বিশ্বব্যাপী পোকো সি৭৫ নামের নতুন মডেল উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি। রেডমি ১৪সি ফোনটিরই আরেক সংস্করণ হলো পোকোর এই মডেল। পোকো সি৭৫ ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা। ফোনটির ক্যামেরার সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে দাবি করছে কোম্পানিটি।
নতুন মডেলটিতে শক্তিশালী ব্যাটারিও রয়েছে। ফোনটি শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমের সমর্থন পাবে।
পোকো সি৭৫ দাম ও রং
পোকো সি৭৫ এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১০৯ ডলার বা প্রায় ১৩ হাজার টাকা।
আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ৪৪৮ টাকা।
তবে শাওমি বলছে এটি ‘প্রাথমিক’ দাম। অর্থাৎ পরবর্তীতে মডেলটির দাম আরও বাড়তে পারে।
পোকো সি৭৫ ফোনটি ব্ল্যাক (কালো), গোল্ড (হালকা সোনালি) ও গ্রিন (হালকা সবুজ) রঙে পাওয়া যাবে।
পোকো সি৭৫ স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি এলটিই
সিম: ডুয়েল (ন্যানো)
আয়তন: ১৭১.৮৮ x৭৭.৮ x৮.২২ এমএম
ওজন: ২০৪ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৮৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা
র্যাম: ৬ জিবিও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি
হেডফোন জ্যাক: ৩.৫ এমএম
ব্যাটারি: ৫,১৬০ এমএএইচ
চার্জিং: ১৮ ওয়াট
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
বিশ্বব্যাপী পোকো সি৭৫ নামের নতুন মডেল উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি। রেডমি ১৪সি ফোনটিরই আরেক সংস্করণ হলো পোকোর এই মডেল। পোকো সি৭৫ ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা। ফোনটির ক্যামেরার সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে দাবি করছে কোম্পানিটি।
নতুন মডেলটিতে শক্তিশালী ব্যাটারিও রয়েছে। ফোনটি শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমের সমর্থন পাবে।
পোকো সি৭৫ দাম ও রং
পোকো সি৭৫ এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১০৯ ডলার বা প্রায় ১৩ হাজার টাকা।
আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ৪৪৮ টাকা।
তবে শাওমি বলছে এটি ‘প্রাথমিক’ দাম। অর্থাৎ পরবর্তীতে মডেলটির দাম আরও বাড়তে পারে।
পোকো সি৭৫ ফোনটি ব্ল্যাক (কালো), গোল্ড (হালকা সোনালি) ও গ্রিন (হালকা সবুজ) রঙে পাওয়া যাবে।
পোকো সি৭৫ স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি এলটিই
সিম: ডুয়েল (ন্যানো)
আয়তন: ১৭১.৮৮ x৭৭.৮ x৮.২২ এমএম
ওজন: ২০৪ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৮৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা
র্যাম: ৬ জিবিও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি
হেডফোন জ্যাক: ৩.৫ এমএম
ব্যাটারি: ৫,১৬০ এমএএইচ
চার্জিং: ১৮ ওয়াট
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফ্লাফি বা তুলতুলে রোবট জাপানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই রোবট পোষা প্রাণীর মতো আচরণ করে। ব্যবহারকারীর সঙ্গে তার মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করে ‘মোফলিন’ নামের এই রোবটের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও আচরণ গড়ে ওঠে।
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে মধ্যে তুমুল প্রতিযোগিতায় বেশ পিছিয়ে রয়েছে অ্যাপল। কারণ, এখন পর্যন্ত এআইভিত্তিক কোনো উল্লেখযোগ্য ফিচার আনতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি সেই ধারা বদলাতে উদ্যোগী হয়েছে অ্যাপল। চ্যাটজিপিটির মতো একটি এআই অ্যাপ তৈরির লক্ষ্য নিয়ে নতুন একটি বিশেষ দল গঠন করেছে..
৫ ঘণ্টা আগেইনস্টাগ্রাম ও টিকটকের মতো কোলাব ফিচার আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই ফিচারের মাধ্যমে ভিডিওতে সরাসরি কোলাবোরেটরদের ট্যাগ করা যাবে। ইউটিউবের হেল্প ফোরামে এ তথ্য জানান গুগলের এক কর্মী।
৬ ঘণ্টা আগেক্যারিয়ার পরামর্শ, মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক বা অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে আলাপ করেন অনেকেই। তবে সম্প্রতি জানা যায়, প্রায় সাড়ে চার হাজারেরও বেশি ব্যক্তিগত কথোপকথন গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছিল। সমস্যাটি বর্তমানে ঠিক করা হলেও ব্যবহারকারীদের অনলাইন গোপনীয়তা..
৮ ঘণ্টা আগে