Ajker Patrika

প্রথম এআই সুপারক্লাস্টার তৈরি করছে মেটা

অনলাইন ডেস্ক
এআই মডেল তৈরির জন্য শক্তিশালী কম্পিউটিং নেটওয়ার্ক তৈরি করতে এই উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। ছবি: সংগৃহীত
এআই মডেল তৈরির জন্য শক্তিশালী কম্পিউটিং নেটওয়ার্ক তৈরি করতে এই উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নেতৃত্ব দিতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেটা। সোমবার (১৪ জুলাই) এক ফেসবুক পোস্টে মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, ২০২৬ সালে মেটার প্রথম এআই সুপারক্লাস্টার ‘প্রোমিথিয়াস’ চালু হবে।

এআই মডেল তৈরির জন্য শক্তিশালী কম্পিউটিং নেটওয়ার্ক তৈরি করতে এই উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ধরনের নেটওয়ার্ককে সুপারক্লাস্টার বলা হয়।

জাকারবার্গ বলেন, ‘মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাবসে থাকবে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ কম্পিউটিং ক্ষমতা। গবেষকপ্রতি সবচেয়ে বেশি কম্পিউটিং রিসোর্সও থাকবে আমাদেরই। সেরা গবেষকদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

জাকারবার্গ জানান, প্রোমিথিয়াস নামের প্রথম সুপারক্লাস্টার ছাড়াও মেটা আরও কয়েকটি মাল্টিগিগাওয়াট ক্লাস্টার তৈরি করছে। এর মধ্যে ‘হাইপেরিয়ন’ নামের একটি সুপারক্লাস্টার কয়েক বছরের মধ্যে ৫ গিগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের সক্ষমতা অর্জন করবে।

গত জুনে মেটা ঘোষণা দিয়েছিল, তারা একটি নতুন সংস্থা গঠন করেছে ‘মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাবস’। এতে বিশ্বসেরা এআই গবেষক ও প্রকৌশলীরা যুক্ত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এআই নিয়ে মেটার নিয়োগ ও বিনিয়োগের গতি বেড়েছে। সম্প্রতি তারা ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ‘স্কেল এআই’-এ।

জাকারবার্গ ফেসবুক পোস্টে আরও বলেন, ‘আমরা সুপার ইন্টেলিজেন্স গড়ে তোলার জন্য শিল্পের সবচেয়ে প্রতিভাবান ও দক্ষ দল গঠনে মনোযোগ দিচ্ছি।’ এই সুপার ইন্টেলিজেন্স দলের জন্য ওপেনএআই ও অ্যাপলের প্রতিভাবানদের নিয়োগ দিচ্ছে মেটা।

উল্লেখ্য, এপ্রিলে মেটার তৈরি ‘লামা ৪’ এআই মডেল প্রত্যাশিত সাড়া পায়নি। এতে জাকারবার্গ হতাশ হন এবং এআই খাতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআই ও গুগলের সঙ্গে টেক্কা দিতে মেটার কৌশল পুনর্গঠন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত