প্রযুক্তি ডেস্ক
ভুয়া তথ্যের সন্ধান পেতে এবার যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ‘কমিউনিটি নোটস’ সুবিধা চালু করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। ‘কমিউনিটি নোটস’ সুবিধা ব্যবহার করে দেশগুলোর ব্যবহারকারীরা টুইটারে থাকা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। আগে শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সুবিধা পেতেন। ব্যবহারকারীদের অভিযোগ পাওয়ার পর তথ্য পর্যালোচনা করে দ্রুত ভুয়া তথ্য শনাক্তের পাশাপাশি সেগুলো মুছে ফেলবে টুইটার।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানায়, ‘কমিউনিটি নোটস’ সুবিধা কাজে লাগিয়ে টুইটার ব্যবহারকারীরা ভুয়া সংবলিত পোস্টের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। তথ্যের সত্যতা যাচাইয়ের পর টুইটার পোস্টটি মুছে দেবে। ফলে টুইটারে ভুয়া বা মিথ্যা তথ্যনির্ভর পোস্ট কমে আসবে। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে ‘কমিউনিটি নোটস’ সুবিধা চালু করা হবে।
টুইটার আরও জানিয়েছে, কমিউনিটি নোটস এর সুবিধা চাইলেই যে কেউ ব্যবহার করতে পারবেন না। যে সকল অ্যাকাউন্ট টুইটারের নীতিমালা ভঙ্গ করেনি এবং কমপক্ষে ছয় মাস আগে খোলা অ্যাকাউন্টগুলো এ সুবিধা পাবে। পাশাপাশি ব্যবহারকারীদের ফোন নম্বরও যাচাই করা হবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে অ্যাপের পাশাপাশি ওয়েব ভার্সনেও এ সুবিধা ব্যবহার করার সুযোগ থাকছে।
ব্যবহারকারীরা তথ্য প্রদান করলে তা যাচাই করবে টুইটার। পরবর্তীতে তাদের একটি স্কোর দেওয়া হবে। পাঁচ নম্বর পেলে সরাসরি নোটস লেখা যাবে। তবে কোনো ব্যবহারকারীর নোটে অন্য ব্যবহারকারীরা একাধিক ‘নট হেল্প ফুল’ রেটিং দিলে কমিউনিটি নোটস লেখার সুবিধা বাতিল হয়ে যাবে।
গত নভেম্বরে, যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন চলাকালীন টুইটারে ভুয়া তথ্যে সয়লাব হওয়ার অভিযোগ জানায় ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কমন কজ। তারা জানায়, টুইটার ভুল তথ্য সংবলিত পোস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক সময় নিয়েছে। টুইটারে যারা সঠিক তথ্য যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিলেন তাঁদের অনেককেই ছাঁটাই করার ফলে এমনটা হয়েছে।
ভুয়া তথ্যের সন্ধান পেতে এবার যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ‘কমিউনিটি নোটস’ সুবিধা চালু করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। ‘কমিউনিটি নোটস’ সুবিধা ব্যবহার করে দেশগুলোর ব্যবহারকারীরা টুইটারে থাকা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। আগে শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সুবিধা পেতেন। ব্যবহারকারীদের অভিযোগ পাওয়ার পর তথ্য পর্যালোচনা করে দ্রুত ভুয়া তথ্য শনাক্তের পাশাপাশি সেগুলো মুছে ফেলবে টুইটার।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানায়, ‘কমিউনিটি নোটস’ সুবিধা কাজে লাগিয়ে টুইটার ব্যবহারকারীরা ভুয়া সংবলিত পোস্টের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। তথ্যের সত্যতা যাচাইয়ের পর টুইটার পোস্টটি মুছে দেবে। ফলে টুইটারে ভুয়া বা মিথ্যা তথ্যনির্ভর পোস্ট কমে আসবে। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে ‘কমিউনিটি নোটস’ সুবিধা চালু করা হবে।
টুইটার আরও জানিয়েছে, কমিউনিটি নোটস এর সুবিধা চাইলেই যে কেউ ব্যবহার করতে পারবেন না। যে সকল অ্যাকাউন্ট টুইটারের নীতিমালা ভঙ্গ করেনি এবং কমপক্ষে ছয় মাস আগে খোলা অ্যাকাউন্টগুলো এ সুবিধা পাবে। পাশাপাশি ব্যবহারকারীদের ফোন নম্বরও যাচাই করা হবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে অ্যাপের পাশাপাশি ওয়েব ভার্সনেও এ সুবিধা ব্যবহার করার সুযোগ থাকছে।
ব্যবহারকারীরা তথ্য প্রদান করলে তা যাচাই করবে টুইটার। পরবর্তীতে তাদের একটি স্কোর দেওয়া হবে। পাঁচ নম্বর পেলে সরাসরি নোটস লেখা যাবে। তবে কোনো ব্যবহারকারীর নোটে অন্য ব্যবহারকারীরা একাধিক ‘নট হেল্প ফুল’ রেটিং দিলে কমিউনিটি নোটস লেখার সুবিধা বাতিল হয়ে যাবে।
গত নভেম্বরে, যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন চলাকালীন টুইটারে ভুয়া তথ্যে সয়লাব হওয়ার অভিযোগ জানায় ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কমন কজ। তারা জানায়, টুইটার ভুল তথ্য সংবলিত পোস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক সময় নিয়েছে। টুইটারে যারা সঠিক তথ্য যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিলেন তাঁদের অনেককেই ছাঁটাই করার ফলে এমনটা হয়েছে।
ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি অনেকের ব্যক্তিগত ডায়েরি বা স্মৃতির ভান্ডার হিসেবেও কাজ করে। প্রতিদিন লাখ লাখ মানুষ ছবি, লেখা, ভিডিও ও নানা তথ্য ফেসবুকে শেয়ার করে থাকেন। তবে কখনো কখনো ভুলবশত কোনো গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট হয়ে যেতে পারে, তখন এসব পোস্ট ফিরিয়ে আনতে চান অনেকেই।
৪ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
২০ ঘণ্টা আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
২১ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
১ দিন আগে