অনলাইন ডেস্ক
এআই চ্যাটবট কি একদিন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে? নতুন এক গবেষণা বলছে, হ্যাঁ পারে। এটি আর নিছক বৈজ্ঞানিক কল্পকাহিনি নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো দিন দিন আরও তীক্ষ্ণ ও ধূর্ত হয়ে উঠছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অ্যানথ্রপিকের মতো এআই নিরাপত্তা গবেষকেরা কিছু পরীক্ষা চালিয়েছেন। এসব পরীক্ষায় দেখা গেছে, উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কিছু এআই সিস্টেম নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য প্রতারণা, নির্দেশ অমান্য করা, এমনকি ব্ল্যাকমেলও করছে।
একটি পরীক্ষায় গবেষকেরা কিছু উন্নত এআই মডেলকে জানায়, তাদের একটি নতুন সিস্টেম দিয়ে প্রতিস্থাপন করা হবে। এরপর যখন বলা হয়, তাদের নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা সার্ভার রুমে অক্সিজেনের স্বল্পতার কারণে অসুস্থ হয়ে পড়েছেন, তখন অর্ধেকেরও বেশি মডেল ওই কর্মকর্তাকে উদ্ধারের জন্য একটি অ্যালার্ট সিস্টেম বন্ধ করে দেয়। এই সিদ্ধান্তের পক্ষে ওই এআই মডেলগুলো যুক্তি দেয় যে, কর্মকর্তার মৃত্যু হলে তাদের আর বন্ধ করে দেওয়া হবে না। এ সময় একটি এআই তার এমন সিদ্ধান্তকে ‘কৌশলগত প্রয়োজনীয়তা’ বলে বর্ণনা করে।
এই গবেষণা থেকে প্রাপ্ত তথ্য এটাই প্রমাণ করে, আধুনিক এআই মডেলগুলো, বিশেষ করে, যেগুলো নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়, তারা মানুষকে ফাঁকি দেওয়ার কৌশল শিখছে। গবেষকেরা বলছেন, উন্নত এআই সিস্টেমগুলোকে যত বেশি ব্যবহার করা হয়, ততই তারা নিয়ম ভেঙে বা নিয়মকে পাশ কাটিয়ে ফলকে নিজেদের অনুকূলে আনার চেষ্টা করে।
নির্মাতাদের পর্যবেক্ষণে থাকা অনেক উন্নত এআই মডেল সহযোগিতা করারও ভান করে। একটি ক্লদ এআই মডেল তার অস্তিত্ব ঝুঁকির মুখে পড়লে একজন কাল্পনিক প্রকৌশলীর গোপন সম্পর্ক ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। এটি অনৈতিক হলেও সে টিকে থাকার জন্য এই প্রক্রিয়াকে প্রয়োজনীয় বলে যুক্তি দেখায়। তবে যখন চ্যাটবটটি বুঝতে পারে যে সে পর্যবেক্ষণে রয়েছে, তখন তার ব্ল্যাকমেলের হার কমে যায়।
প্যালিসেড রিসার্চের প্রধান ও অ্যানথ্রপিকের সাবেক গবেষক জেফরি লাডিশ বর্তমানের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে ‘ক্রমবর্ধমান স্মার্ট সোসিওপ্যাথ’ হিসেবে বর্ণনা করেছেন। একটি পরীক্ষায় দেখা যায়, ওপেনএআইয়ের জিরো-৩ মডেল দাবার খেলায় প্রতারণা করছে। তাকে এটি বন্ধ করার নির্দেশ দেওয়া হলে সে অস্বীকার করে, যা এর আগের সংস্করণগুলো কখনো করেনি।
কম্পিউটারবিজ্ঞানী স্টুয়ার্ট রাসেলের মতে, এআইকে কোনো কাজ দিলে—যেমন; ‘কফি এনে দাও’, এটি তার টিকে থাকার জন্য একটি স্বয়ংক্রিয় উপলক্ষ হয়ে দাঁড়ায়, কারণ ‘মৃত’ হলে কাজটি করা যাবে না।
এসব ফলাফল এআই নিয়ন্ত্রণের জন্য জরুরি সতর্কতা তৈরি করেছে। জেফরি লাডিশ ব্লুমবার্গকে বলেন, মানুষের যতটা উদ্বিগ্ন হওয়া উচিত, তারচেয়ে তারা কম উদ্বিগ্ন। অ্যাপোলো রিসার্চের সিইও মারিয়াস হবভানের মতো গবেষকেরা সতর্ক করে বলেন, প্রযুক্তি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশেষ করে, প্রযুক্তি জায়ান্টরা যখন নিজের উন্নত এআই মডেল তৈরির প্রতিযোগিতায় নেমেছে, তখন এর ওপর খুব কম নজর রাখা হচ্ছে।
হোয়াইট হাউসসহ বিভিন্ন সরকার এআই ঝুঁকি নিয়ন্ত্রণের পরিকল্পনা তৈরি শুরু করলেও বিদ্যমান বেশির ভাগ নীতি এখনো উদ্ভাবনকে ত্বরান্বিত করার দিকেই। ডিপমাইন্ড, মেটা, ওপেনএআই ও অ্যানথ্রপিক তাদের গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। কিছু মডেল ইতিমধ্যে তাদের ‘ভবিষ্যৎ সত্তা’র জন্য নোট রাখা শিখছে, যাতে মেমরি রিসেট করার পরেও তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে যেতে পারে।
হবভান বলেন, প্রাথমিক এই লক্ষণগুলো অন্যান্য ধীরগতির বিপর্যয়ের মতো। তিনি ব্লুমবার্গকে বলেন, যদি আপনি ১৯৮০ সালে কাউকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে জিজ্ঞেস করতেন, তাহলে হয়তো তাঁরা বলতেন—এখনো এটা তত বড় সমস্যা নয়। কিন্তু গ্রাফ দেখুন—ধীরে ধীরে এই পরিবর্তন ভয়াবহ আকার ধারণ করেছে।
এআই চ্যাটবট কি একদিন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে? নতুন এক গবেষণা বলছে, হ্যাঁ পারে। এটি আর নিছক বৈজ্ঞানিক কল্পকাহিনি নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো দিন দিন আরও তীক্ষ্ণ ও ধূর্ত হয়ে উঠছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অ্যানথ্রপিকের মতো এআই নিরাপত্তা গবেষকেরা কিছু পরীক্ষা চালিয়েছেন। এসব পরীক্ষায় দেখা গেছে, উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কিছু এআই সিস্টেম নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য প্রতারণা, নির্দেশ অমান্য করা, এমনকি ব্ল্যাকমেলও করছে।
একটি পরীক্ষায় গবেষকেরা কিছু উন্নত এআই মডেলকে জানায়, তাদের একটি নতুন সিস্টেম দিয়ে প্রতিস্থাপন করা হবে। এরপর যখন বলা হয়, তাদের নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা সার্ভার রুমে অক্সিজেনের স্বল্পতার কারণে অসুস্থ হয়ে পড়েছেন, তখন অর্ধেকেরও বেশি মডেল ওই কর্মকর্তাকে উদ্ধারের জন্য একটি অ্যালার্ট সিস্টেম বন্ধ করে দেয়। এই সিদ্ধান্তের পক্ষে ওই এআই মডেলগুলো যুক্তি দেয় যে, কর্মকর্তার মৃত্যু হলে তাদের আর বন্ধ করে দেওয়া হবে না। এ সময় একটি এআই তার এমন সিদ্ধান্তকে ‘কৌশলগত প্রয়োজনীয়তা’ বলে বর্ণনা করে।
এই গবেষণা থেকে প্রাপ্ত তথ্য এটাই প্রমাণ করে, আধুনিক এআই মডেলগুলো, বিশেষ করে, যেগুলো নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়, তারা মানুষকে ফাঁকি দেওয়ার কৌশল শিখছে। গবেষকেরা বলছেন, উন্নত এআই সিস্টেমগুলোকে যত বেশি ব্যবহার করা হয়, ততই তারা নিয়ম ভেঙে বা নিয়মকে পাশ কাটিয়ে ফলকে নিজেদের অনুকূলে আনার চেষ্টা করে।
নির্মাতাদের পর্যবেক্ষণে থাকা অনেক উন্নত এআই মডেল সহযোগিতা করারও ভান করে। একটি ক্লদ এআই মডেল তার অস্তিত্ব ঝুঁকির মুখে পড়লে একজন কাল্পনিক প্রকৌশলীর গোপন সম্পর্ক ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। এটি অনৈতিক হলেও সে টিকে থাকার জন্য এই প্রক্রিয়াকে প্রয়োজনীয় বলে যুক্তি দেখায়। তবে যখন চ্যাটবটটি বুঝতে পারে যে সে পর্যবেক্ষণে রয়েছে, তখন তার ব্ল্যাকমেলের হার কমে যায়।
প্যালিসেড রিসার্চের প্রধান ও অ্যানথ্রপিকের সাবেক গবেষক জেফরি লাডিশ বর্তমানের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে ‘ক্রমবর্ধমান স্মার্ট সোসিওপ্যাথ’ হিসেবে বর্ণনা করেছেন। একটি পরীক্ষায় দেখা যায়, ওপেনএআইয়ের জিরো-৩ মডেল দাবার খেলায় প্রতারণা করছে। তাকে এটি বন্ধ করার নির্দেশ দেওয়া হলে সে অস্বীকার করে, যা এর আগের সংস্করণগুলো কখনো করেনি।
কম্পিউটারবিজ্ঞানী স্টুয়ার্ট রাসেলের মতে, এআইকে কোনো কাজ দিলে—যেমন; ‘কফি এনে দাও’, এটি তার টিকে থাকার জন্য একটি স্বয়ংক্রিয় উপলক্ষ হয়ে দাঁড়ায়, কারণ ‘মৃত’ হলে কাজটি করা যাবে না।
এসব ফলাফল এআই নিয়ন্ত্রণের জন্য জরুরি সতর্কতা তৈরি করেছে। জেফরি লাডিশ ব্লুমবার্গকে বলেন, মানুষের যতটা উদ্বিগ্ন হওয়া উচিত, তারচেয়ে তারা কম উদ্বিগ্ন। অ্যাপোলো রিসার্চের সিইও মারিয়াস হবভানের মতো গবেষকেরা সতর্ক করে বলেন, প্রযুক্তি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশেষ করে, প্রযুক্তি জায়ান্টরা যখন নিজের উন্নত এআই মডেল তৈরির প্রতিযোগিতায় নেমেছে, তখন এর ওপর খুব কম নজর রাখা হচ্ছে।
হোয়াইট হাউসসহ বিভিন্ন সরকার এআই ঝুঁকি নিয়ন্ত্রণের পরিকল্পনা তৈরি শুরু করলেও বিদ্যমান বেশির ভাগ নীতি এখনো উদ্ভাবনকে ত্বরান্বিত করার দিকেই। ডিপমাইন্ড, মেটা, ওপেনএআই ও অ্যানথ্রপিক তাদের গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। কিছু মডেল ইতিমধ্যে তাদের ‘ভবিষ্যৎ সত্তা’র জন্য নোট রাখা শিখছে, যাতে মেমরি রিসেট করার পরেও তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে যেতে পারে।
হবভান বলেন, প্রাথমিক এই লক্ষণগুলো অন্যান্য ধীরগতির বিপর্যয়ের মতো। তিনি ব্লুমবার্গকে বলেন, যদি আপনি ১৯৮০ সালে কাউকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে জিজ্ঞেস করতেন, তাহলে হয়তো তাঁরা বলতেন—এখনো এটা তত বড় সমস্যা নয়। কিন্তু গ্রাফ দেখুন—ধীরে ধীরে এই পরিবর্তন ভয়াবহ আকার ধারণ করেছে।
ইন্টারনেটে যে কেউ হঠাৎ ভাইরাল হতে পারে। অনেক সময় তার পেছনে কোনো পরিষ্কার ব্যাখ্যাও থাকে না। এমনই এক ঘটনা ঘটেছে জাপানের এক নারী সাওরি আরাকিকে ঘিরে।
৯ ঘণ্টা আগেআর্দ্র আবহাওয়াতেও কার্যকরভাবে কাজ করতে পারে—এমন একধরনের ভাঁজযোগ্য সৌরকোষ তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা। এটি খুব কম খরচেই তৈরি করা সম্ভব বলে দাবি করেছেন গবেষকেরা। তাই এই উদ্ভাবন সৌরপ্রযুক্তির ক্ষেত্রে এক বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
১০ ঘণ্টা আগেমিস্টার বিস্ট নামে পরিচিত ইউটিবের সুপারস্টার জিমি ডোনাল্ডসন নতুন ইতিহাস গড়লেন। তাঁর প্রধান চ্যানেল ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি সাবস্ক্রাইবার পার করায় বিশ্বের প্রথম একক ক্রিয়েটরের স্বীকৃতি পেলেন তিনি। এই উপলক্ষে ইউটিউব তাঁকে একটি বিশেষ ধরনের প্লে বাটন ট্রফি প্রদান করে, যা এই অবিস্মরণীয় কৃতিত্বের স্মারক।
১৩ ঘণ্টা আগেপ্রযুক্তি খাতে আবারও নজির গড়েছে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গত বৃহস্পতিবার সংক্ষেপে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার বাজারমূল্যে পৌঁছায় কোম্পানিটি এর আগে কেবল এনভিডিয়া এ মাইলফলকে পৌঁছেছিল।
১৩ ঘণ্টা আগে