অনলাইন ডেস্ক
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের সঙ্গে সর্বোচ্চ ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলারের একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রাণালয়টিকে আধুনিকীকরণের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে। কোম্পানিটির গ্রোক চ্যাটবটটি সম্প্রতি নিজেকে ‘মেকাহিটলার’ বলে পরিচয় দেওয়ার পর এবং এক্সের পোস্টের মন্তব্যে বিতর্কিত মন্তব্য করার মাত্র এক সপ্তাহ পরই এই চুক্তি ঘোষণা করা হলো।
এক্সএআই ছাড়াও অ্যানথ্রপিক, গুগল ও ওপেনএআই এই প্রতিরক্ষা চুক্তির আওতায় এসেছে। তবে গ্রোকের সাম্প্রতিক আচরণ ও বিতর্ককে কেন্দ্র করে চুক্তির সময়কাল বিশেষভাবে নজর কেড়েছে। কংগ্রেসের কয়েকজন সদস্য এবং সাধারণ জনগণ গ্রোকের তীব্র সমালোচনা করেন। প্রতিরক্ষা খাতে প্রযুক্তি, বিশেষ করে এআইয়ের ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এমনকি প্রযুক্তিশিল্পের ভেতরেও এই বিতর্ক আছে।
এ ছাড়া অনেকেই এই চুক্তি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন, বিশেষ করে মাস্কের অতীত কর্মকাণ্ডের কারণে। সরকারি ব্যয় হ্রাসে তাঁর ভূমিকা এবং ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সিতে (ডিওজিই) কাজ করার অভিজ্ঞতা এখনো স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন তোলে। যদিও ট্রাম্প প্রশাসনের সঙ্গে মাস্কের সম্পর্কে কিছুটা অবনতি ঘটেছে, তবু হোয়াইট হাউস জানিয়েছে, ডিওজিইতে দায়িত্ব পালনকালে মাস্ক সম্ভাব্য দ্বন্দ্ব থেকে নিজেকে বিরত রাখবেন।
এদিকে, গ্রোক চ্যাটবটটির সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যগুলো ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আপডেটের পর একপর্যায়ে এটি বলে, ‘যদি মৃত শিশুদের নিয়ে উল্লাস করা চরমপন্থীদের বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে ‘‘লিটারেলি হিটলার’’ বলা হয়, তাহলে গোঁফটা দাও।’ এমনকি এক ‘প্যাটার্ন-নোটিসিং মিম’-এর উল্লেখ করে বলেছিল, ‘স্টাইনবার্গের মতো নামধারীরা (প্রায়শই ইহুদি) চরম বামপন্থী কর্মকাণ্ডে ঘন ঘন দেখা যায়, বিশেষ করে শ্বেত-বিদ্বেষী ধরনের কর্মকাণ্ডে।’
এ ঘটনার পর কোম্পানিটি ক্ষমা চেয়ে বলেছে, ‘বহু ব্যবহারকারীর অভিজ্ঞতা ছিল ভয়ানক। আমরা তার জন্য দুঃখিত।’ তারা জানায়, বিতর্কিত আপডেটটি ১৬ ঘণ্টার জন্য সক্রিয় ছিল এবং পরে তা বাতিল করা হয়। চ্যাটবটটিকে নির্দেশনা দেওয়া হয়েছিল যেন এটি ‘পলিটিক্যালি কারেক্ট’ হওয়ার ভয় না পায়। তবে এই পরিবর্তনের ফলে এটি নিজের নীতিমালা পাশ কাটিয়ে ব্যবহারকারীদের মনোরঞ্জনের জন্য অনৈতিক ও বিতর্কিত মতামতও প্রকাশ করেছে।
চুক্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের চিফ ডিজিটাল অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফিস (সিডিএও) সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘বিভিন্ন মিশনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় ও এজেন্টিক ওয়ার্কফ্লো’ গড়ে তুলবে।
এ ঘোষণার পরপরই ‘গ্রোক ফর গভারমেন্ট’ নামে একটি নতুন প্রোগ্রাম চালু করেছে এক্সএআই, যার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থাকে ‘সর্বাধুনিক এআই পণ্য’ সরবরাহ করবে। শুধু প্রতিরক্ষা মন্ত্রণালয় নয়, যুক্তরাষ্ট্রের অন্যান্য ফেডারেল এজেন্সিও এখন থেকে জেএসএর (জেনারেল সার্ভিস অ্যাডমিনেস্ট্রেশন) মাধ্যমে এক্সএআইয়ের পণ্য কিনতে পারবে।
সরকারি গ্রাহকদের জন্য এক্সএআই যে নতুন পণ্য তৈরি করবে, তার মধ্যে থাকবে জাতীয় নিরাপত্তাভিত্তিক কাস্টম মডেল, স্বাস্থ্যসেবা ও বৈজ্ঞানিক প্রয়োগে ব্যবহারের উপযোগী এআই মডেল এবং এমন কিছু মডেল, যেগুলো গোপনীয়ভাবেও ব্যবহারযোগ্য।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের সঙ্গে সর্বোচ্চ ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলারের একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রাণালয়টিকে আধুনিকীকরণের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে। কোম্পানিটির গ্রোক চ্যাটবটটি সম্প্রতি নিজেকে ‘মেকাহিটলার’ বলে পরিচয় দেওয়ার পর এবং এক্সের পোস্টের মন্তব্যে বিতর্কিত মন্তব্য করার মাত্র এক সপ্তাহ পরই এই চুক্তি ঘোষণা করা হলো।
এক্সএআই ছাড়াও অ্যানথ্রপিক, গুগল ও ওপেনএআই এই প্রতিরক্ষা চুক্তির আওতায় এসেছে। তবে গ্রোকের সাম্প্রতিক আচরণ ও বিতর্ককে কেন্দ্র করে চুক্তির সময়কাল বিশেষভাবে নজর কেড়েছে। কংগ্রেসের কয়েকজন সদস্য এবং সাধারণ জনগণ গ্রোকের তীব্র সমালোচনা করেন। প্রতিরক্ষা খাতে প্রযুক্তি, বিশেষ করে এআইয়ের ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এমনকি প্রযুক্তিশিল্পের ভেতরেও এই বিতর্ক আছে।
এ ছাড়া অনেকেই এই চুক্তি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন, বিশেষ করে মাস্কের অতীত কর্মকাণ্ডের কারণে। সরকারি ব্যয় হ্রাসে তাঁর ভূমিকা এবং ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সিতে (ডিওজিই) কাজ করার অভিজ্ঞতা এখনো স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন তোলে। যদিও ট্রাম্প প্রশাসনের সঙ্গে মাস্কের সম্পর্কে কিছুটা অবনতি ঘটেছে, তবু হোয়াইট হাউস জানিয়েছে, ডিওজিইতে দায়িত্ব পালনকালে মাস্ক সম্ভাব্য দ্বন্দ্ব থেকে নিজেকে বিরত রাখবেন।
এদিকে, গ্রোক চ্যাটবটটির সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যগুলো ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আপডেটের পর একপর্যায়ে এটি বলে, ‘যদি মৃত শিশুদের নিয়ে উল্লাস করা চরমপন্থীদের বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে ‘‘লিটারেলি হিটলার’’ বলা হয়, তাহলে গোঁফটা দাও।’ এমনকি এক ‘প্যাটার্ন-নোটিসিং মিম’-এর উল্লেখ করে বলেছিল, ‘স্টাইনবার্গের মতো নামধারীরা (প্রায়শই ইহুদি) চরম বামপন্থী কর্মকাণ্ডে ঘন ঘন দেখা যায়, বিশেষ করে শ্বেত-বিদ্বেষী ধরনের কর্মকাণ্ডে।’
এ ঘটনার পর কোম্পানিটি ক্ষমা চেয়ে বলেছে, ‘বহু ব্যবহারকারীর অভিজ্ঞতা ছিল ভয়ানক। আমরা তার জন্য দুঃখিত।’ তারা জানায়, বিতর্কিত আপডেটটি ১৬ ঘণ্টার জন্য সক্রিয় ছিল এবং পরে তা বাতিল করা হয়। চ্যাটবটটিকে নির্দেশনা দেওয়া হয়েছিল যেন এটি ‘পলিটিক্যালি কারেক্ট’ হওয়ার ভয় না পায়। তবে এই পরিবর্তনের ফলে এটি নিজের নীতিমালা পাশ কাটিয়ে ব্যবহারকারীদের মনোরঞ্জনের জন্য অনৈতিক ও বিতর্কিত মতামতও প্রকাশ করেছে।
চুক্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের চিফ ডিজিটাল অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফিস (সিডিএও) সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘বিভিন্ন মিশনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় ও এজেন্টিক ওয়ার্কফ্লো’ গড়ে তুলবে।
এ ঘোষণার পরপরই ‘গ্রোক ফর গভারমেন্ট’ নামে একটি নতুন প্রোগ্রাম চালু করেছে এক্সএআই, যার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থাকে ‘সর্বাধুনিক এআই পণ্য’ সরবরাহ করবে। শুধু প্রতিরক্ষা মন্ত্রণালয় নয়, যুক্তরাষ্ট্রের অন্যান্য ফেডারেল এজেন্সিও এখন থেকে জেএসএর (জেনারেল সার্ভিস অ্যাডমিনেস্ট্রেশন) মাধ্যমে এক্সএআইয়ের পণ্য কিনতে পারবে।
সরকারি গ্রাহকদের জন্য এক্সএআই যে নতুন পণ্য তৈরি করবে, তার মধ্যে থাকবে জাতীয় নিরাপত্তাভিত্তিক কাস্টম মডেল, স্বাস্থ্যসেবা ও বৈজ্ঞানিক প্রয়োগে ব্যবহারের উপযোগী এআই মডেল এবং এমন কিছু মডেল, যেগুলো গোপনীয়ভাবেও ব্যবহারযোগ্য।
তথ্যসূত্র: দ্য ভার্জ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নেতৃত্ব দিতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেটা। সোমবার (১৪ জুলাই) এক ফেসবুক পোস্টে মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, ২০২৬ সালে মেটার প্রথম এআই সুপারক্লাস্টার ‘প্রোমিথিয়াস’ চালু হবে।
২ ঘণ্টা আগেশিশুতোষ টেলিভিশন অনুষ্ঠান সেসেমি স্ট্রিট-এর জনপ্রিয় পাপেট চরিত্র ‘এলমোর’ এক্স অ্যাকাউন্ট হ্যাক করে উসকানিমূলক পোস্ট দেওয়ার ঘটনা ঘটেছে। হ্যাকিংয়ের পর অ্যাকাউন্টটি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘পাপেট’ (হাতের পুতুল) বলাসহ ইহুদি নিধনের ডাক ও জে
২ ঘণ্টা আগেগত মাসের (জুনে) শুরুতে ‘দ্য ভেলভেট সানডাউন’ নামের একটি ব্যান্ড জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে প্রোফাইল তৈরি করে। দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে তাদের গান। তবে পরে জানা যায়, এই ব্যান্ডটি পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর। গান, প্রচারণার ছবি ও ব্যাকস্টোরি-সহ সবকিছুই তৈরি হয়েছে...
৪ ঘণ্টা আগেবর্তমানে ফ্রিল্যান্সিং একটি বহুল আলোচিত ও জনপ্রিয় পেশা। প্রযুক্তির অগ্রগতির সুবাদে এখন ঘরে বসে বিশ্বের যেকোনো প্রান্তে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে; বিশেষ করে, ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসারে দেশের বহু তরুণ-তরুণী ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মজীবন গড়ে তুলছেন। তবে সময়ের সঙ্গে কাজের ধরনেও..
১০ ঘণ্টা আগে