Ajker Patrika

ফ্রিল্যান্সারদের বন্ধু এআই

মোশারফ হোসেন ছাব্বির
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমানে ফ্রিল্যান্সিং একটি বহুল আলোচিত ও জনপ্রিয় পেশা। প্রযুক্তির অগ্রগতির সুবাদে এখন ঘরে বসে বিশ্বের যেকোনো প্রান্তে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে; বিশেষ করে, ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসারে দেশের বহু তরুণ-তরুণী ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মজীবন গড়ে তুলছেন। তবে সময়ের সঙ্গে কাজের ধরনেও পরিবর্তন এসেছে। প্রযুক্তির হাত ধরে যুক্ত হয়েছে আধুনিক নানা উপকরণ। সেগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। অনেকে ভাবছেন, এআই হয়তো ভবিষ্যতে মানুষের কাজ কেড়ে নেবে, ফ্রিল্যান্সারদের জন্য এটি হুমকি হয়ে দাঁড়াবে।

কিন্তু বাস্তবতা ভিন্ন। এআই আমাদের প্রতিদ্বন্দ্বী নয়; বরং হতে পারে দক্ষ ও কার্যকর সহকারী। সঠিকভাবে ব্যবহার করলে এআই আমাদের কাজ সহজ, দ্রুত ও মানসম্পন্ন করে তুলতে পারে।

কীভাবে এআই ফ্রিল্যান্সারদের সাহায্য করতে পারে

সময় বাঁচায় এবং কাজের গতি বাড়ায় আগে হয়তো একটা ব্লগ লিখতে ৩ ঘণ্টা লাগত। এখন কিছু প্রাথমিক তথ্য ও গবেষণার সাহায্য নিয়ে সে সময় অনেক কমে এসেছে। এর মানে এই নয় যে, পুরো লেখা এআই দিয়ে লেখে; বরং এটা শুধু খসড়া কিংবা আইডিয়া দিতে সাহায্য করে।

পরিকল্পনা তৈরিতে সহযোগী

ডিজাইনার হোক বা ভিডিও এডিটর— সবাই জানেন, নতুন আইডিয়া বের করা সবচেয়ে চ্যালেঞ্জিং। এই জায়গায় এআই দারুণ সাহায্য করতে পারে। বিভিন্ন রেফারেন্স দেখিয়ে বা রাফ ড্রাফট তৈরি করে সে আমাদের সৃষ্টিশীলতাকে জাগিয়ে তোলে।

ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সহজ করে

একজন ফ্রিল্যান্সারের জন্য ক্লায়েন্টের সঙ্গে ঠিকভাবে যোগাযোগ করা অনেক গুরুত্বপূর্ণ। এআইভিত্তিক টুল দিয়ে প্রফেশনাল ই-মেইল লেখা, কাজের রিপোর্ট তৈরিসহ বিভিন্ন কাজ এখন আরও গুছিয়ে করা সম্ভব।

পোস্ট ও মার্কেটিং কনটেন্ট তৈরি

নিজের প্রোফাইল কিংবা সার্ভিস প্রমোট করতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কনটেন্ট দেওয়া দরকার। সেখানে এআই টুল দিয়ে প্রাথমিক ক্যাপশন অথবা আইডিয়া তৈরি করে সময় ও শ্রম—দুটোই বাঁচানো যায়।

তাহলে কি মানুষ বাদ পড়ে যাবে

এটাই বর্তমানে বড় প্রশ্ন। তবে না, মানুষ কখনোই বাদ পড়বে না। এআই যতই আধুনিক হোক না কেন, সেটি কেবল একটি সহায়ক প্রযুক্তি। এটি বিশ্লেষণ করতে পারে, তথ্য দিতে পারে, এমনকি কিছু কাজ স্বয়ংক্রিয়ভাবে করে দিতে পারে। কিন্তু মানুষের মতো চিন্তা করতে পারে না। একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সারের যে গভীর বিশ্লেষণ ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, আন্তরিক যোগাযোগ আর কাজের প্রতি আন্তরিক ভালোবাসা থাকে, সেটি কোনো যন্ত্রের পক্ষে অনুকরণ করা সম্ভব নয়।

ফ্রিল্যান্সিংয়ে এআইয়ের সঙ্গে বন্ধুত্ব

যদি আমরা নিজেদের সীমাবদ্ধতা সঠিকভাবে বুঝে নিই এবং প্রযুক্তিকে প্রতিযোগী না ভেবে সহযোগী হিসেবে গ্রহণ করি, তাহলে এআই আমাদের জন্য এক বিশাল আশীর্বাদ হয়ে উঠতে পারে; বিশেষ করে ফ্রিল্যান্সিংয়ের মতো প্রতিযোগিতাপূর্ণ জগতে টিকে থাকতে হলে এখনই সময় এআইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার।

সময়ের সঙ্গে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি আমাদের বিভিন্ন কাজকে আরও সমৃদ্ধ করছে। প্রযুক্তিকে নিজের উপযোগী করে ব্যবহার করলে সেখান থেকে সুফল পাওয়া সম্ভব। তাই এ সময় এআইকে নিজের কাজে ব্যবহার করতে পারাও নতুন দক্ষতা।

ফ্রিল্যান্সারদের জন্য পরামর্শ

» সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন দক্ষতা শিখে নিতে হবে।

» কাজ সহজ, দ্রুত ও মানসম্মত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিন।

» এআই ব্যবহার করলেও কাজের মধ্যে সৃজনশীলতা এবং ব্যক্তিত্বের ছাপ রাখতে হবে।

» শুধু প্রযুক্তিগত নয়, গ্রাহকের সঙ্গে ভালোভাবে যোগাযোগ রক্ষা করাও একটি গুরুত্বপূর্ণ দক্ষতা।

» মার্কেটপ্লেস, ক্লায়েন্ট চাহিদা এবং নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে আপডেট থাকতে হবে।

» পোর্টফোলিও, সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তিগত ওয়েবসাইটে নিজ নিজ কাজগুলো তুলে ধরতে হবে।

» নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা পেশাদার ফ্রিল্যান্সারের প্রধান গুণ। এটি যত দ্রুত সম্ভব রপ্ত করতে হবে।

» শুরুতে কাজ কম বা চ্যালেঞ্জিং হলেও ধৈর্য ধরে লেগে থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত