শিগগরি বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই। এটি গ্যালাক্সি এস২১ এফই মডেলকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ফোনটির লাইভ ইমেজ ফাঁস হয়েছে। একটি ওয়্যারলেস চার্জিং ডেটাবেজেও ফোনটি দেখা গেছে। অপরাপর গ্যালাক্সি এস২৩ মডেলের চেয়ে এই ফোনের চার্জিং ক্ষমতা ধীরগতির হবে বলে ধারণা করা হচ্ছে।
দুটি এসওসি ভ্যারিয়্যান্টসহ এই ফোন এর আগে গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। গিকবেঞ্চ হলো কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও মোবাইল ফোনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ও গ্রাফিক প্রসেসিং ইউনিটের সক্ষমতা পরিমাপের মানদণ্ড।
গ্যালাক্সি এস২৩ সিরিজের অংশ হতে যাচ্ছে আসন্ন এই ফ্যান এডিশন। এর আগে এই সিরিজের অংশ হয়েছে বেস গ্যালাক্সি এস২৩, গ্যালাক্সি এস২৩ প্লাস ও গ্যালাক্সি এস২৩ আল্ট্রা।
গ্যালাক্সি এস২৩ এফই ফোন ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়ামেও তুলে ধরা হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, এটি ৪.৪ ওয়্যারলেস চার্জিং ক্ষমতাসম্পন্ন। তবে এই ইউএসবি টাইপসি কত ওয়াট সক্ষতার তা ওয়েবসাইটে উল্লেখ নেই। গ্যালাক্সি এস২৩ আল্ট্রা তারসহ ৪৫ ওয়াট ও তারহীন ১৫ ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতার।
এদিকে স্যামসাং ক্লাব নামে নেদারল্যান্ডের ওয়েবসাইট, কথিত গ্যালাক্সি এস২৩ এফই মডেলের লাইভ ইমেজ ফাঁস করা হয়েছে। ছবি দেখে ধারণা করা হচ্ছে, ফোনটিতে ২.৫ডি মডেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির পেছনের অংশ সমান এবং এতে বাঁ পাশের কোনায় উল্লম্বভাবে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
স্যামসাং দক্ষিণ আফ্রিকার ভাইস প্রেসিডেন্ট জাস্টিন হিউম সিউলে গ্যালাক্সি উন্মোচন অনুষ্ঠানে বলেন, গ্যালাক্সি এস২৩ এফই মডেলের ঘোষণা শিগগরিই আসতে পারে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এসওসি বা স্ন্যাপড্রাগন ৮ + জেন ১ এসওসিসহ এটি যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে আসতে পারে। অন্যান্য অঞ্চলে ইনহাউস এক্সিনোস ২২০০ চিপসেটসহ ফোনটি মিলতে পারে।
এক নজরে স্যামসাং গ্যালাক্সি এস ২৩
ফোনটিতে অক্টা–কোর প্রসেসর ও এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম থাকবে। এক্সিনোস ভ্যারিয়েন্টে এক্সলিপ্স ৯২০ এমডি জিপইউ ব্যবহার করা হবে। ফোনটিতে ৮ জিবি এলডিডিআর র্যাম থাকবে। রোম হবে ২৫৬ জিবি ৩.১ ইউএফপিএস পর্যন্ত বাড়ানো যাবে।
পেছনের ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, ১০ মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরায় ১২ মেগাপিক্সেল সেন্সর থাকবে। ফোনটিতে ৪৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
শিগগরি বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই। এটি গ্যালাক্সি এস২১ এফই মডেলকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ফোনটির লাইভ ইমেজ ফাঁস হয়েছে। একটি ওয়্যারলেস চার্জিং ডেটাবেজেও ফোনটি দেখা গেছে। অপরাপর গ্যালাক্সি এস২৩ মডেলের চেয়ে এই ফোনের চার্জিং ক্ষমতা ধীরগতির হবে বলে ধারণা করা হচ্ছে।
দুটি এসওসি ভ্যারিয়্যান্টসহ এই ফোন এর আগে গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। গিকবেঞ্চ হলো কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও মোবাইল ফোনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ও গ্রাফিক প্রসেসিং ইউনিটের সক্ষমতা পরিমাপের মানদণ্ড।
গ্যালাক্সি এস২৩ সিরিজের অংশ হতে যাচ্ছে আসন্ন এই ফ্যান এডিশন। এর আগে এই সিরিজের অংশ হয়েছে বেস গ্যালাক্সি এস২৩, গ্যালাক্সি এস২৩ প্লাস ও গ্যালাক্সি এস২৩ আল্ট্রা।
গ্যালাক্সি এস২৩ এফই ফোন ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়ামেও তুলে ধরা হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, এটি ৪.৪ ওয়্যারলেস চার্জিং ক্ষমতাসম্পন্ন। তবে এই ইউএসবি টাইপসি কত ওয়াট সক্ষতার তা ওয়েবসাইটে উল্লেখ নেই। গ্যালাক্সি এস২৩ আল্ট্রা তারসহ ৪৫ ওয়াট ও তারহীন ১৫ ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতার।
এদিকে স্যামসাং ক্লাব নামে নেদারল্যান্ডের ওয়েবসাইট, কথিত গ্যালাক্সি এস২৩ এফই মডেলের লাইভ ইমেজ ফাঁস করা হয়েছে। ছবি দেখে ধারণা করা হচ্ছে, ফোনটিতে ২.৫ডি মডেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির পেছনের অংশ সমান এবং এতে বাঁ পাশের কোনায় উল্লম্বভাবে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
স্যামসাং দক্ষিণ আফ্রিকার ভাইস প্রেসিডেন্ট জাস্টিন হিউম সিউলে গ্যালাক্সি উন্মোচন অনুষ্ঠানে বলেন, গ্যালাক্সি এস২৩ এফই মডেলের ঘোষণা শিগগরিই আসতে পারে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এসওসি বা স্ন্যাপড্রাগন ৮ + জেন ১ এসওসিসহ এটি যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে আসতে পারে। অন্যান্য অঞ্চলে ইনহাউস এক্সিনোস ২২০০ চিপসেটসহ ফোনটি মিলতে পারে।
এক নজরে স্যামসাং গ্যালাক্সি এস ২৩
ফোনটিতে অক্টা–কোর প্রসেসর ও এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম থাকবে। এক্সিনোস ভ্যারিয়েন্টে এক্সলিপ্স ৯২০ এমডি জিপইউ ব্যবহার করা হবে। ফোনটিতে ৮ জিবি এলডিডিআর র্যাম থাকবে। রোম হবে ২৫৬ জিবি ৩.১ ইউএফপিএস পর্যন্ত বাড়ানো যাবে।
পেছনের ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, ১০ মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরায় ১২ মেগাপিক্সেল সেন্সর থাকবে। ফোনটিতে ৪৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১২ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৩ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৫ ঘণ্টা আগে