অনলাইন ডেস্ক
ইন্টারনেটে যে কেউ হঠাৎ ভাইরাল হতে পারে। অনেক সময় তার পেছনে কোনো পরিষ্কার ব্যাখ্যাও থাকে না। এমনই এক ঘটনা ঘটেছে জাপানের এক নারী সাওরি আরাকিকে ঘিরে।
অনলাইনে ‘সাও’ (SAO) নামে পরিচিত এই তরুণী, যাঁকে অনেকে এখন ‘স্যালারিওমেন’ হিসেবে চেনেন। এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা তাঁর একটি ছবি ৭৫ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে। ছবিটি ঘিরে তৈরি হয়েছে মিম, মুগ্ধতা, এমনকি কিছুটা অদ্ভুত তুলনাও—বিশেষ করে, মার্কিন অভিনেত্রী সিডনি সুইনির সঙ্গে।
যাঁরা নিয়মিত এক্সে চোখ রাখেন, তাঁরা হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছেন সেই ছবি। ধূসর রঙের আঁটসাঁট স্যুট ও সাদা জামা পরে দুই হাতে ল্যাপটপ ধরে আছেন সাওরি। ছবিতে গাল হালকাভাবে ফোলানো এবং চোখে লাজুক এক অভিব্যক্তি ফুটে উঠেছে। চুল পেছনে হালকা করে বাঁধা, কপালে পড়ে রয়েছে সামনে ছাঁটা চুল।
গত ২৫ জুলাই পোস্ট করা ছবিটির ক্যাপশন ছিল একমাত্র একটি শব্দ ‘গুড মর্নিং’।
ছবিটি ইতিমধ্যে ৭৫ মিলিয়নের বেশি ভিউ, ২ লাখ ২৮ হাজার লাইক, ১৬ হাজার রিপোস্ট ও আড়াই হাজার কমেন্ট পেয়েছে।
কে এই সাও
ভাইরাল হওয়ার পর নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন সাওরি আরাকি। জানিয়েছেন, তিনি বর্তমানে জাপানে একটি অফিসে কাজ করছেন। পাশাপাশি তিনি একজন মডেল ও অভিনেত্রী হিসেবেও কাজ করেন।
তিনি আরও জানান, তিনি ছিলেন জে-পপ গার্ল গ্রুপ ‘টোকিও গার্লস ব্রাভো’র সদস্য। সেখানে তিনি ‘আরাকি সাওরি’ নামে পরিবেশনা করতেন।
১৯৯৬ সালের ১৩ মে জাপানের নাগাসাকি শহরে সাওরি জন্মগ্রহণ করেন। হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে তিনি এখন ভক্তদের সঙ্গে আরও গভীরভাবে যোগাযোগ করছেন।
ভাইরাল হওয়ার পর তাঁর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা লাফিয়ে বেড়ে বর্তমানে ২ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। তাঁর মার্জিত চেহারা, পরিশীলিত ভঙ্গিমা এবং একধরনের বিনয়ী অথচ অদ্ভুত ব্যক্তিত্ব দর্শকদের মন ছুঁয়ে গেছে দেশ-বিদেশে।
সম্প্রতি ইনস্টাগ্রামে আরও কিছু ছবি পোস্ট করে সাও জানান, ভাইরাল হওয়া ছবিটি মূলত একটি করপোরেট ফটোশুটের অংশ ছিল।
ভাইরাল হওয়ার পর তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলের ঘোষণা দেন, যেখানে ইতিমধ্যে সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৪ হাজার।
সামাজিক মাধ্যমে কত দ্রুত খ্যাতি অর্জন করা সম্ভব, এরই এক বাস্তব উদাহরণ সাওরির এই উত্থান।
তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস
ইন্টারনেটে যে কেউ হঠাৎ ভাইরাল হতে পারে। অনেক সময় তার পেছনে কোনো পরিষ্কার ব্যাখ্যাও থাকে না। এমনই এক ঘটনা ঘটেছে জাপানের এক নারী সাওরি আরাকিকে ঘিরে।
অনলাইনে ‘সাও’ (SAO) নামে পরিচিত এই তরুণী, যাঁকে অনেকে এখন ‘স্যালারিওমেন’ হিসেবে চেনেন। এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা তাঁর একটি ছবি ৭৫ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে। ছবিটি ঘিরে তৈরি হয়েছে মিম, মুগ্ধতা, এমনকি কিছুটা অদ্ভুত তুলনাও—বিশেষ করে, মার্কিন অভিনেত্রী সিডনি সুইনির সঙ্গে।
যাঁরা নিয়মিত এক্সে চোখ রাখেন, তাঁরা হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছেন সেই ছবি। ধূসর রঙের আঁটসাঁট স্যুট ও সাদা জামা পরে দুই হাতে ল্যাপটপ ধরে আছেন সাওরি। ছবিতে গাল হালকাভাবে ফোলানো এবং চোখে লাজুক এক অভিব্যক্তি ফুটে উঠেছে। চুল পেছনে হালকা করে বাঁধা, কপালে পড়ে রয়েছে সামনে ছাঁটা চুল।
গত ২৫ জুলাই পোস্ট করা ছবিটির ক্যাপশন ছিল একমাত্র একটি শব্দ ‘গুড মর্নিং’।
ছবিটি ইতিমধ্যে ৭৫ মিলিয়নের বেশি ভিউ, ২ লাখ ২৮ হাজার লাইক, ১৬ হাজার রিপোস্ট ও আড়াই হাজার কমেন্ট পেয়েছে।
কে এই সাও
ভাইরাল হওয়ার পর নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন সাওরি আরাকি। জানিয়েছেন, তিনি বর্তমানে জাপানে একটি অফিসে কাজ করছেন। পাশাপাশি তিনি একজন মডেল ও অভিনেত্রী হিসেবেও কাজ করেন।
তিনি আরও জানান, তিনি ছিলেন জে-পপ গার্ল গ্রুপ ‘টোকিও গার্লস ব্রাভো’র সদস্য। সেখানে তিনি ‘আরাকি সাওরি’ নামে পরিবেশনা করতেন।
১৯৯৬ সালের ১৩ মে জাপানের নাগাসাকি শহরে সাওরি জন্মগ্রহণ করেন। হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে তিনি এখন ভক্তদের সঙ্গে আরও গভীরভাবে যোগাযোগ করছেন।
ভাইরাল হওয়ার পর তাঁর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা লাফিয়ে বেড়ে বর্তমানে ২ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। তাঁর মার্জিত চেহারা, পরিশীলিত ভঙ্গিমা এবং একধরনের বিনয়ী অথচ অদ্ভুত ব্যক্তিত্ব দর্শকদের মন ছুঁয়ে গেছে দেশ-বিদেশে।
সম্প্রতি ইনস্টাগ্রামে আরও কিছু ছবি পোস্ট করে সাও জানান, ভাইরাল হওয়া ছবিটি মূলত একটি করপোরেট ফটোশুটের অংশ ছিল।
ভাইরাল হওয়ার পর তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলের ঘোষণা দেন, যেখানে ইতিমধ্যে সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৪ হাজার।
সামাজিক মাধ্যমে কত দ্রুত খ্যাতি অর্জন করা সম্ভব, এরই এক বাস্তব উদাহরণ সাওরির এই উত্থান।
তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস
আর্দ্র আবহাওয়াতেও কার্যকরভাবে কাজ করতে পারে—এমন একধরনের ভাঁজযোগ্য সৌরকোষ তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা। এটি খুব কম খরচেই তৈরি করা সম্ভব বলে দাবি করেছেন গবেষকেরা। তাই এই উদ্ভাবন সৌরপ্রযুক্তির ক্ষেত্রে এক বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
৪ ঘণ্টা আগেমিস্টার বিস্ট নামে পরিচিত ইউটিবের সুপারস্টার জিমি ডোনাল্ডসন নতুন ইতিহাস গড়লেন। তাঁর প্রধান চ্যানেল ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি সাবস্ক্রাইবার পার করায় বিশ্বের প্রথম একক ক্রিয়েটরের স্বীকৃতি পেলেন তিনি। এই উপলক্ষে ইউটিউব তাঁকে একটি বিশেষ ধরনের প্লে বাটন ট্রফি প্রদান করে, যা এই অবিস্মরণীয় কৃতিত্বের স্মারক।
৭ ঘণ্টা আগেপ্রযুক্তি খাতে আবারও নজির গড়েছে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গত বৃহস্পতিবার সংক্ষেপে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার বাজারমূল্যে পৌঁছায় কোম্পানিটি এর আগে কেবল এনভিডিয়া এ মাইলফলকে পৌঁছেছিল।
৮ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে লাইভ ভিডিও করতে এখন থেকে কমপক্ষে ১ হাজার ফলোয়ার থাকতে হবে। সেই সঙ্গে অ্যাকাউন্টটি অবশ্যই পাবলিক হতে হবে। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এ তথ্য নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগে