ড ম্যানেজার থেকে পাসওয়ার্ড কপি করে লগইনের সময় পেস্ট করেন, তখন সেটি ক্লিপবোর্ডে জমা থাকে। ফোন চুরি হলে বা আনলক অবস্থায় অন্য কেউ হাতে পেলে, সে ক্লিপবোর্ড স্ক্রল করেই দেখতে পারবে সেসব পাসওয়ার্ড।
সম্প্রতি স্যামসাং-এর যুক্তরাষ্ট্রভিত্তিক কমিউনিটি ফোরামে একজন ব্যবহারকারী লিখেন, ‘আমি সব সময় পাসওয়ার্ড ম্যানেজার থেকে কপি করি এবং অনেকেই সেটাই করেন। তবে স্যামসাং-এর ক্লিপবোর্ড যদি সবকিছু টেক্সট আকারে রেখে দেয় এবং এর কোনো মেয়াদ না থাকে। তাই এটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটি।’
এ ছাড়া অনেকেই পাসওয়ার্ড নোটপ্যাড বা টেক্সট ডকুমেন্টে লিখে রেখে সেখান থেকেও কপি-পেস্ট করেন, যা ঝুঁকি আরও বাড়ায়। ব্যবহারকারীরা বলছেন, ‘অন্তত একটা অটো-ডিলিট অপশন থাকা উচিত, যাতে কয়েক ঘণ্টা পর ক্লিপবোর্ড ইতিহাস মুছে যায়।’
স্যামসাং নিশ্চিত করেছে, এই ক্লিপবোর্ড ব্যবস্থাপনা অপারেটিং সিস্টেম ‘ওয়ান ইউআই’-এর অধীন, তাই থার্ড পার্টি কিবোর্ড যেমন: জিবোর্ড-এর পক্ষে এটি এড়ানো সম্ভব নয়। তারা জানিয়েছে, ‘বর্তমানে এমন কোনও সেটিংস নেই যা নির্দিষ্ট সময় পর ক্লিপবোর্ড কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে ডিলিট করবে, যা কিছু পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।’
স্যামসাং আরও জানিয়েছে, ‘আমরা একমত যে, ক্লিপবোর্ড স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুবিধা বা সংবেদনশীল অ্যাপগুলোকে ক্লিপবোর্ড ইতিহাস থেকে বাদ দেওয়ার মতো ফিচার যোগ করা প্রয়োজন। এই পরামর্শ আমরা সংশ্লিষ্ট টিমকে জানাব।’
তবে ততক্ষণ পর্যন্ত গ্যালাক্সি ব্যবহারকারীদের জন্য পরামর্শ হচ্ছে—পাসওয়ার্ড কপি-পেস্টের বদলে পাসওয়ার্ড ম্যানেজারের নিরাপদ ইনপুট পদ্ধতি ব্যবহার করা। ক্লিপবোর্ডে পাসওয়ার্ড রেখে তা পেস্ট করা এখন নিরাপদ নয়।
উল্লেখ্য, ক্লিপবোর্ড হলো স্মার্টফোন, কম্পিউটার বা যেকোনো ডিভাইসের একটি অস্থায়ী মেমোরি বা স্টোরেজ যেখানে ব্যবহারকারী কিছু কপি বা কাট করলে সেই ডেটা সংরক্ষিত থাকে—যেমন: লেখা, ছবি, লিংক, বা পাসওয়ার্ড। পরে সেই ডেটা পেস্ট করতে পারেন ব্যবহারকারী।
তথ্যসূত্র: ফোর্বস
স্যামসাং গ্যালাক্সি ফোন ব্যবহারকারীদের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকির কথা নিশ্চিত করেছে স্যামসাং। ফোনের ক্লিপবোর্ডে পাসওয়ার্ড কপি করে রাখলে সেগুলো সুরক্ষিত থাকছে না—এমন সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এখনো কোনো স্থায়ী সমাধান নেই এই সমস্যার।
ব্যবহারকারীরা যখন কোনো পাসওয়ার্ড ম্যানেজার থেকে পাসওয়ার্ড কপি করে লগইনের সময় পেস্ট করেন, তখন সেটি ক্লিপবোর্ডে জমা থাকে। ফোন চুরি হলে বা আনলক অবস্থায় অন্য কেউ হাতে পেলে, সে ক্লিপবোর্ড স্ক্রল করেই দেখতে পারবে সেসব পাসওয়ার্ড।
সম্প্রতি স্যামসাং-এর যুক্তরাষ্ট্রভিত্তিক কমিউনিটি ফোরামে একজন ব্যবহারকারী লিখেন, ‘আমি সব সময় পাসওয়ার্ড ম্যানেজার থেকে কপি করি এবং অনেকেই সেটাই করেন। তবে স্যামসাং-এর ক্লিপবোর্ড যদি সবকিছু টেক্সট আকারে রেখে দেয় এবং এর কোনো মেয়াদ না থাকে। তাই এটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটি।’
এ ছাড়া অনেকেই পাসওয়ার্ড নোটপ্যাড বা টেক্সট ডকুমেন্টে লিখে রেখে সেখান থেকেও কপি-পেস্ট করেন, যা ঝুঁকি আরও বাড়ায়। ব্যবহারকারীরা বলছেন, ‘অন্তত একটা অটো-ডিলিট অপশন থাকা উচিত, যাতে কয়েক ঘণ্টা পর ক্লিপবোর্ড ইতিহাস মুছে যায়।’
স্যামসাং নিশ্চিত করেছে, এই ক্লিপবোর্ড ব্যবস্থাপনা অপারেটিং সিস্টেম ‘ওয়ান ইউআই’-এর অধীন, তাই থার্ড পার্টি কিবোর্ড যেমন: জিবোর্ড-এর পক্ষে এটি এড়ানো সম্ভব নয়। তারা জানিয়েছে, ‘বর্তমানে এমন কোনও সেটিংস নেই যা নির্দিষ্ট সময় পর ক্লিপবোর্ড কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে ডিলিট করবে, যা কিছু পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।’
স্যামসাং আরও জানিয়েছে, ‘আমরা একমত যে, ক্লিপবোর্ড স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুবিধা বা সংবেদনশীল অ্যাপগুলোকে ক্লিপবোর্ড ইতিহাস থেকে বাদ দেওয়ার মতো ফিচার যোগ করা প্রয়োজন। এই পরামর্শ আমরা সংশ্লিষ্ট টিমকে জানাব।’
তবে ততক্ষণ পর্যন্ত গ্যালাক্সি ব্যবহারকারীদের জন্য পরামর্শ হচ্ছে—পাসওয়ার্ড কপি-পেস্টের বদলে পাসওয়ার্ড ম্যানেজারের নিরাপদ ইনপুট পদ্ধতি ব্যবহার করা। ক্লিপবোর্ডে পাসওয়ার্ড রেখে তা পেস্ট করা এখন নিরাপদ নয়।
উল্লেখ্য, ক্লিপবোর্ড হলো স্মার্টফোন, কম্পিউটার বা যেকোনো ডিভাইসের একটি অস্থায়ী মেমোরি বা স্টোরেজ যেখানে ব্যবহারকারী কিছু কপি বা কাট করলে সেই ডেটা সংরক্ষিত থাকে—যেমন: লেখা, ছবি, লিংক, বা পাসওয়ার্ড। পরে সেই ডেটা পেস্ট করতে পারেন ব্যবহারকারী।
তথ্যসূত্র: ফোর্বস
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৪ ঘণ্টা আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
৮ ঘণ্টা আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
১০ ঘণ্টা আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
১২ ঘণ্টা আগে