অনলাইন ডেস্ক
গুগল সম্প্রতি জি-মেইল ব্যবহারকারীদের জন্য এক নতুন সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের কারণে এখন এক নতুন ধরনের সাইবার হুমকি সৃষ্টি হয়েছে, যা হ্যাকারদের আরও সহজে হামলা চালাতে সাহায্য করছে।
এই সতর্কবার্তাটি এসেছে ‘জিরোডিন’ নামের মজিলার জিরো-ডে ইনভেস্টিগেটিভ নেটওয়ার্কের পক্ষ থেকে। একজন গবেষক সম্প্রতি একটি প্রুফ-অফ-কনসেপ্ট উপস্থাপন করেছেন, যেখানে দেখানো হয়েছে হ্যাকাররা কীভাবে গুগল জেমিনি ফর ওয়ার্কস্পেসের একটি দুর্বলতা ব্যবহার করে ই-মেইলের ভেতরে ম্যালিশিয়াস নির্দেশনা লুকিয়ে রাখতে পারে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন এমন একধরনের ‘প্রম্পট ইনজেকশন’ (prompt injection) হামলা শুরু হয়েছে, যেখানে হ্যাকাররা ই-মেইলের ভেতরে এমন নির্দেশ লুকিয়ে দেয়, যা সাধারণ পাঠকের চোখে পড়ে না। তবে গুগলের এআই টুল ‘জেমিনি’ ঠিকই পড়ে ফেলে এবং সেই অনুযায়ী কাজ করে।
এ ধরনের হামলার কৌশলে হ্যাকাররা ই-মেইলের মধ্যে সাদা রঙে লেখা গোপন বার্তা বা নির্দেশ (প্রম্পট) লুকিয়ে রাখে। ব্যবহারকারী যখন জি-মেইলে ‘সামারাইজ দিস ই-মেইল’ (এই ই-মেইলটি সারাংশ করো) অপশনটি ব্যবহার করেন, তখন গুগলের জেমিনি সেই লুকানো বার্তাটি পড়ে ফেলে এবং এমন কিছু দেখায়, যা দেখে মনে হয় গুগল নিজেই ব্যবহারকারীকে সতর্ক করছে। জেমিনি এমনভাবে ভুয়া সর্তকবার্তা দেখায়, যা ব্যবহারকারীর কাছে সত্য বলে মনে হয়।
সেই সতর্কবার্তায় বলা হতে পারে, আপনার জি-মেইলের পাসওয়ার্ড হ্যাক হয়েছে এবং তা পরিবর্তন করা জরুরি। সেই সঙ্গে কোনো লিংক থাকতে পারে বা ফোন নম্বর। সেই লিংকে ক্লিক করলে বা ফোন নম্বরে ফোন দিলেও হ্যাকাররা আপনার ডিভাইস বা গুগল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
গুগল সতর্ক করে বলেছে, যত বেশি সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ও মানুষ জেনারেটিভ এআই ব্যবহার করছে, এ সূক্ষ্ম কিন্তু মারাত্মক হামলা পুরো প্রযুক্তি জগতের জন্যই বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে এবং এর বিরুদ্ধে তাৎক্ষণিক ও শক্তিশালী নিরাপত্তা পদক্ষেপ প্রয়োজন।’
তাই যদি কখনো কোনো ই-মেইলের সারাংশে ‘গুগলের পক্ষ থেকে সতর্কতা’ জাতীয় কিছু দেখতে পান, সেটি বিশ্বাস করবেন না। সেই ই-মেইলটি ডিলিট করে দিন।
জিরোডিন নিরাপত্তা দলগুলোর উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে, যেসব ই-মেইলে লুকানো <span> বা <div> ট্যাগে সাদা রঙের লেখা বা জিরো-উইডথ টেক্সট থাকে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আলাদা করে ফেলতে পারে—সে বিষয়ে জেমিনিকে প্রশিক্ষণ দিতে হবে।
গুগল সম্প্রতি জি-মেইল ব্যবহারকারীদের জন্য এক নতুন সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের কারণে এখন এক নতুন ধরনের সাইবার হুমকি সৃষ্টি হয়েছে, যা হ্যাকারদের আরও সহজে হামলা চালাতে সাহায্য করছে।
এই সতর্কবার্তাটি এসেছে ‘জিরোডিন’ নামের মজিলার জিরো-ডে ইনভেস্টিগেটিভ নেটওয়ার্কের পক্ষ থেকে। একজন গবেষক সম্প্রতি একটি প্রুফ-অফ-কনসেপ্ট উপস্থাপন করেছেন, যেখানে দেখানো হয়েছে হ্যাকাররা কীভাবে গুগল জেমিনি ফর ওয়ার্কস্পেসের একটি দুর্বলতা ব্যবহার করে ই-মেইলের ভেতরে ম্যালিশিয়াস নির্দেশনা লুকিয়ে রাখতে পারে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন এমন একধরনের ‘প্রম্পট ইনজেকশন’ (prompt injection) হামলা শুরু হয়েছে, যেখানে হ্যাকাররা ই-মেইলের ভেতরে এমন নির্দেশ লুকিয়ে দেয়, যা সাধারণ পাঠকের চোখে পড়ে না। তবে গুগলের এআই টুল ‘জেমিনি’ ঠিকই পড়ে ফেলে এবং সেই অনুযায়ী কাজ করে।
এ ধরনের হামলার কৌশলে হ্যাকাররা ই-মেইলের মধ্যে সাদা রঙে লেখা গোপন বার্তা বা নির্দেশ (প্রম্পট) লুকিয়ে রাখে। ব্যবহারকারী যখন জি-মেইলে ‘সামারাইজ দিস ই-মেইল’ (এই ই-মেইলটি সারাংশ করো) অপশনটি ব্যবহার করেন, তখন গুগলের জেমিনি সেই লুকানো বার্তাটি পড়ে ফেলে এবং এমন কিছু দেখায়, যা দেখে মনে হয় গুগল নিজেই ব্যবহারকারীকে সতর্ক করছে। জেমিনি এমনভাবে ভুয়া সর্তকবার্তা দেখায়, যা ব্যবহারকারীর কাছে সত্য বলে মনে হয়।
সেই সতর্কবার্তায় বলা হতে পারে, আপনার জি-মেইলের পাসওয়ার্ড হ্যাক হয়েছে এবং তা পরিবর্তন করা জরুরি। সেই সঙ্গে কোনো লিংক থাকতে পারে বা ফোন নম্বর। সেই লিংকে ক্লিক করলে বা ফোন নম্বরে ফোন দিলেও হ্যাকাররা আপনার ডিভাইস বা গুগল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
গুগল সতর্ক করে বলেছে, যত বেশি সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ও মানুষ জেনারেটিভ এআই ব্যবহার করছে, এ সূক্ষ্ম কিন্তু মারাত্মক হামলা পুরো প্রযুক্তি জগতের জন্যই বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে এবং এর বিরুদ্ধে তাৎক্ষণিক ও শক্তিশালী নিরাপত্তা পদক্ষেপ প্রয়োজন।’
তাই যদি কখনো কোনো ই-মেইলের সারাংশে ‘গুগলের পক্ষ থেকে সতর্কতা’ জাতীয় কিছু দেখতে পান, সেটি বিশ্বাস করবেন না। সেই ই-মেইলটি ডিলিট করে দিন।
জিরোডিন নিরাপত্তা দলগুলোর উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে, যেসব ই-মেইলে লুকানো <span> বা <div> ট্যাগে সাদা রঙের লেখা বা জিরো-উইডথ টেক্সট থাকে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আলাদা করে ফেলতে পারে—সে বিষয়ে জেমিনিকে প্রশিক্ষণ দিতে হবে।
জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের ‘ট্রেন্ডিং’ পেজ’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর বদলে প্ল্যাটফর্মটি এখন থেকে বিভাগভিত্তিক চার্টের মাধ্যমে জনপ্রিয় কনটেন্ট তুলে ধরবে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে ইউটিউব।
১৪ ঘণ্টা আগে‘ল্যান্ডস্লাইড ইনভেনটরি অ্যাপ’ উদ্বোধন ও সেক্টরভিত্তিক আগাম সতর্কতা বার্তাবিষয়ক জাতীয় পর্যায়ে পরামর্শ সভা আয়োজন করেছে সেভ দ্য চিলড্রেন ও রাইমস। গতকাল রবিবার (১৩ জুলাই) গুলশানের একটি হোটেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি), সরকারি প্রতিনিধি, কারিগরি বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট খাতের অংশীজন এবং অ্যান্টিসিপে
১৫ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে বড়সড় এক পরিবর্তনের পথে হাঁটছে গুগল। কোম্পানিটি তাদের দুটি অপারেটিং সিস্টেম—ক্রোমওএস ও অ্যান্ড্রয়েড—একত্রিত করার পরিকল্পনা করছে এমন গুঞ্জন অনেকে আগেই ছিল। এবার সেই সম্ভাবনার সুনির্দিষ্ট ইঙ্গিত দিলেন গুগলের এক শীর্ষ নির্বাহী।
১৭ ঘণ্টা আগেচলতি বছরের আগস্টে গুগল পিক্সেল ১০ সিরিজের উন্মোচন হতে পারে। তবে এর আগেই এই সিরিজের মডেলগুলো নিয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এবার ফোনগুলোর দাম ফাঁস হয়েছে। আসন্ন এই সিরিজে চারটি ভিন্ন মডেল থাকতে পারে–গুগল পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল প্রথম ফোল্ডেবল মডেল পিক্সেল...
১৮ ঘণ্টা আগে