Ajker Patrika

কেমন হবে গুগল পিক্সেল ১০ সিরিজের দাম

অনলাইন ডেস্ক
পিক্সেল ১০ সিরিজের দাম আগের পিক্সেল ৯ সিরিজের মতোই থাকবে। ছবি: সিনেট
পিক্সেল ১০ সিরিজের দাম আগের পিক্সেল ৯ সিরিজের মতোই থাকবে। ছবি: সিনেট

চলতি বছরের আগস্টে গুগল পিক্সেল ১০ সিরিজের উন্মোচন হতে পারে। তবে এর আগেই এই সিরিজের মডেলগুলো নিয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে। তবে এবার ফোনগুলোর দাম ফাঁস হয়েছে।

জার্মানির জনপ্রিয় টিপস্টার রোল্যান্ড কোয়ান্ট জানায়, আসন্ন এই সিরিজে চারটি ভিন্ন মডেল থাকতে পারে–গুগল পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল প্রথম ফোল্ডেবল মডেল পিক্সেল ১০ প্রো ফোল্ড।

তিরি আরও জানান, এ বছর মূলত স্টোরেজ সংস্করণে কিছু পরিবর্তন দেখা যাবে, তবে পিক্সেল ১০ সিরিজের দাম আগের পিক্সেল ৯ সিরিজের মতোই থাকবে।

পিক্সেল ১০ সিরিজের সম্ভাব্য দাম

স্ট্যান্ডার্ড পিক্সেল ১০ মডেলটি ১২৮ জিবি ইন্টারনাল সংস্করণের জন্য দাম পড়তে পারে ৮৯৯ ইউরো (প্রায় ১ লাখ ২৭ হাজার ৭২০ টাকা) এবং ২৫৬ জিবির জন্য ৯৯৯ ইউরো (প্রায় ১ লাখ ৪১ হাজার ৯৭০ টাকা)।

পিক্সেল ১০ প্রো মডেলটির শুরু হচ্ছে ১ হাজার ৯৯ ইউরো (প্রায় ১ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা) থেকে, যা ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাবে। এ ছাড়া রয়েছে ২৫৬ জিবি (১ হাজার ১৯৯ ইউরো বা প্রায় ১ লাখ ৭০ হাজার ৫০০ টাকা), ৫১২ জিবি (১ হাজার ৩২৯ ইউরো বা প্রায় ১ লাখ ৮৮ হাজার ৮৬০ টাকা) এবং সর্বোচ্চ ১ টেরাবাইট (১ হাজার ৫৮৯ ইউরো বা প্রায় ২ লাখ ২৫ হাজার ৯৪০ টাকা) সংস্করণ।

আরও বড় স্ক্রিন ও কিছু অতিরিক্ত ফিচারসহ পিক্সেল ১০ প্রো এক্সএলের ২৫৬ জিবি সংস্করণটির দাম হতে পারে ১ হাজার ২৯৯ ইউরো (প্রায় ১ লাখ ৮৪ হাজার ৭৫০ টাকা), ৫১২ জিবির জন্য ১ হাজার ৪২৯ ইউরো (প্রায় ২ লাখ ৩ হাজার ১১০ টাকা) এবং ১ টেরাবাইট সংস্করণটির দাম পড়তে পারে ১ হাজার ৬৮৯ ইউরো (প্রায় ২ লাখ ৪০ হাজার ১৮০ টাকা)।

সবচেয়ে প্রিমিয়াম মডেল হতে যাচ্ছে পিক্সেল ১০ প্রো ফোল্ড। এটি গুগলের ফোল্ডেবল ফোন, যা আধুনিক প্রযুক্তির অন্যতম উদাহরণ। এই মডেলের ২৫৬ জিবি সংস্করণের দাম হতে পারে ১ হাজার ৮৯৯ ইউরো (প্রায় ২ লাখ ৬৯ হাজার ৯২০ টাকা), ৫১২ জিবির দাম ২ হাজার ২৯ ইউরো (প্রায় ২ লাখ ৮৩ হাজার ২৮০ টাকা), আর সর্বোচ্চ ১ টেরাবাইট সংস্করণের দাম দাঁড়াতে পারে ২ হাজার ২৮৯ ইউরো (প্রায় ৩ লাখ ২৫ হাজার ৩৫০ টাকা)। সম্প্রতি এই ডিভাইসটি গিকবেঞ্চে দেখা গেছে, যেখানে এটি ১৬ জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলতে দেখা গেছে।

তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস ও ইন্ডিয়া টুডে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত