আজকের পত্রিকা ডেস্ক
আর্দ্র আবহাওয়াতেও কার্যকরভাবে কাজ করতে পারে—এমন একধরনের ভাঁজযোগ্য সৌরকোষ তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা। এটি খুব কম খরচেই তৈরি করা সম্ভব বলে দাবি করেছেন গবেষকেরা। তাই এই উদ্ভাবন সৌরপ্রযুক্তির ক্ষেত্রে এক বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এই প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন কোরিয়া ইনস্টিটিউট অব ম্যাটেরিয়ালস সায়েন্সের (কেআইএমএস) গবেষক ড. দোং-চান লিম ও ড. সো-য়ন কিমের নেতৃত্বাধীন গবেষক দল। তাঁদের গবেষণা ‘কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং জার্নাল’-এ প্রকাশিত হয়েছে।
গবেষণায় ব্যবহৃত মূল উপাদানটি হলো পেরোভস্কাইট নামের একটি বিশেষ উপাদান। এটি সিলিকনের তুলনায় অনেক হালকা, সাশ্রয়ী এবং সূর্যের আলো শোষণে অত্যন্ত কার্যকর। সবচেয়ে বড় সুবিধা হলো—এই উপাদান দিয়ে ভাঁজযোগ্য নমনীয় ফিল্ম তৈরি করা যায়। এই ফিল্ম সহজে বহনযোগ্য প্যানেল বা পরিধানযোগ্য গ্যাজেট তৈরির উপযোগী।
তবে এত দিন পর্যন্ত একটি বড় সমস্যা ছিল—পেরোভস্কাইট আর্দ্রতার সংস্পর্শে এলেই ভেঙে পড়ে। এই কারণে সৌরকোষ তৈরির সময় বিশেষ শুকনো পরিবেশের প্রয়োজন হতো, যা উৎপাদন ব্যয় বাড়িয়ে দেয় এবং বড় পরিসরে প্রযুক্তিটি বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়ায়।
এই সমস্যার সমাধানে গবেষক দল একটি নতুন কৌশল গ্রহণ করে। তাঁরা সৌরকোষের আলো শোষণকারী স্তরের ওপরে ও নিচে বিশেষ ধরনের দ্বি-মাত্রিক (২ ডি) পেরোভস্কাইট বসিয়ে দেন। এটি আর্দ্রতা দূর করতে এবং কোষটিকে আরও স্থিতিশীল করতে সাহায্য করে।
গবেষণায় দেখা গেছে, এই নতুন পদ্ধতিতে তৈরি নমনীয় পেরোভস্কাইট সৌরকোষগুলো ৫০ শতাংশ আর্দ্রতায় কার্যকরভাবে কাজ করেছে। ২ হাজার ৮০০ ঘণ্টার বেশি সময় ধরে চালানোর পরও সেগুলো ৮৫ শতাংশের বেশি শক্তি ধরে রেখেছে।
এ ছাড়া কোষগুলো কঠোর যান্ত্রিক পরীক্ষাও পাস করেছে। ১০ হাজারবার বাঁকানোর পরও এর ৯৬ শতাংশ কার্যকারিতা অটুট ছিল। এমনকি পাশ থেকে টানা ও চাপ দেওয়ার মতো চরম পরীক্ষায়ও এটি ৮৭ শতাংশ কার্যকর ছিল। এটি প্রমাণ করে, নতুন এই নকশা কেবল আর্দ্রতা প্রতিরোধী নয়, বরং যথেষ্ট মজবুত ও নমনীয়ও।
সবচেয়ে আশার বিষয় হলো, গবেষক দল প্রযুক্তিটিকে বড় পরিসরে উৎপাদনের উপযোগী করে তুলেছে। অর্থাৎ, এটি কেবল গবেষণাগারেই সীমাবদ্ধ নয়, বাস্তব জীবনে ব্যবহার করা সম্ভব।
ড. লিম জানান, ব্যয়বহুল যন্ত্রপাতি ছাড়াই উচ্চ কার্যকারিতা সম্পন্ন এই সৌরকোষ তৈরি করা গেলে উৎপাদন খরচ অনেক কমে যাবে। এটি সৌরশক্তিকে আরও সাশ্রয়ী করে তুলবে।
গবেষণা দল এখন প্রযুক্তিটির আরও উন্নয়ন এবং বিভিন্ন পরিবেশে এর কার্যকারিতা পরীক্ষার পরিকল্পনা করছে। পাশাপাশি বড় পরিসরে উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। এর মাধ্যমে বিশ্বজুড়ে আরও বেশি মানুষ সাশ্রয়ী ও টেকসই সৌরশক্তির সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে।
আর্দ্র আবহাওয়াতেও কার্যকরভাবে কাজ করতে পারে—এমন একধরনের ভাঁজযোগ্য সৌরকোষ তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা। এটি খুব কম খরচেই তৈরি করা সম্ভব বলে দাবি করেছেন গবেষকেরা। তাই এই উদ্ভাবন সৌরপ্রযুক্তির ক্ষেত্রে এক বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এই প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন কোরিয়া ইনস্টিটিউট অব ম্যাটেরিয়ালস সায়েন্সের (কেআইএমএস) গবেষক ড. দোং-চান লিম ও ড. সো-য়ন কিমের নেতৃত্বাধীন গবেষক দল। তাঁদের গবেষণা ‘কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং জার্নাল’-এ প্রকাশিত হয়েছে।
গবেষণায় ব্যবহৃত মূল উপাদানটি হলো পেরোভস্কাইট নামের একটি বিশেষ উপাদান। এটি সিলিকনের তুলনায় অনেক হালকা, সাশ্রয়ী এবং সূর্যের আলো শোষণে অত্যন্ত কার্যকর। সবচেয়ে বড় সুবিধা হলো—এই উপাদান দিয়ে ভাঁজযোগ্য নমনীয় ফিল্ম তৈরি করা যায়। এই ফিল্ম সহজে বহনযোগ্য প্যানেল বা পরিধানযোগ্য গ্যাজেট তৈরির উপযোগী।
তবে এত দিন পর্যন্ত একটি বড় সমস্যা ছিল—পেরোভস্কাইট আর্দ্রতার সংস্পর্শে এলেই ভেঙে পড়ে। এই কারণে সৌরকোষ তৈরির সময় বিশেষ শুকনো পরিবেশের প্রয়োজন হতো, যা উৎপাদন ব্যয় বাড়িয়ে দেয় এবং বড় পরিসরে প্রযুক্তিটি বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়ায়।
এই সমস্যার সমাধানে গবেষক দল একটি নতুন কৌশল গ্রহণ করে। তাঁরা সৌরকোষের আলো শোষণকারী স্তরের ওপরে ও নিচে বিশেষ ধরনের দ্বি-মাত্রিক (২ ডি) পেরোভস্কাইট বসিয়ে দেন। এটি আর্দ্রতা দূর করতে এবং কোষটিকে আরও স্থিতিশীল করতে সাহায্য করে।
গবেষণায় দেখা গেছে, এই নতুন পদ্ধতিতে তৈরি নমনীয় পেরোভস্কাইট সৌরকোষগুলো ৫০ শতাংশ আর্দ্রতায় কার্যকরভাবে কাজ করেছে। ২ হাজার ৮০০ ঘণ্টার বেশি সময় ধরে চালানোর পরও সেগুলো ৮৫ শতাংশের বেশি শক্তি ধরে রেখেছে।
এ ছাড়া কোষগুলো কঠোর যান্ত্রিক পরীক্ষাও পাস করেছে। ১০ হাজারবার বাঁকানোর পরও এর ৯৬ শতাংশ কার্যকারিতা অটুট ছিল। এমনকি পাশ থেকে টানা ও চাপ দেওয়ার মতো চরম পরীক্ষায়ও এটি ৮৭ শতাংশ কার্যকর ছিল। এটি প্রমাণ করে, নতুন এই নকশা কেবল আর্দ্রতা প্রতিরোধী নয়, বরং যথেষ্ট মজবুত ও নমনীয়ও।
সবচেয়ে আশার বিষয় হলো, গবেষক দল প্রযুক্তিটিকে বড় পরিসরে উৎপাদনের উপযোগী করে তুলেছে। অর্থাৎ, এটি কেবল গবেষণাগারেই সীমাবদ্ধ নয়, বাস্তব জীবনে ব্যবহার করা সম্ভব।
ড. লিম জানান, ব্যয়বহুল যন্ত্রপাতি ছাড়াই উচ্চ কার্যকারিতা সম্পন্ন এই সৌরকোষ তৈরি করা গেলে উৎপাদন খরচ অনেক কমে যাবে। এটি সৌরশক্তিকে আরও সাশ্রয়ী করে তুলবে।
গবেষণা দল এখন প্রযুক্তিটির আরও উন্নয়ন এবং বিভিন্ন পরিবেশে এর কার্যকারিতা পরীক্ষার পরিকল্পনা করছে। পাশাপাশি বড় পরিসরে উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। এর মাধ্যমে বিশ্বজুড়ে আরও বেশি মানুষ সাশ্রয়ী ও টেকসই সৌরশক্তির সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ দিন আগে