অনিন্দ্য চৌধুরী অর্ণব
মোবাইল ফোন কিংবা কম্পিউটারের নানান গবেষণার মাঝেও বেশি গবেষণা করা হয় স্টোরেজ নিয়ে। মেগাবাইট থেকে টেরাবাইটের সময়ে দাঁড়িয়েও মনে হচ্ছে তথ্য বা ডেটা সংরক্ষণের জায়গা যেন কম পড়ছে, তথ্য রাখার জন্য আরও বেশি স্টোরেজ চাই। কিন্তু ১৯৯৫ সালে তথ্য বা ডেটা সংরক্ষণের নতুন যে আবিষ্কারের কথা শুনিয়েছিলেন রোমকে জ্যঁ বার্নহার্ড স্লুট, সেই আবিষ্কার হারিয়ে না গেলে প্রচলিত পদ্ধতির বাইরে বেরিয়ে হয়তো স্টোরেজ নিয়ে নতুন গল্প লেখা হতো।
তিন ভাইবোনের মধ্যে ছোট্ট স্লুট জন্মের পরপরই বাবাকে হারান। ডাচ টেকনিক্যাল স্কুলে পাঠরত অবস্থাতেই স্কুল ছেড়ে রেডিও স্টেশনে কাজ নেন। তারপর সেটা ছেড়ে ফিলিপস ইলেকট্রনিকস সংস্থায় কিছুদিন কাজ করে যোগ দেন একটি অডিও-ভিডিও স্টোরে। সেখানে কয়েক বছর কাজ করে অন্য এক শহরে গিয়ে খোলেন নিজস্ব একটি টিভি ও অন্যান্য যন্ত্রপাতি মেরামতের সংস্থা। ১৯৮৪ সালে কম্পিউটার প্রযুক্তিতে নিজেকে যুক্ত করেন স্লুট। শুরু করেন ফিলিপস পি ২০০০, কমোডর ৬৪, আইবিএম পিসি এক্সটির মতো কম্পিউটার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা। আর সেই সব করতে করতেই মেরামত পরিষেবার একটি অদ্ভুত নেটওয়ার্ক তৈরি করেন, যেখানে সমস্ত মেরামতি কাজের পুঙ্খানুপুঙ্খ তথ্য সংরক্ষণ করা হতো। স্লুট এই নেটওয়ার্কের নাম রেখেছিলেন রেপাবেস। দিনে দিনে রেপাবেসের পরিসর দীর্ঘ হচ্ছিল আর স্টোরেজ বলতে তখন ফ্লপি! স্লুট পাগলের মতো তথ্য সংরক্ষণের জন্য বিকল্প কিছু আবিষ্কারের সন্ধান করছিলেন। ১৯৯৫ সালে স্লুট একটি ডেটা এনকোডিং কৌশল তৈরি করে নাম দেন স্লুট ডিজিটাল কোডিং সিস্টেম বা এসডিসিএস।
আট কিলোবাইটের মধ্যে একটি আস্ত সিনেমা সংরক্ষণ করতে পারা স্লুট ডিজিটাল কোডিং সিস্টেম দ্রুত প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে। স্লটের সহকর্মী জস ভ্যান রসাম এতে বিনিয়োগ করতে এগিয়ে আসেন। ১৯৯৬ সালে আবিষ্কর্তা স্লুট আর মালিক রসাম ছয় বছরের স্বত্ব পান এসডিসিএসের।
প্রযুক্তি বিনিয়োগকারীরা এনকোডিং সিস্টেমে অপার সম্ভাবনা ও লাভের সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। অনেক বিনিয়োগকারী এই প্রযুক্তি কিনতেও চেয়েছিলেন। ফিলিপসের সাবেক কর্তা পিপার সেখানকার চাকরি বাদ দিয়ে স্লুটের সংস্থায় সিইও হিসেবে যোগ দেন। শুধু তাই নয়, তিনি প্রচুর বিনিয়োগও করতে চান স্লুটের ব্যবসায়। কিন্তু চুক্তির ঠিক এক দিন আগে ১৯৯৯ সালের ১১ জুলাই রহস্যজনকভাবে বাড়ির বাগানে স্লুটের মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তে হার্টঅ্যাটাক বলা হলেও মনে করা হয় সেটা ছিল খুন। স্লুটের মৃত্যুর সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে হারিয়ে যায় তাঁর বিস্ময় আবিষ্কারটিও। যদিও পিপার ও পার্কিন্স চেয়েছিলেন স্লুট ডিজিটাল কোডিং সিস্টেম বা এসডিসিএস প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু বিশেষ ও গুরুত্বপূর্ণ তথ্য যে ফ্লপি ডিস্কটিতে ছিল, তা খুঁজে পাওয়া যায়নি। আর তাই এসডিসিএস কোনো সিনেমাকে কীভাবে সংকেতে পরিণত করে সংরক্ষণ করত বা নম্বর দিলে সেই সিনেমা কীভাবে চালু হতো, সেই প্রযুক্তি অপ্রকাশ্যই থেকে গেছে।
সূত্র: কিটাটিভি ডটকম, স্টিমিট
মোবাইল ফোন কিংবা কম্পিউটারের নানান গবেষণার মাঝেও বেশি গবেষণা করা হয় স্টোরেজ নিয়ে। মেগাবাইট থেকে টেরাবাইটের সময়ে দাঁড়িয়েও মনে হচ্ছে তথ্য বা ডেটা সংরক্ষণের জায়গা যেন কম পড়ছে, তথ্য রাখার জন্য আরও বেশি স্টোরেজ চাই। কিন্তু ১৯৯৫ সালে তথ্য বা ডেটা সংরক্ষণের নতুন যে আবিষ্কারের কথা শুনিয়েছিলেন রোমকে জ্যঁ বার্নহার্ড স্লুট, সেই আবিষ্কার হারিয়ে না গেলে প্রচলিত পদ্ধতির বাইরে বেরিয়ে হয়তো স্টোরেজ নিয়ে নতুন গল্প লেখা হতো।
তিন ভাইবোনের মধ্যে ছোট্ট স্লুট জন্মের পরপরই বাবাকে হারান। ডাচ টেকনিক্যাল স্কুলে পাঠরত অবস্থাতেই স্কুল ছেড়ে রেডিও স্টেশনে কাজ নেন। তারপর সেটা ছেড়ে ফিলিপস ইলেকট্রনিকস সংস্থায় কিছুদিন কাজ করে যোগ দেন একটি অডিও-ভিডিও স্টোরে। সেখানে কয়েক বছর কাজ করে অন্য এক শহরে গিয়ে খোলেন নিজস্ব একটি টিভি ও অন্যান্য যন্ত্রপাতি মেরামতের সংস্থা। ১৯৮৪ সালে কম্পিউটার প্রযুক্তিতে নিজেকে যুক্ত করেন স্লুট। শুরু করেন ফিলিপস পি ২০০০, কমোডর ৬৪, আইবিএম পিসি এক্সটির মতো কম্পিউটার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা। আর সেই সব করতে করতেই মেরামত পরিষেবার একটি অদ্ভুত নেটওয়ার্ক তৈরি করেন, যেখানে সমস্ত মেরামতি কাজের পুঙ্খানুপুঙ্খ তথ্য সংরক্ষণ করা হতো। স্লুট এই নেটওয়ার্কের নাম রেখেছিলেন রেপাবেস। দিনে দিনে রেপাবেসের পরিসর দীর্ঘ হচ্ছিল আর স্টোরেজ বলতে তখন ফ্লপি! স্লুট পাগলের মতো তথ্য সংরক্ষণের জন্য বিকল্প কিছু আবিষ্কারের সন্ধান করছিলেন। ১৯৯৫ সালে স্লুট একটি ডেটা এনকোডিং কৌশল তৈরি করে নাম দেন স্লুট ডিজিটাল কোডিং সিস্টেম বা এসডিসিএস।
আট কিলোবাইটের মধ্যে একটি আস্ত সিনেমা সংরক্ষণ করতে পারা স্লুট ডিজিটাল কোডিং সিস্টেম দ্রুত প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে। স্লটের সহকর্মী জস ভ্যান রসাম এতে বিনিয়োগ করতে এগিয়ে আসেন। ১৯৯৬ সালে আবিষ্কর্তা স্লুট আর মালিক রসাম ছয় বছরের স্বত্ব পান এসডিসিএসের।
প্রযুক্তি বিনিয়োগকারীরা এনকোডিং সিস্টেমে অপার সম্ভাবনা ও লাভের সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। অনেক বিনিয়োগকারী এই প্রযুক্তি কিনতেও চেয়েছিলেন। ফিলিপসের সাবেক কর্তা পিপার সেখানকার চাকরি বাদ দিয়ে স্লুটের সংস্থায় সিইও হিসেবে যোগ দেন। শুধু তাই নয়, তিনি প্রচুর বিনিয়োগও করতে চান স্লুটের ব্যবসায়। কিন্তু চুক্তির ঠিক এক দিন আগে ১৯৯৯ সালের ১১ জুলাই রহস্যজনকভাবে বাড়ির বাগানে স্লুটের মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তে হার্টঅ্যাটাক বলা হলেও মনে করা হয় সেটা ছিল খুন। স্লুটের মৃত্যুর সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে হারিয়ে যায় তাঁর বিস্ময় আবিষ্কারটিও। যদিও পিপার ও পার্কিন্স চেয়েছিলেন স্লুট ডিজিটাল কোডিং সিস্টেম বা এসডিসিএস প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু বিশেষ ও গুরুত্বপূর্ণ তথ্য যে ফ্লপি ডিস্কটিতে ছিল, তা খুঁজে পাওয়া যায়নি। আর তাই এসডিসিএস কোনো সিনেমাকে কীভাবে সংকেতে পরিণত করে সংরক্ষণ করত বা নম্বর দিলে সেই সিনেমা কীভাবে চালু হতো, সেই প্রযুক্তি অপ্রকাশ্যই থেকে গেছে।
সূত্র: কিটাটিভি ডটকম, স্টিমিট
বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
৬ ঘণ্টা আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
৭ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
৮ ঘণ্টা আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
৯ ঘণ্টা আগে