ফিচার ডেস্ক
দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক গাড়ির বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রাখা টেসলা এ বছর বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি কেবল বাজারে নতুন প্রযুক্তি আর কম মূল্যের গাড়ি এনে টেসলাকে পেছনে ফেলেছে, তা-ই নয়; বরং বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থানে পৌঁছেছে।
১১ জুলাই বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করে, বৈদ্যুতিক গাড়ি বিক্রির প্রতিযোগিতায় কীভাবে এগিয়ে যায় বিওয়াইডি। প্রতিবেদনে ২০২৪ সালে চীনের এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সাফল্য এবং ২০২৫ সালে এসে বিশ্বে তাদের বাণিজ্যিক অবস্থান তুলে ধরা হয়েছে।
২০২৪ সালে বিওয়াইডির মোট আয় ছিল প্রায় ১০৭ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার, সেখানে টেসলার আয় ছিল ৯৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। সেই প্রথমবার বিওয়াইডি আয়ের দিক থেকে টেসলাকে ছাড়িয়ে যায়। এ বছর বিওয়াইডির আয় বেড়েছে ২৯ শতাংশ। বিশ্লেষকেরা যে পরিমাণ আয় আশা করেছিলেন, সেটাকেও ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি।
নিট মুনাফার দিক থেকেও বিওয়াইডি ভালো করেছে। ২০২৪ সালে তাদের নিট লাভ ছিল প্রায় ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে ৩৪ শতাংশ বেশি। সে বছরের শেষ তিন মাসে প্রতিষ্ঠানটি রেকর্ড ২ দশমিক শূন্য ৭ বিলিয়ন মার্কিন ডলার লাভ করে।
‘মডেল ৩ কিলার’ কৌশল: কম দামে আধুনিক প্রযুক্তির গাড়ি
টেসলার জনপ্রিয় মডেল ৩ গাড়ির প্রতিদ্বন্দ্বী হিসেবে বিওয়াইডি বাজারে এনেছে নতুন মডেল ‘কিন এল’। এর মূল্য প্রায় ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার। বিপরীতে টেসলার মডেল ৩-এর দাম চীনে ৩২ হাজার ৫০০ মার্কিন ডলার। বিওয়াইডির গাড়ির রেঞ্জ বা একবার চার্জে চালানোর দূরত্ব ৫৪৫ কিলোমিটার। আর মডেল ৩-এর রেঞ্জ ৬৩৪ কিলোমিটার। প্রযুক্তিগতভাবে দুটি গাড়িই আধুনিক– স্বয়ংক্রিয়ভাবে চালনা করা যায়। এ ছাড়া ডিজিটাল ড্যাশবোর্ড ও অন্যান্য স্মার্ট ফিচার সমান মানের। কিন্তু দাম ও উৎপাদনের দক্ষতায় বিওয়াইডি অনেক এগিয়ে। বিশেষজ্ঞদের মতে, কম দামে আধুনিক ফিচার থাকায় অনেক মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতা এখন টেসলার বদলে বিওয়াইডির গাড়ি কিনছেন।
বিক্রির দিকেও বিপুল ব্যবধান
এ বছরের ফেব্রুয়ারি মাসে বিওয়াইডি বিক্রি করেছে ৩ লাখ ২২ হাজার ৮৪৬ ইউনিট গাড়ি, যা আগের বছরের তুলনায় ১৬৪ শতাংশ বেশি। অন্যদিকে, টেসলা ফেব্রুয়ারিতে মাত্র ৩০ হাজার ৬৮৮ ইউনিট বিক্রি করেছে, যা ২০২২ সালের জুলাইয়ের পর সবচেয়ে কম।
টেসলার পাল্টা উদ্যোগ
বাজার ফিরে পেতে টেসলা এখন কম দামে মডেল ওয়াই গাড়ির নতুন সংস্করণ তৈরির কাজ করছে। নতুন এই গাড়ির দাম বর্তমান মডেলের চেয়ে ২০ শতাংশ কম হবে এবং এটি উৎপাদিত হবে টেসলার সাংহাই কারখানায়।
এ ছাড়া চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডুর সঙ্গে যৌথভাবে টেসলা কাজ করছে, যাতে তাদের গাড়িগুলো চীনের রাস্তায় আরও ভালোভাবে চলতে পারে। এর ফলে গাড়িগুলো সঠিকভাবে লেন, ট্রাফিক সিগন্যাল ইত্যাদি শনাক্ত করতে পারবে।
বিওয়াইডির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়াং চুয়ানফু বলেছেন, ‘চীনা প্রতিষ্ঠানগুলো এখন আর অনুকরণ করে না, বরং বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। তারা নতুন প্রযুক্তি, উদ্ভাবন ও প্রতিযোগিতামূলক মূল্যের মাধ্যমে বৈশ্বিক বাজারে নিজেদের জায়গা তৈরি করছে।’
সূত্র: বিবিসি ও টেকওয়ার
দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক গাড়ির বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রাখা টেসলা এ বছর বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি কেবল বাজারে নতুন প্রযুক্তি আর কম মূল্যের গাড়ি এনে টেসলাকে পেছনে ফেলেছে, তা-ই নয়; বরং বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থানে পৌঁছেছে।
১১ জুলাই বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করে, বৈদ্যুতিক গাড়ি বিক্রির প্রতিযোগিতায় কীভাবে এগিয়ে যায় বিওয়াইডি। প্রতিবেদনে ২০২৪ সালে চীনের এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সাফল্য এবং ২০২৫ সালে এসে বিশ্বে তাদের বাণিজ্যিক অবস্থান তুলে ধরা হয়েছে।
২০২৪ সালে বিওয়াইডির মোট আয় ছিল প্রায় ১০৭ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার, সেখানে টেসলার আয় ছিল ৯৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। সেই প্রথমবার বিওয়াইডি আয়ের দিক থেকে টেসলাকে ছাড়িয়ে যায়। এ বছর বিওয়াইডির আয় বেড়েছে ২৯ শতাংশ। বিশ্লেষকেরা যে পরিমাণ আয় আশা করেছিলেন, সেটাকেও ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি।
নিট মুনাফার দিক থেকেও বিওয়াইডি ভালো করেছে। ২০২৪ সালে তাদের নিট লাভ ছিল প্রায় ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে ৩৪ শতাংশ বেশি। সে বছরের শেষ তিন মাসে প্রতিষ্ঠানটি রেকর্ড ২ দশমিক শূন্য ৭ বিলিয়ন মার্কিন ডলার লাভ করে।
‘মডেল ৩ কিলার’ কৌশল: কম দামে আধুনিক প্রযুক্তির গাড়ি
টেসলার জনপ্রিয় মডেল ৩ গাড়ির প্রতিদ্বন্দ্বী হিসেবে বিওয়াইডি বাজারে এনেছে নতুন মডেল ‘কিন এল’। এর মূল্য প্রায় ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার। বিপরীতে টেসলার মডেল ৩-এর দাম চীনে ৩২ হাজার ৫০০ মার্কিন ডলার। বিওয়াইডির গাড়ির রেঞ্জ বা একবার চার্জে চালানোর দূরত্ব ৫৪৫ কিলোমিটার। আর মডেল ৩-এর রেঞ্জ ৬৩৪ কিলোমিটার। প্রযুক্তিগতভাবে দুটি গাড়িই আধুনিক– স্বয়ংক্রিয়ভাবে চালনা করা যায়। এ ছাড়া ডিজিটাল ড্যাশবোর্ড ও অন্যান্য স্মার্ট ফিচার সমান মানের। কিন্তু দাম ও উৎপাদনের দক্ষতায় বিওয়াইডি অনেক এগিয়ে। বিশেষজ্ঞদের মতে, কম দামে আধুনিক ফিচার থাকায় অনেক মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতা এখন টেসলার বদলে বিওয়াইডির গাড়ি কিনছেন।
বিক্রির দিকেও বিপুল ব্যবধান
এ বছরের ফেব্রুয়ারি মাসে বিওয়াইডি বিক্রি করেছে ৩ লাখ ২২ হাজার ৮৪৬ ইউনিট গাড়ি, যা আগের বছরের তুলনায় ১৬৪ শতাংশ বেশি। অন্যদিকে, টেসলা ফেব্রুয়ারিতে মাত্র ৩০ হাজার ৬৮৮ ইউনিট বিক্রি করেছে, যা ২০২২ সালের জুলাইয়ের পর সবচেয়ে কম।
টেসলার পাল্টা উদ্যোগ
বাজার ফিরে পেতে টেসলা এখন কম দামে মডেল ওয়াই গাড়ির নতুন সংস্করণ তৈরির কাজ করছে। নতুন এই গাড়ির দাম বর্তমান মডেলের চেয়ে ২০ শতাংশ কম হবে এবং এটি উৎপাদিত হবে টেসলার সাংহাই কারখানায়।
এ ছাড়া চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডুর সঙ্গে যৌথভাবে টেসলা কাজ করছে, যাতে তাদের গাড়িগুলো চীনের রাস্তায় আরও ভালোভাবে চলতে পারে। এর ফলে গাড়িগুলো সঠিকভাবে লেন, ট্রাফিক সিগন্যাল ইত্যাদি শনাক্ত করতে পারবে।
বিওয়াইডির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়াং চুয়ানফু বলেছেন, ‘চীনা প্রতিষ্ঠানগুলো এখন আর অনুকরণ করে না, বরং বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। তারা নতুন প্রযুক্তি, উদ্ভাবন ও প্রতিযোগিতামূলক মূল্যের মাধ্যমে বৈশ্বিক বাজারে নিজেদের জায়গা তৈরি করছে।’
সূত্র: বিবিসি ও টেকওয়ার
সোশ্যাল মিডিয়া জগতে নির্বিঘ্ন যোগাযোগ ও সংযোগের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে কিউআর কোড। আর জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে এই ফিচার গ্রহণ করেছে টিকটক। এই কিউআর কোডগুলো সরাসরি এবং সহজভাবে টিকটক প্রোফাইল ও কনটেন্টের সঙ্গে যুক্ত হওয়ার পথ করে দেয়।
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী মোবাইল ফোনে ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আরও এক ধাপ এগোল ইলন মাস্কের স্পেসএক্স। স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবা (ডাইরেক্ট টু সেল) চালুর জন্য স্পেসএক্স ৫০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনতে একোস্টারের সঙ্গে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ড
১৮ ঘণ্টা আগেমানুষ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ভাষার ধাঁচ রপ্ত করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই বড় ভাষা মডেল (এলএলএম)-এর মতো কথা বলছে বলে দাবি করেন ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান। গত সোমবার এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এই কথা বলেন।
১৯ ঘণ্টা আগেনতুন আইফোন ১৭ সিরিজ উন্মোচনের সঙ্গে সঙ্গে অ্যাপল ৮টি পুরোনো ডিভাইস বিক্রি বন্ধের করবে। প্রতি বছরের মতো এবারও নতুন পণ্য আসার পর অ্যাপল তাদের স্টোর থেকে কিছু আইফোনে পুরোনো মডেল সরিয়ে নিচ্ছে। সেই সঙ্গে কয়েকটি অ্যাপল ওয়াচ ও এয়ারপডস মডেলের বিক্রিও বন্ধ করবে।
১৯ ঘণ্টা আগে