ফ্যাক্টচেক ডেস্ক
স্মার্টফোন ব্যবহারকারীরা এখন ক্যামেরার দিকে বেশি গুরত্ব দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ারের প্রবণতা বেড়েছে। ফলে স্মার্টফোন ব্র্যান্ডগুলোও ক্যামেরাতে নতুন নতুন ফিচার যুক্ত করছে। ফোন কোম্পানিগুলোও ডিভাইসের প্রচারে ক্যামেরা নিয়ে নানা ধরনের তথ্য দিচ্ছে। সম্প্রতি দেশের বাজারে আসা চীনা ব্র্যান্ড রিয়েলমির একটি ফোনের ক্যামেরা নিয়ে কিছু অনলাইন নিউজ পোর্টালে নেতিবাচক খবর বেরিয়েছে। প্রতিবেদনগুলোর ভাষা একই রকম। কিছু ক্ষেত্রে শিরোনাম ও ভেতরে আক্রমণাত্মক শব্দ ও বাক্য ব্যবহার করা হয়েছে। চলুন জেনে আসি এই খবরের সত্যতা কতটুকু?
ব্যবহারকারীদের চাহিদা বিবেচনা করে বেশিরভাগ ফোনের প্রচারেই এখন বিভিন্ন ফিচারযুক্ত একাধিক ক্যামেরার কথা বলা হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। গতিশীল বস্তুর স্থিরচিত্র ধারণ, কম আলোতে ঝকঝকে ছবি, স্বয়ংক্রিয় ফোকাস, ব্যাকগ্রাউন্ড মুছে দেওয়া, বিভিন্ন ইফেক্ট দেওয়া ইত্যাদি কাজের জন্য ক্যামেরায় যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার।
এক্ষেত্রে শুধু ক্যামেরা নয় ফোনের পেছনের অংশে ক্যামেরা বাম্পে অনেকগুলো অপশন যুক্ত হচ্ছে। এরমধ্যে ফোন ক্যামেরার একটি মৌলিক ফিচার হলো ফ্লিকার সেন্সর বা লেন্স। যেটাকে অক্সিলারি লেন্সও বলা হয়। আবার স্মার্টফোনের সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক ব্র্যান্ড অতিরিক্ত ক্যামেরা বাম্পও ব্যবহার করে থাকে। তবে এটি নিয়ে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়।
রিয়েলমি সি৭৫ নিয়ে অপপ্রচার
রিয়েলমি নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, রিয়েলমি সি৭৫ মডেলের ফোনটির পেছনের অংশে ক্যামেরা বাম্পে প্রতারণামূলকভাবে তিনটি লেন্স দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে ফোনটির ক্যামেরা মাত্র একটি। তবে বাকি দুইটি বাম্পের ফিচার নিয়ে কোন তথ্য দেয়নি পোর্টালগুলো। এতে ব্যবহারকারীদের মধ্যে রিয়েলমির সি৭৫ ফোনটি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।
যদিও রিয়েলমি বাংলাদেশের ওয়েবসাইটে ফোনটির ক্যামেরা ফিচারের বর্ণনায় বলা হয়েছে, ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা। পাশাপাশি রয়েছে ফ্লিকার লেন্স। অর্থাৎ মূল ক্যামেরা সেন্সর ৫০ মেগাপিক্সেল এবং এতে একটি ফ্লিকার লেন্স রয়েছে। ক্যামেরা বাম্পে লেন্স সদৃশ তৃতীয় অংশটির বিষয়ে কিছু বলা হয়নি। যদিও এটি ফোন কোম্পানিগুলো সৌন্দর্য বর্ধনের জন্য করে থাকে।
আসলেই কি তা–ই? রিয়েলমি ছাড়া আর কোনো ব্র্যান্ডে কি এমন ক্যামেরা বাম্প নেই?
রিয়েলমি বলছে, তাদের সি৭৫ মডেলের ফোনটির মূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা। এটি সাশ্রয়ী মূল্যের মিড রেঞ্জের ফোন। এই ফোনের প্রচারণা হয়েছে মূলত পানি ও ধূলা প্রতিরোধী ফোন হিসেবে। সাধারণত বাজেট ফোনগুলো একটি বিষয়কে গুরত্ব দিয়েই প্রচার করে। যে কারণে স্মার্টফোনটি ব্র্যান্ডটি শুরু থেকেই তাদের আইপি ৬৯ ফিচারকেই গুরুত্ব দিয়ে প্রচার করে আসছে। ক্যামেরার বিষয়ে খুব বেশি প্রচার করেনি ব্র্যান্ডটি। যদিও ইন্টারনেট ঘেটে রিয়েলমির প্রচারণার বিষয়ে গণমাধ্যমে তৈরি কয়েকটি বিশেষ প্রতিবেদন ও ভিডিও স্টোরি পাওয়া গেছে। যেখানে একটি মাত্র ক্যামেরা ও ফ্লিকার লেন্স থাকার বিষয়ে স্পষ্ট করেই বলা হয়েছে। একই সাথে রিয়েলমির সি৭৫ স্মার্টফোনটি হাতে নিয়ে যাচেই করে দেখেছে আজকের পত্রিকা। যেখানে ফোনটি হাতে নিয়ে প্রথম দেখাতেই স্পষ্টই বোঝা যাচ্ছে যে, তিনটি বাম্পের মধ্যে দুটি ফাংশনিং। আরেকটি পুরোপুরি বন্ধ অবস্থায় আছে। যেকোনো গ্রাহকও প্রথম দেখাতেই তৃতীয়টি বন্ধ থাকার বিষয়টি বুঝতে পারবেন।
অন্যদিকে রিয়েলমির সি৭৫ মডেলটির সঙ্গে তুলনা করতে সম্প্রতি বাংলাদেশের বাজারে আসা আরও চারটি ব্র্যান্ডের মিড রেঞ্জের ফোনের ফিচার যাচাই করে দেখেছে আজকের পত্রিকার প্রযুক্তি বিভাগ। এতে দেখা গেছে, প্রায় সব ব্র্যান্ডের কাছাকাছি মানের ফোনগুলোতে ক্যামেরা বাম্পে একাধিক লেন্স থাকলেও মূলত ক্যামেরা একটি বা দুটি। কিছু ফোনে মূল ক্যামেরার পাশে বা নিচে ফ্লিকার লেন্স রয়েছে। কোনো কোনো ফোনে অবশ্য ফ্লিকার সেন্সর মূল ক্যামেরার সঙ্গেই যুক্ত আছে। আবার বাম্পের সৌন্দর্যের জন্য লেন্স সদৃশ অংশ রাখার উদাহরণও আছে। রিয়েলমি ছাড়া এমন চারটি ফোন আছে যারা ওয়েসাইটে উল্লেখ করেনি তাদের অতিরিক্ত বাম্পে কি সুবিধা আছে। এরমধ্যে দুটি ব্রান্ডের ফোনে চারটি ক্যামেরা বাম্প থাকলেও তারমধ্যে তিনটি বাম্পে ক্যামেরা ও ফ্লিকার লেন্স থাকলেও বাকি একটি নিয়ে কোন বর্ণনা নেই। এক্ষেত্রে ব্যবহারকারীকে অবশ্যই ফোনের অফিসিয়াল ওয়েবসাইট বা বিক্রেতার থেকে ধারণা নিয়ে কিনতে হবে।
ফ্লিকার লেন্স কি ক্যামেরা?
না, ফ্লিকার লেন্স ক্যামেরা নয়, বরং ক্যামেরায় ধারণ করা ছবির মান উন্নত করতে এটি ব্যবহার করা হয়। ফ্লিকার সেন্সর বা লেন্স মূলত স্পন্দিত আলোর (যেমন ফ্লুরোসেন্ট, এলইডি ইত্যাদি) ফ্রিকোয়েন্সি শনাক্ত করে সে অনুযায়ী শাটার স্পিড এবং আইএসও সামঞ্জস্য করে। ফলে ছবি বা ভিডিওতে ব্যান্ডিং ইফেক্ট আসে না। ফ্লিকার সেন্সর ছাড়া ধারণা করা ছবি দেখতে এমন হয়:
বর্তমানে বেশিরভাগ ফোন ক্যামেরায় মূল ক্যামেরার সেন্সরের সঙ্গে ফ্লিকার সেন্সর জুড়ে দেওয়া হয়। তবে রিয়েলমি সি৭৫ মডেলের মতো অনেক ফোনে ফ্লিকার সেন্সরের জন্য আলাদা লেন্সও থাকে। এটি ক্যামেরা নয়, বরং ক্যামেরার একটি অংশ মাত্র! বিষয়টি ফোনের কনফিগারেশনে সাধারণত বলা থাকে। যেমনটি রিয়েলমির ওয়েবসাইটেও বলা হয়েছে।
কোনো ফোনে একাধিক ক্যামেরা থাকলে সেগুলোর ফিচার সম্পর্কে আলাদা করে বলা থাকে। যেমন: আইফোন ১৩ প্রো–এর ক্যামেরা বাম্পে তিনটি লেন্স রয়েছে। এখানে মূলত তিনটি ক্যামেরা রয়েছে: টেলিফটো, ওয়াইড এবং আল্ট্রা ওয়াইড। ক্যামেরা বাম্পে ওপরের দিকে ফ্ল্যাশ, নিচের দিকে লেন্সের মতো দেখতে একটি বস্তু রয়েছে। নিচের অংশটি মূলত এলআইডিএআর স্ক্যানার। এই ডিভাইসটি ক্যামেরা থেকে বস্তুর দূরত্ব পরিমাপের জন্য লেজার লাইট ব্যবহার করে। বিশেষ করে কোনো স্থানের মানচিত্র তৈরির জন্য এই ডিভাইসটি খুবই কাজের।
রিয়েলমি কী বলছে
রিয়েলমি সি৭৫ মডেলের ক্যামেরা নিয়ে বিভ্রান্তির বিষয়ে রিয়েলমি বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, রিয়েলমি অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কখনোই কোথাও উল্লেখ করেনি যে সি৭৫ স্মার্টফোনে তিনটি রিয়ার ক্যামেরা আছে। বরং, রিয়েলমি প্রেস রিলিজ, ভিডিও কনটেন্ট, প্রমোশনাল ম্যাটেরিয়াল, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ ও অন্যান্য মাধ্যমে বারবার উল্লেখ করেছে ফোনটিতে একটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে ও একটি ফ্লিকার লেন্স রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে দৃশ্যমান তিনটি ক্যামেরা বাম্পের মধ্যে একটি মূল ক্যামেরা লেন্সের জন্য, একটি ফ্লিকার লেন্সের জন্য এবং একটি শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য। ক্যামেরা সংক্রান্ত এসব তথ্য রিয়েলমির সেলস পয়েন্ট থেকেও গ্রাহকদের স্পষ্ট করেই বলা হচ্ছে। যদিও সৌন্দর্য বাম্পটি ডাবল টাচ-এ কিউআর কোড স্ক্যান করতেও ব্যবহার করা যায়।
মন্তব্য
সুতরাং কেসিংয়ে একাধিক লেন্স বা লেন্স সদৃশ বাম্প দেখেই অনেকগুলো ক্যামেরা ভাবার কোনো কারণ নেই। স্মার্টফোন শুধু বাইরের আবরণ বা সৌন্দর্য দেখে কেনার বস্তু নয়। কেনার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটির কনফিগারেশন দেখে নিতে হবে। এক্ষেত্রে রিয়েলমি তিনটি ক্যামেরা বাম্প বা লেন্স সংযুক্ত করে কোন মিথ্যা তথ্য দেয়নি। বরং তারা তাদের ওয়েবসাইটে সুনিদির্ষ্ট করে বলে দিয়েছে। বিউটিফিকেশনের ক্ষেত্রে সাধারণত কোন টেকনিক্যাল তথ্য না থাকায় সাধারণত সেটি কোন ফোন তথ্য যুক্ত করে না। রিয়েলমিও সেটিই করেছে।
স্মার্টফোন ব্যবহারকারীরা এখন ক্যামেরার দিকে বেশি গুরত্ব দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ারের প্রবণতা বেড়েছে। ফলে স্মার্টফোন ব্র্যান্ডগুলোও ক্যামেরাতে নতুন নতুন ফিচার যুক্ত করছে। ফোন কোম্পানিগুলোও ডিভাইসের প্রচারে ক্যামেরা নিয়ে নানা ধরনের তথ্য দিচ্ছে। সম্প্রতি দেশের বাজারে আসা চীনা ব্র্যান্ড রিয়েলমির একটি ফোনের ক্যামেরা নিয়ে কিছু অনলাইন নিউজ পোর্টালে নেতিবাচক খবর বেরিয়েছে। প্রতিবেদনগুলোর ভাষা একই রকম। কিছু ক্ষেত্রে শিরোনাম ও ভেতরে আক্রমণাত্মক শব্দ ও বাক্য ব্যবহার করা হয়েছে। চলুন জেনে আসি এই খবরের সত্যতা কতটুকু?
ব্যবহারকারীদের চাহিদা বিবেচনা করে বেশিরভাগ ফোনের প্রচারেই এখন বিভিন্ন ফিচারযুক্ত একাধিক ক্যামেরার কথা বলা হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। গতিশীল বস্তুর স্থিরচিত্র ধারণ, কম আলোতে ঝকঝকে ছবি, স্বয়ংক্রিয় ফোকাস, ব্যাকগ্রাউন্ড মুছে দেওয়া, বিভিন্ন ইফেক্ট দেওয়া ইত্যাদি কাজের জন্য ক্যামেরায় যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার।
এক্ষেত্রে শুধু ক্যামেরা নয় ফোনের পেছনের অংশে ক্যামেরা বাম্পে অনেকগুলো অপশন যুক্ত হচ্ছে। এরমধ্যে ফোন ক্যামেরার একটি মৌলিক ফিচার হলো ফ্লিকার সেন্সর বা লেন্স। যেটাকে অক্সিলারি লেন্সও বলা হয়। আবার স্মার্টফোনের সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক ব্র্যান্ড অতিরিক্ত ক্যামেরা বাম্পও ব্যবহার করে থাকে। তবে এটি নিয়ে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়।
রিয়েলমি সি৭৫ নিয়ে অপপ্রচার
রিয়েলমি নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, রিয়েলমি সি৭৫ মডেলের ফোনটির পেছনের অংশে ক্যামেরা বাম্পে প্রতারণামূলকভাবে তিনটি লেন্স দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে ফোনটির ক্যামেরা মাত্র একটি। তবে বাকি দুইটি বাম্পের ফিচার নিয়ে কোন তথ্য দেয়নি পোর্টালগুলো। এতে ব্যবহারকারীদের মধ্যে রিয়েলমির সি৭৫ ফোনটি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।
যদিও রিয়েলমি বাংলাদেশের ওয়েবসাইটে ফোনটির ক্যামেরা ফিচারের বর্ণনায় বলা হয়েছে, ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা। পাশাপাশি রয়েছে ফ্লিকার লেন্স। অর্থাৎ মূল ক্যামেরা সেন্সর ৫০ মেগাপিক্সেল এবং এতে একটি ফ্লিকার লেন্স রয়েছে। ক্যামেরা বাম্পে লেন্স সদৃশ তৃতীয় অংশটির বিষয়ে কিছু বলা হয়নি। যদিও এটি ফোন কোম্পানিগুলো সৌন্দর্য বর্ধনের জন্য করে থাকে।
আসলেই কি তা–ই? রিয়েলমি ছাড়া আর কোনো ব্র্যান্ডে কি এমন ক্যামেরা বাম্প নেই?
রিয়েলমি বলছে, তাদের সি৭৫ মডেলের ফোনটির মূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা। এটি সাশ্রয়ী মূল্যের মিড রেঞ্জের ফোন। এই ফোনের প্রচারণা হয়েছে মূলত পানি ও ধূলা প্রতিরোধী ফোন হিসেবে। সাধারণত বাজেট ফোনগুলো একটি বিষয়কে গুরত্ব দিয়েই প্রচার করে। যে কারণে স্মার্টফোনটি ব্র্যান্ডটি শুরু থেকেই তাদের আইপি ৬৯ ফিচারকেই গুরুত্ব দিয়ে প্রচার করে আসছে। ক্যামেরার বিষয়ে খুব বেশি প্রচার করেনি ব্র্যান্ডটি। যদিও ইন্টারনেট ঘেটে রিয়েলমির প্রচারণার বিষয়ে গণমাধ্যমে তৈরি কয়েকটি বিশেষ প্রতিবেদন ও ভিডিও স্টোরি পাওয়া গেছে। যেখানে একটি মাত্র ক্যামেরা ও ফ্লিকার লেন্স থাকার বিষয়ে স্পষ্ট করেই বলা হয়েছে। একই সাথে রিয়েলমির সি৭৫ স্মার্টফোনটি হাতে নিয়ে যাচেই করে দেখেছে আজকের পত্রিকা। যেখানে ফোনটি হাতে নিয়ে প্রথম দেখাতেই স্পষ্টই বোঝা যাচ্ছে যে, তিনটি বাম্পের মধ্যে দুটি ফাংশনিং। আরেকটি পুরোপুরি বন্ধ অবস্থায় আছে। যেকোনো গ্রাহকও প্রথম দেখাতেই তৃতীয়টি বন্ধ থাকার বিষয়টি বুঝতে পারবেন।
অন্যদিকে রিয়েলমির সি৭৫ মডেলটির সঙ্গে তুলনা করতে সম্প্রতি বাংলাদেশের বাজারে আসা আরও চারটি ব্র্যান্ডের মিড রেঞ্জের ফোনের ফিচার যাচাই করে দেখেছে আজকের পত্রিকার প্রযুক্তি বিভাগ। এতে দেখা গেছে, প্রায় সব ব্র্যান্ডের কাছাকাছি মানের ফোনগুলোতে ক্যামেরা বাম্পে একাধিক লেন্স থাকলেও মূলত ক্যামেরা একটি বা দুটি। কিছু ফোনে মূল ক্যামেরার পাশে বা নিচে ফ্লিকার লেন্স রয়েছে। কোনো কোনো ফোনে অবশ্য ফ্লিকার সেন্সর মূল ক্যামেরার সঙ্গেই যুক্ত আছে। আবার বাম্পের সৌন্দর্যের জন্য লেন্স সদৃশ অংশ রাখার উদাহরণও আছে। রিয়েলমি ছাড়া এমন চারটি ফোন আছে যারা ওয়েসাইটে উল্লেখ করেনি তাদের অতিরিক্ত বাম্পে কি সুবিধা আছে। এরমধ্যে দুটি ব্রান্ডের ফোনে চারটি ক্যামেরা বাম্প থাকলেও তারমধ্যে তিনটি বাম্পে ক্যামেরা ও ফ্লিকার লেন্স থাকলেও বাকি একটি নিয়ে কোন বর্ণনা নেই। এক্ষেত্রে ব্যবহারকারীকে অবশ্যই ফোনের অফিসিয়াল ওয়েবসাইট বা বিক্রেতার থেকে ধারণা নিয়ে কিনতে হবে।
ফ্লিকার লেন্স কি ক্যামেরা?
না, ফ্লিকার লেন্স ক্যামেরা নয়, বরং ক্যামেরায় ধারণ করা ছবির মান উন্নত করতে এটি ব্যবহার করা হয়। ফ্লিকার সেন্সর বা লেন্স মূলত স্পন্দিত আলোর (যেমন ফ্লুরোসেন্ট, এলইডি ইত্যাদি) ফ্রিকোয়েন্সি শনাক্ত করে সে অনুযায়ী শাটার স্পিড এবং আইএসও সামঞ্জস্য করে। ফলে ছবি বা ভিডিওতে ব্যান্ডিং ইফেক্ট আসে না। ফ্লিকার সেন্সর ছাড়া ধারণা করা ছবি দেখতে এমন হয়:
বর্তমানে বেশিরভাগ ফোন ক্যামেরায় মূল ক্যামেরার সেন্সরের সঙ্গে ফ্লিকার সেন্সর জুড়ে দেওয়া হয়। তবে রিয়েলমি সি৭৫ মডেলের মতো অনেক ফোনে ফ্লিকার সেন্সরের জন্য আলাদা লেন্সও থাকে। এটি ক্যামেরা নয়, বরং ক্যামেরার একটি অংশ মাত্র! বিষয়টি ফোনের কনফিগারেশনে সাধারণত বলা থাকে। যেমনটি রিয়েলমির ওয়েবসাইটেও বলা হয়েছে।
কোনো ফোনে একাধিক ক্যামেরা থাকলে সেগুলোর ফিচার সম্পর্কে আলাদা করে বলা থাকে। যেমন: আইফোন ১৩ প্রো–এর ক্যামেরা বাম্পে তিনটি লেন্স রয়েছে। এখানে মূলত তিনটি ক্যামেরা রয়েছে: টেলিফটো, ওয়াইড এবং আল্ট্রা ওয়াইড। ক্যামেরা বাম্পে ওপরের দিকে ফ্ল্যাশ, নিচের দিকে লেন্সের মতো দেখতে একটি বস্তু রয়েছে। নিচের অংশটি মূলত এলআইডিএআর স্ক্যানার। এই ডিভাইসটি ক্যামেরা থেকে বস্তুর দূরত্ব পরিমাপের জন্য লেজার লাইট ব্যবহার করে। বিশেষ করে কোনো স্থানের মানচিত্র তৈরির জন্য এই ডিভাইসটি খুবই কাজের।
রিয়েলমি কী বলছে
রিয়েলমি সি৭৫ মডেলের ক্যামেরা নিয়ে বিভ্রান্তির বিষয়ে রিয়েলমি বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, রিয়েলমি অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কখনোই কোথাও উল্লেখ করেনি যে সি৭৫ স্মার্টফোনে তিনটি রিয়ার ক্যামেরা আছে। বরং, রিয়েলমি প্রেস রিলিজ, ভিডিও কনটেন্ট, প্রমোশনাল ম্যাটেরিয়াল, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ ও অন্যান্য মাধ্যমে বারবার উল্লেখ করেছে ফোনটিতে একটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে ও একটি ফ্লিকার লেন্স রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে দৃশ্যমান তিনটি ক্যামেরা বাম্পের মধ্যে একটি মূল ক্যামেরা লেন্সের জন্য, একটি ফ্লিকার লেন্সের জন্য এবং একটি শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য। ক্যামেরা সংক্রান্ত এসব তথ্য রিয়েলমির সেলস পয়েন্ট থেকেও গ্রাহকদের স্পষ্ট করেই বলা হচ্ছে। যদিও সৌন্দর্য বাম্পটি ডাবল টাচ-এ কিউআর কোড স্ক্যান করতেও ব্যবহার করা যায়।
মন্তব্য
সুতরাং কেসিংয়ে একাধিক লেন্স বা লেন্স সদৃশ বাম্প দেখেই অনেকগুলো ক্যামেরা ভাবার কোনো কারণ নেই। স্মার্টফোন শুধু বাইরের আবরণ বা সৌন্দর্য দেখে কেনার বস্তু নয়। কেনার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটির কনফিগারেশন দেখে নিতে হবে। এক্ষেত্রে রিয়েলমি তিনটি ক্যামেরা বাম্প বা লেন্স সংযুক্ত করে কোন মিথ্যা তথ্য দেয়নি। বরং তারা তাদের ওয়েবসাইটে সুনিদির্ষ্ট করে বলে দিয়েছে। বিউটিফিকেশনের ক্ষেত্রে সাধারণত কোন টেকনিক্যাল তথ্য না থাকায় সাধারণত সেটি কোন ফোন তথ্য যুক্ত করে না। রিয়েলমিও সেটিই করেছে।
ফেসবুক মেসেঞ্জার এখন আর শুধু টেক্সট মেসেজ আদান-প্রদানের অ্যাপ নয়, এটি আধুনিক যুগের একটি বহুমাত্রিক যোগাযোগমাধ্যম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ছবি, ভিডিও ও অডিও আদান-প্রদান করা যায়। তবে বেশির ভাগ সময়ই মেসেঞ্জারে পাঠানো ছবি ও ভিডিওর গুণগত মান কমে যায়। বিশেষ করে এগুলোর ফাইল সাইজ বড় হলে। এই সমস্যার
১১ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে সহিংস ও চরম আপত্তিকর কনটেন্ট মুছে ফেলতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন কনটেন্ট মডারেটররা। এমন অভিযোগের ভিত্তিতে আফ্রিকার দেশ ঘানায় আবারও আইনি জটিলতায় জড়াচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। এ জন্য মামলা করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন
১২ ঘণ্টা আগেঅ্যাপ স্টোরে চালুর প্রথম সপ্তাহের মধ্যে ৭০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে মেটার নতুন ভিডিও এডিটিং অ্যাপ এডিটস। অ্যাপটি বর্তমানে ইনস্টাগ্রাম রিলস, স্টোরিজ এবং অন্যান্য সামাজিক পোস্টের জন্য ভিডিও তৈরি করতে সাহায্য করছে।
১৪ ঘণ্টা আগেঅদূর ভবিষ্যতে নির্মাণশ্রমিকদের কাজের সঙ্গী হতে পারে ২০ ফুট উচ্চতার স্বয়ংক্রিয় এআই রোবট। কারণ নতুন রোবটটি ঝালাই, কাঠামো নির্মাণ এবং ৩ডি প্রিন্টিং এর মাধ্যমে ভবন তৈরি করতে পারে। এই রোবটের মাধ্যমে নির্মাণ শিল্পের কাজের ধরনকে সম্পূর্ণভাবে বদলে দিয়ে যুক্তরাষ্ট্রের নির্মাণশ্রমিক সংকট নিরসনের চেষ্টা করা হব
১৫ ঘণ্টা আগে