অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নেতৃত্ব দিতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেটা। সোমবার (১৪ জুলাই) এক ফেসবুক পোস্টে মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, ২০২৬ সালে মেটার প্রথম এআই সুপারক্লাস্টার ‘প্রোমিথিয়াস’ চালু হবে।
এআই মডেল তৈরির জন্য শক্তিশালী কম্পিউটিং নেটওয়ার্ক তৈরি করতে এই উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ধরনের নেটওয়ার্ককে সুপারক্লাস্টার বলা হয়।
জাকারবার্গ বলেন, ‘মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাবসে থাকবে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ কম্পিউটিং ক্ষমতা। গবেষকপ্রতি সবচেয়ে বেশি কম্পিউটিং রিসোর্সও থাকবে আমাদেরই। সেরা গবেষকদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’
জাকারবার্গ জানান, প্রোমিথিয়াস নামের প্রথম সুপারক্লাস্টার ছাড়াও মেটা আরও কয়েকটি মাল্টিগিগাওয়াট ক্লাস্টার তৈরি করছে। এর মধ্যে ‘হাইপেরিয়ন’ নামের একটি সুপারক্লাস্টার কয়েক বছরের মধ্যে ৫ গিগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের সক্ষমতা অর্জন করবে।
গত জুনে মেটা ঘোষণা দিয়েছিল, তারা একটি নতুন সংস্থা গঠন করেছে ‘মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাবস’। এতে বিশ্বসেরা এআই গবেষক ও প্রকৌশলীরা যুক্ত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এআই নিয়ে মেটার নিয়োগ ও বিনিয়োগের গতি বেড়েছে। সম্প্রতি তারা ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ‘স্কেল এআই’-এ।
জাকারবার্গ ফেসবুক পোস্টে আরও বলেন, ‘আমরা সুপার ইন্টেলিজেন্স গড়ে তোলার জন্য শিল্পের সবচেয়ে প্রতিভাবান ও দক্ষ দল গঠনে মনোযোগ দিচ্ছি।’ এই সুপার ইন্টেলিজেন্স দলের জন্য ওপেনএআই ও অ্যাপলের প্রতিভাবানদের নিয়োগ দিচ্ছে মেটা।
উল্লেখ্য, এপ্রিলে মেটার তৈরি ‘লামা ৪’ এআই মডেল প্রত্যাশিত সাড়া পায়নি। এতে জাকারবার্গ হতাশ হন এবং এআই খাতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআই ও গুগলের সঙ্গে টেক্কা দিতে মেটার কৌশল পুনর্গঠন করেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নেতৃত্ব দিতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেটা। সোমবার (১৪ জুলাই) এক ফেসবুক পোস্টে মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, ২০২৬ সালে মেটার প্রথম এআই সুপারক্লাস্টার ‘প্রোমিথিয়াস’ চালু হবে।
এআই মডেল তৈরির জন্য শক্তিশালী কম্পিউটিং নেটওয়ার্ক তৈরি করতে এই উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ধরনের নেটওয়ার্ককে সুপারক্লাস্টার বলা হয়।
জাকারবার্গ বলেন, ‘মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাবসে থাকবে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ কম্পিউটিং ক্ষমতা। গবেষকপ্রতি সবচেয়ে বেশি কম্পিউটিং রিসোর্সও থাকবে আমাদেরই। সেরা গবেষকদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’
জাকারবার্গ জানান, প্রোমিথিয়াস নামের প্রথম সুপারক্লাস্টার ছাড়াও মেটা আরও কয়েকটি মাল্টিগিগাওয়াট ক্লাস্টার তৈরি করছে। এর মধ্যে ‘হাইপেরিয়ন’ নামের একটি সুপারক্লাস্টার কয়েক বছরের মধ্যে ৫ গিগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের সক্ষমতা অর্জন করবে।
গত জুনে মেটা ঘোষণা দিয়েছিল, তারা একটি নতুন সংস্থা গঠন করেছে ‘মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাবস’। এতে বিশ্বসেরা এআই গবেষক ও প্রকৌশলীরা যুক্ত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এআই নিয়ে মেটার নিয়োগ ও বিনিয়োগের গতি বেড়েছে। সম্প্রতি তারা ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ‘স্কেল এআই’-এ।
জাকারবার্গ ফেসবুক পোস্টে আরও বলেন, ‘আমরা সুপার ইন্টেলিজেন্স গড়ে তোলার জন্য শিল্পের সবচেয়ে প্রতিভাবান ও দক্ষ দল গঠনে মনোযোগ দিচ্ছি।’ এই সুপার ইন্টেলিজেন্স দলের জন্য ওপেনএআই ও অ্যাপলের প্রতিভাবানদের নিয়োগ দিচ্ছে মেটা।
উল্লেখ্য, এপ্রিলে মেটার তৈরি ‘লামা ৪’ এআই মডেল প্রত্যাশিত সাড়া পায়নি। এতে জাকারবার্গ হতাশ হন এবং এআই খাতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআই ও গুগলের সঙ্গে টেক্কা দিতে মেটার কৌশল পুনর্গঠন করেন।
শিশুতোষ টেলিভিশন অনুষ্ঠান সেসেমি স্ট্রিট-এর জনপ্রিয় পাপেট চরিত্র ‘এলমোর’ এক্স অ্যাকাউন্ট হ্যাক করে উসকানিমূলক পোস্ট দেওয়ার ঘটনা ঘটেছে। হ্যাকিংয়ের পর অ্যাকাউন্টটি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘পাপেট’ (হাতের পুতুল) বলাসহ ইহুদি নিধনের ডাক ও জে
৭ ঘণ্টা আগেগত মাসের (জুনে) শুরুতে ‘দ্য ভেলভেট সানডাউন’ নামের একটি ব্যান্ড জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে প্রোফাইল তৈরি করে। দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে তাদের গান। তবে পরে জানা যায়, এই ব্যান্ডটি পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর। গান, প্রচারণার ছবি ও ব্যাকস্টোরি-সহ সবকিছুই তৈরি হয়েছে...
৮ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-এর সঙ্গে সর্বোচ্চ ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলারের একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রাণালয়টিকে আধুনিকীকরণের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে। কোম্পানিটির গ্রোক চ্যাটবটটি সম্প্রতি নিজেকে ‘মেকাহিটলার’ বলে পরিচয় দেওয়ার পর এবং এক্সের
১২ ঘণ্টা আগেবর্তমানে ফ্রিল্যান্সিং একটি বহুল আলোচিত ও জনপ্রিয় পেশা। প্রযুক্তির অগ্রগতির সুবাদে এখন ঘরে বসে বিশ্বের যেকোনো প্রান্তে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে; বিশেষ করে, ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসারে দেশের বহু তরুণ-তরুণী ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মজীবন গড়ে তুলছেন। তবে সময়ের সঙ্গে কাজের ধরনেও..
১৪ ঘণ্টা আগে