ফিচার ডেস্ক
দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক গাড়ির বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রাখা টেসলা এ বছর বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি কেবল বাজারে নতুন প্রযুক্তি আর কম মূল্যের গাড়ি এনে টেসলাকে পেছনে ফেলেছে, তা-ই নয়; বরং বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থানে পৌঁছেছে।
১১ জুলাই বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করে, বৈদ্যুতিক গাড়ি বিক্রির প্রতিযোগিতায় কীভাবে এগিয়ে যায় বিওয়াইডি। প্রতিবেদনে ২০২৪ সালে চীনের এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সাফল্য এবং ২০২৫ সালে এসে বিশ্বে তাদের বাণিজ্যিক অবস্থান তুলে ধরা হয়েছে।
২০২৪ সালে বিওয়াইডির মোট আয় ছিল প্রায় ১০৭ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার, সেখানে টেসলার আয় ছিল ৯৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। সেই প্রথমবার বিওয়াইডি আয়ের দিক থেকে টেসলাকে ছাড়িয়ে যায়। এ বছর বিওয়াইডির আয় বেড়েছে ২৯ শতাংশ। বিশ্লেষকেরা যে পরিমাণ আয় আশা করেছিলেন, সেটাকেও ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি।
নিট মুনাফার দিক থেকেও বিওয়াইডি ভালো করেছে। ২০২৪ সালে তাদের নিট লাভ ছিল প্রায় ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে ৩৪ শতাংশ বেশি। সে বছরের শেষ তিন মাসে প্রতিষ্ঠানটি রেকর্ড ২ দশমিক শূন্য ৭ বিলিয়ন মার্কিন ডলার লাভ করে।
‘মডেল ৩ কিলার’ কৌশল: কম দামে আধুনিক প্রযুক্তির গাড়ি
টেসলার জনপ্রিয় মডেল ৩ গাড়ির প্রতিদ্বন্দ্বী হিসেবে বিওয়াইডি বাজারে এনেছে নতুন মডেল ‘কিন এল’। এর মূল্য প্রায় ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার। বিপরীতে টেসলার মডেল ৩-এর দাম চীনে ৩২ হাজার ৫০০ মার্কিন ডলার। বিওয়াইডির গাড়ির রেঞ্জ বা একবার চার্জে চালানোর দূরত্ব ৫৪৫ কিলোমিটার। আর মডেল ৩-এর রেঞ্জ ৬৩৪ কিলোমিটার। প্রযুক্তিগতভাবে দুটি গাড়িই আধুনিক– স্বয়ংক্রিয়ভাবে চালনা করা যায়। এ ছাড়া ডিজিটাল ড্যাশবোর্ড ও অন্যান্য স্মার্ট ফিচার সমান মানের। কিন্তু দাম ও উৎপাদনের দক্ষতায় বিওয়াইডি অনেক এগিয়ে। বিশেষজ্ঞদের মতে, কম দামে আধুনিক ফিচার থাকায় অনেক মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতা এখন টেসলার বদলে বিওয়াইডির গাড়ি কিনছেন।
বিক্রির দিকেও বিপুল ব্যবধান
এ বছরের ফেব্রুয়ারি মাসে বিওয়াইডি বিক্রি করেছে ৩ লাখ ২২ হাজার ৮৪৬ ইউনিট গাড়ি, যা আগের বছরের তুলনায় ১৬৪ শতাংশ বেশি। অন্যদিকে, টেসলা ফেব্রুয়ারিতে মাত্র ৩০ হাজার ৬৮৮ ইউনিট বিক্রি করেছে, যা ২০২২ সালের জুলাইয়ের পর সবচেয়ে কম।
টেসলার পাল্টা উদ্যোগ
বাজার ফিরে পেতে টেসলা এখন কম দামে মডেল ওয়াই গাড়ির নতুন সংস্করণ তৈরির কাজ করছে। নতুন এই গাড়ির দাম বর্তমান মডেলের চেয়ে ২০ শতাংশ কম হবে এবং এটি উৎপাদিত হবে টেসলার সাংহাই কারখানায়।
এ ছাড়া চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডুর সঙ্গে যৌথভাবে টেসলা কাজ করছে, যাতে তাদের গাড়িগুলো চীনের রাস্তায় আরও ভালোভাবে চলতে পারে। এর ফলে গাড়িগুলো সঠিকভাবে লেন, ট্রাফিক সিগন্যাল ইত্যাদি শনাক্ত করতে পারবে।
বিওয়াইডির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়াং চুয়ানফু বলেছেন, ‘চীনা প্রতিষ্ঠানগুলো এখন আর অনুকরণ করে না, বরং বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। তারা নতুন প্রযুক্তি, উদ্ভাবন ও প্রতিযোগিতামূলক মূল্যের মাধ্যমে বৈশ্বিক বাজারে নিজেদের জায়গা তৈরি করছে।’
সূত্র: বিবিসি ও টেকওয়ার
দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক গাড়ির বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রাখা টেসলা এ বছর বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি কেবল বাজারে নতুন প্রযুক্তি আর কম মূল্যের গাড়ি এনে টেসলাকে পেছনে ফেলেছে, তা-ই নয়; বরং বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থানে পৌঁছেছে।
১১ জুলাই বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করে, বৈদ্যুতিক গাড়ি বিক্রির প্রতিযোগিতায় কীভাবে এগিয়ে যায় বিওয়াইডি। প্রতিবেদনে ২০২৪ সালে চীনের এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সাফল্য এবং ২০২৫ সালে এসে বিশ্বে তাদের বাণিজ্যিক অবস্থান তুলে ধরা হয়েছে।
২০২৪ সালে বিওয়াইডির মোট আয় ছিল প্রায় ১০৭ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার, সেখানে টেসলার আয় ছিল ৯৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। সেই প্রথমবার বিওয়াইডি আয়ের দিক থেকে টেসলাকে ছাড়িয়ে যায়। এ বছর বিওয়াইডির আয় বেড়েছে ২৯ শতাংশ। বিশ্লেষকেরা যে পরিমাণ আয় আশা করেছিলেন, সেটাকেও ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি।
নিট মুনাফার দিক থেকেও বিওয়াইডি ভালো করেছে। ২০২৪ সালে তাদের নিট লাভ ছিল প্রায় ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে ৩৪ শতাংশ বেশি। সে বছরের শেষ তিন মাসে প্রতিষ্ঠানটি রেকর্ড ২ দশমিক শূন্য ৭ বিলিয়ন মার্কিন ডলার লাভ করে।
‘মডেল ৩ কিলার’ কৌশল: কম দামে আধুনিক প্রযুক্তির গাড়ি
টেসলার জনপ্রিয় মডেল ৩ গাড়ির প্রতিদ্বন্দ্বী হিসেবে বিওয়াইডি বাজারে এনেছে নতুন মডেল ‘কিন এল’। এর মূল্য প্রায় ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার। বিপরীতে টেসলার মডেল ৩-এর দাম চীনে ৩২ হাজার ৫০০ মার্কিন ডলার। বিওয়াইডির গাড়ির রেঞ্জ বা একবার চার্জে চালানোর দূরত্ব ৫৪৫ কিলোমিটার। আর মডেল ৩-এর রেঞ্জ ৬৩৪ কিলোমিটার। প্রযুক্তিগতভাবে দুটি গাড়িই আধুনিক– স্বয়ংক্রিয়ভাবে চালনা করা যায়। এ ছাড়া ডিজিটাল ড্যাশবোর্ড ও অন্যান্য স্মার্ট ফিচার সমান মানের। কিন্তু দাম ও উৎপাদনের দক্ষতায় বিওয়াইডি অনেক এগিয়ে। বিশেষজ্ঞদের মতে, কম দামে আধুনিক ফিচার থাকায় অনেক মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতা এখন টেসলার বদলে বিওয়াইডির গাড়ি কিনছেন।
বিক্রির দিকেও বিপুল ব্যবধান
এ বছরের ফেব্রুয়ারি মাসে বিওয়াইডি বিক্রি করেছে ৩ লাখ ২২ হাজার ৮৪৬ ইউনিট গাড়ি, যা আগের বছরের তুলনায় ১৬৪ শতাংশ বেশি। অন্যদিকে, টেসলা ফেব্রুয়ারিতে মাত্র ৩০ হাজার ৬৮৮ ইউনিট বিক্রি করেছে, যা ২০২২ সালের জুলাইয়ের পর সবচেয়ে কম।
টেসলার পাল্টা উদ্যোগ
বাজার ফিরে পেতে টেসলা এখন কম দামে মডেল ওয়াই গাড়ির নতুন সংস্করণ তৈরির কাজ করছে। নতুন এই গাড়ির দাম বর্তমান মডেলের চেয়ে ২০ শতাংশ কম হবে এবং এটি উৎপাদিত হবে টেসলার সাংহাই কারখানায়।
এ ছাড়া চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডুর সঙ্গে যৌথভাবে টেসলা কাজ করছে, যাতে তাদের গাড়িগুলো চীনের রাস্তায় আরও ভালোভাবে চলতে পারে। এর ফলে গাড়িগুলো সঠিকভাবে লেন, ট্রাফিক সিগন্যাল ইত্যাদি শনাক্ত করতে পারবে।
বিওয়াইডির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়াং চুয়ানফু বলেছেন, ‘চীনা প্রতিষ্ঠানগুলো এখন আর অনুকরণ করে না, বরং বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। তারা নতুন প্রযুক্তি, উদ্ভাবন ও প্রতিযোগিতামূলক মূল্যের মাধ্যমে বৈশ্বিক বাজারে নিজেদের জায়গা তৈরি করছে।’
সূত্র: বিবিসি ও টেকওয়ার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নেতৃত্ব দিতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেটা। সোমবার (১৪ জুলাই) এক ফেসবুক পোস্টে মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, ২০২৬ সালে মেটার প্রথম এআই সুপারক্লাস্টার ‘প্রোমিথিয়াস’ চালু হবে।
২৭ মিনিট আগেশিশুতোষ টেলিভিশন অনুষ্ঠান সেসেমি স্ট্রিট-এর জনপ্রিয় পাপেট চরিত্র ‘এলমোর’ এক্স অ্যাকাউন্ট হ্যাক করে উসকানিমূলক পোস্ট দেওয়ার ঘটনা ঘটেছে। হ্যাকিংয়ের পর অ্যাকাউন্টটি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘পাপেট’ (হাতের পুতুল) বলাসহ ইহুদি নিধনের ডাক ও জে
১ ঘণ্টা আগেগত মাসের (জুনে) শুরুতে ‘দ্য ভেলভেট সানডাউন’ নামের একটি ব্যান্ড জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে প্রোফাইল তৈরি করে। দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে তাদের গান। তবে পরে জানা যায়, এই ব্যান্ডটি পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর। গান, প্রচারণার ছবি ও ব্যাকস্টোরি-সহ সবকিছুই তৈরি হয়েছে...
২ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-এর সঙ্গে সর্বোচ্চ ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলারের একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রাণালয়টিকে আধুনিকীকরণের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে। কোম্পানিটির গ্রোক চ্যাটবটটি সম্প্রতি নিজেকে ‘মেকাহিটলার’ বলে পরিচয় দেওয়ার পর এবং এক্সের
৬ ঘণ্টা আগে