কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি ইনফ্লুয়েন্সারদের নিয়ে বিশ্বের প্রথম সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীর মুকুট অর্জন করেছেন কেনজা লাইলি নামে মরক্কোর ইনফ্লুয়েন্সার। এই শিরোপার সঙ্গে ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছে লাইলি।
এআই দিয়ে বিভিন্ন একটি অ্যাভাটার তৈরি করে থাকে প্রযুক্তি কোম্পানি। কৃত্রিম মডেলগুলো ছবি দেখতে একদম বাস্তব বলে মনে হয়। এদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট থাকে। এআই ইনফ্লুয়েন্সারদের একেকজনের একেক বৈশিষ্ট্য থাকে। বিভিন্ন কাল্পনিক প্রেক্ষাপট জুড়ে দিয়ে তাদের ছবি অ্যাকাউন্টগুলোতে নিয়মিতভাবে পোস্ট করা হয়। এসব অ্যাকাউন্টের হাজার হাজার ফলোয়ার রয়েছে। বিশেষ করে ইনস্টাগ্রামে এই ধরনের ইনফ্লুয়েন্সাররা জনপ্রিয়। এমনই এআই ইনফ্লুয়েন্সাদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিজয়ী কেনজা লাইলি একজন অ্যাকটিভিস্ট ও ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার। মরক্কোর প্রথম ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সার হলো লাইলি। নিজের কনটেন্টের মাধ্যমে লাইলি মরক্কোর ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায়। এ ছাড়া বিভিন্ন খাবার, সংস্কৃতি, ফ্যাশন ও সৌন্দর্য বিষয়ে পোস্ট করে লাইলি। খুব দ্রুতই এই এআই জনপ্রিয়তা পায়। প্রায় ১ হাজার ৫০০ প্রতিযোগীকে পেছনে ফেলে পুরস্কৃত হয়েছে এই এআই।
শিরোপা জয়ের পর লাইলি বলেন, শিক্ষা ও ইতিবাচক উদাহরণের মাধ্যমে আমরা সমাজে এআইয়ের ভূমিকা সম্পর্কে আরও সচেতন ও আশাবাদী দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারি। মরক্কোর হয়ে এই পুরস্কার জিততে পেরে আমিও গর্বিত!’
গত এপ্রিলে ‘মিস এআই’ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেয় অনলাইন প্ল্যাটফর্ম ‘ফ্যানভু’। এই প্রতিযোগিতা এআই দিয়ে তৈরি অ্যাভাটারের নাম নিবন্ধন করেছিল বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এআই ইনফ্লুয়েন্সারের চেহারা, আচরণ, অনলাইন উপস্থিতি ও প্রভাবের মতো বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে সেরা সুন্দরী নির্বাচন করা হয়। পর্যায়ক্রমে শীর্ষ সুন্দরী এআইদের বাছাই করা হয়। এর আগে শীর্ষ দশজনের নাম প্রকাশ করা হয়েছিল। এই তালিকায় বাংলাদেশি এআই ইনফ্লুয়েন্সার এলিজা খানও ছিল।
এ ছাড়া রানার্সআপ হয়েছে ফ্রান্সের লালিনা ভালিনা ও পর্তুগালের অলিভিয়া সি।
তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি ইনফ্লুয়েন্সারদের নিয়ে বিশ্বের প্রথম সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীর মুকুট অর্জন করেছেন কেনজা লাইলি নামে মরক্কোর ইনফ্লুয়েন্সার। এই শিরোপার সঙ্গে ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছে লাইলি।
এআই দিয়ে বিভিন্ন একটি অ্যাভাটার তৈরি করে থাকে প্রযুক্তি কোম্পানি। কৃত্রিম মডেলগুলো ছবি দেখতে একদম বাস্তব বলে মনে হয়। এদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট থাকে। এআই ইনফ্লুয়েন্সারদের একেকজনের একেক বৈশিষ্ট্য থাকে। বিভিন্ন কাল্পনিক প্রেক্ষাপট জুড়ে দিয়ে তাদের ছবি অ্যাকাউন্টগুলোতে নিয়মিতভাবে পোস্ট করা হয়। এসব অ্যাকাউন্টের হাজার হাজার ফলোয়ার রয়েছে। বিশেষ করে ইনস্টাগ্রামে এই ধরনের ইনফ্লুয়েন্সাররা জনপ্রিয়। এমনই এআই ইনফ্লুয়েন্সাদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিজয়ী কেনজা লাইলি একজন অ্যাকটিভিস্ট ও ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার। মরক্কোর প্রথম ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সার হলো লাইলি। নিজের কনটেন্টের মাধ্যমে লাইলি মরক্কোর ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায়। এ ছাড়া বিভিন্ন খাবার, সংস্কৃতি, ফ্যাশন ও সৌন্দর্য বিষয়ে পোস্ট করে লাইলি। খুব দ্রুতই এই এআই জনপ্রিয়তা পায়। প্রায় ১ হাজার ৫০০ প্রতিযোগীকে পেছনে ফেলে পুরস্কৃত হয়েছে এই এআই।
শিরোপা জয়ের পর লাইলি বলেন, শিক্ষা ও ইতিবাচক উদাহরণের মাধ্যমে আমরা সমাজে এআইয়ের ভূমিকা সম্পর্কে আরও সচেতন ও আশাবাদী দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারি। মরক্কোর হয়ে এই পুরস্কার জিততে পেরে আমিও গর্বিত!’
গত এপ্রিলে ‘মিস এআই’ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেয় অনলাইন প্ল্যাটফর্ম ‘ফ্যানভু’। এই প্রতিযোগিতা এআই দিয়ে তৈরি অ্যাভাটারের নাম নিবন্ধন করেছিল বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এআই ইনফ্লুয়েন্সারের চেহারা, আচরণ, অনলাইন উপস্থিতি ও প্রভাবের মতো বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে সেরা সুন্দরী নির্বাচন করা হয়। পর্যায়ক্রমে শীর্ষ সুন্দরী এআইদের বাছাই করা হয়। এর আগে শীর্ষ দশজনের নাম প্রকাশ করা হয়েছিল। এই তালিকায় বাংলাদেশি এআই ইনফ্লুয়েন্সার এলিজা খানও ছিল।
এ ছাড়া রানার্সআপ হয়েছে ফ্রান্সের লালিনা ভালিনা ও পর্তুগালের অলিভিয়া সি।
তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট
একই সঙ্গে বহু মানুষের কাছে নিজের পণ্য, পরিষেবা বা ব্র্যান্ডকে তুলে ধরতে ব্যবহার করতে পারেন ফেসবুক বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপন ফেসবুকের ফিডে দেখা যায়। বিজ্ঞাপনগুলো ছবি, ভিডিও, ক্যারোসল বা কালেকশনের মতো বিভিন্ন ফরম্যাটে পোস্ট করা যায়। উপযুক্ত ফরম্যাট ব্যবহার করে ক্রেতাদের আরও ভালোভাবে দৃষ্টি আকর্ষণ করা যায়
২ ঘণ্টা আগেদেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
১২ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১৭ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
২১ ঘণ্টা আগে