প্রযুক্তি ডেস্ক
ভুয়া তথ্যের সন্ধান পেতে এবার যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ‘কমিউনিটি নোটস’ সুবিধা চালু করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। ‘কমিউনিটি নোটস’ সুবিধা ব্যবহার করে দেশগুলোর ব্যবহারকারীরা টুইটারে থাকা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। আগে শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সুবিধা পেতেন। ব্যবহারকারীদের অভিযোগ পাওয়ার পর তথ্য পর্যালোচনা করে দ্রুত ভুয়া তথ্য শনাক্তের পাশাপাশি সেগুলো মুছে ফেলবে টুইটার।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানায়, ‘কমিউনিটি নোটস’ সুবিধা কাজে লাগিয়ে টুইটার ব্যবহারকারীরা ভুয়া সংবলিত পোস্টের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। তথ্যের সত্যতা যাচাইয়ের পর টুইটার পোস্টটি মুছে দেবে। ফলে টুইটারে ভুয়া বা মিথ্যা তথ্যনির্ভর পোস্ট কমে আসবে। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে ‘কমিউনিটি নোটস’ সুবিধা চালু করা হবে।
টুইটার আরও জানিয়েছে, কমিউনিটি নোটস এর সুবিধা চাইলেই যে কেউ ব্যবহার করতে পারবেন না। যে সকল অ্যাকাউন্ট টুইটারের নীতিমালা ভঙ্গ করেনি এবং কমপক্ষে ছয় মাস আগে খোলা অ্যাকাউন্টগুলো এ সুবিধা পাবে। পাশাপাশি ব্যবহারকারীদের ফোন নম্বরও যাচাই করা হবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে অ্যাপের পাশাপাশি ওয়েব ভার্সনেও এ সুবিধা ব্যবহার করার সুযোগ থাকছে।
ব্যবহারকারীরা তথ্য প্রদান করলে তা যাচাই করবে টুইটার। পরবর্তীতে তাদের একটি স্কোর দেওয়া হবে। পাঁচ নম্বর পেলে সরাসরি নোটস লেখা যাবে। তবে কোনো ব্যবহারকারীর নোটে অন্য ব্যবহারকারীরা একাধিক ‘নট হেল্প ফুল’ রেটিং দিলে কমিউনিটি নোটস লেখার সুবিধা বাতিল হয়ে যাবে।
গত নভেম্বরে, যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন চলাকালীন টুইটারে ভুয়া তথ্যে সয়লাব হওয়ার অভিযোগ জানায় ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কমন কজ। তারা জানায়, টুইটার ভুল তথ্য সংবলিত পোস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক সময় নিয়েছে। টুইটারে যারা সঠিক তথ্য যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিলেন তাঁদের অনেককেই ছাঁটাই করার ফলে এমনটা হয়েছে।
ভুয়া তথ্যের সন্ধান পেতে এবার যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ‘কমিউনিটি নোটস’ সুবিধা চালু করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। ‘কমিউনিটি নোটস’ সুবিধা ব্যবহার করে দেশগুলোর ব্যবহারকারীরা টুইটারে থাকা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। আগে শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সুবিধা পেতেন। ব্যবহারকারীদের অভিযোগ পাওয়ার পর তথ্য পর্যালোচনা করে দ্রুত ভুয়া তথ্য শনাক্তের পাশাপাশি সেগুলো মুছে ফেলবে টুইটার।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানায়, ‘কমিউনিটি নোটস’ সুবিধা কাজে লাগিয়ে টুইটার ব্যবহারকারীরা ভুয়া সংবলিত পোস্টের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। তথ্যের সত্যতা যাচাইয়ের পর টুইটার পোস্টটি মুছে দেবে। ফলে টুইটারে ভুয়া বা মিথ্যা তথ্যনির্ভর পোস্ট কমে আসবে। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে ‘কমিউনিটি নোটস’ সুবিধা চালু করা হবে।
টুইটার আরও জানিয়েছে, কমিউনিটি নোটস এর সুবিধা চাইলেই যে কেউ ব্যবহার করতে পারবেন না। যে সকল অ্যাকাউন্ট টুইটারের নীতিমালা ভঙ্গ করেনি এবং কমপক্ষে ছয় মাস আগে খোলা অ্যাকাউন্টগুলো এ সুবিধা পাবে। পাশাপাশি ব্যবহারকারীদের ফোন নম্বরও যাচাই করা হবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে অ্যাপের পাশাপাশি ওয়েব ভার্সনেও এ সুবিধা ব্যবহার করার সুযোগ থাকছে।
ব্যবহারকারীরা তথ্য প্রদান করলে তা যাচাই করবে টুইটার। পরবর্তীতে তাদের একটি স্কোর দেওয়া হবে। পাঁচ নম্বর পেলে সরাসরি নোটস লেখা যাবে। তবে কোনো ব্যবহারকারীর নোটে অন্য ব্যবহারকারীরা একাধিক ‘নট হেল্প ফুল’ রেটিং দিলে কমিউনিটি নোটস লেখার সুবিধা বাতিল হয়ে যাবে।
গত নভেম্বরে, যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন চলাকালীন টুইটারে ভুয়া তথ্যে সয়লাব হওয়ার অভিযোগ জানায় ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কমন কজ। তারা জানায়, টুইটার ভুল তথ্য সংবলিত পোস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক সময় নিয়েছে। টুইটারে যারা সঠিক তথ্য যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিলেন তাঁদের অনেককেই ছাঁটাই করার ফলে এমনটা হয়েছে।
২০১৩ সাল থেকে বাংলায় প্রযুক্তি রিভিউ কনটেন্ট নির্মাণ করে তিনি গড়ে তুলেছেন ‘এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি’ নামের একটি ইউটিউব প্ল্যাটফর্ম। এখানে তিনি সহজ ভাষায় তুলে ধরছেন মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন স্মার্ট ডিভাইসের খুঁটিনাটি বিশ্লেষণ। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ২৫ লাখ ৬০ হাজার
১ ঘণ্টা আগেসম্প্রতি একদল শৌখিন বিজ্ঞানী সৌরজগতের প্রায় শেষ সীমায়, প্লুটো থেকেও বহুদূরে কুইপার বেল্ট ছাড়িয়ে, আরেকটি রহস্যময় গ্রহ আবিষ্কার করতে পেরেছেন। সৌরজগতের ওই অঞ্চলে আলো এবং তাপমাত্রা খুব কম। তবে বিস্ময়কর গ্রহটি একটি সাধারণ গ্রহের তুলনায় আকার-আয়তনে বেশ ছোট। মাত্র ৭০০ কিলোমিটার বা ৪৩৫ মাইল ব্যাসের এই বামন
১ ঘণ্টা আগেফেসবুকের গোপনীয়তা লঙ্ঘনে ৮ বিলিয়ন ডলারের মামলার তোপে পড়েছিলেন মার্ক জাকারবার্গ। অভিযোগটা ছিল গুরুতর, ফেসবুক নাকি বছরের পর বছর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গচ্ছিত রাখতে পারেনি। আর সেগুলো তৃতীয় পক্ষের হাতে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ দিন দিন বেড়েই চলেছে। এই প্লাস্টিক বর্জ্য এখন পরিবেশের জন্য এক মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। প্রতিবছর সমুদ্রে প্রায় ১১ মিলিয়ন টন বর্জ্য ফেলা হচ্ছে। এ কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য পড়ছে ধ্বংসের মুখে।
২ ঘণ্টা আগে