Ajker Patrika

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য যেভাবে সরাবেন

ফিচার ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অনলাইনে প্রতারণার অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে মানুষের ব্যক্তিগত তথ্য। ই-মেইল, মোবাইল ফোন নম্বর, ঠিকানা কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য—সবই আজকাল অনলাইনে ঘুরে বেড়ায়। আর এই তথ্যগুলো গুগল সার্চে সহজে পাওয়া যায়, যা হতে পারে প্রতারণার বড় কারণ।

তবে আশার কথা হলো, ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় গুগল এখন ব্যক্তিগত তথ্য মোছার সুবিধা চালু করেছে। এই সুবিধা কাজে লাগিয়ে যে কেউ গুগল সার্চে থাকা নিজের সংবেদনশীল তথ্য মুছে ফেলতে পারবেন।

গুগল সম্প্রতি চালু করেছে ‘রেজাল্ট অ্যাবাউট ইউ’ নামের একটি ফিচার। এটির মাধ্যমে ব্যবহারকারীরা গুগল সার্চে নিজের নাম, মোবাইল ফোন নম্বর, ঠিকানা বা ই-মেইল খুঁজে পেলে তা সরানোর আবেদন করতে পারবেন।

ব্যবহারের ধাপ

  • https:/ /myactivity.google.com/results-about-you এই পেজে প্রবেশ করুন।
  • গুগল অ্যাকাউন্টে লগইন করুন।
  • নিজের মোবাইল ফোন নম্বর, ই-মেইল ও ঠিকানা লিখে দিন।
  • ই-মেইল বা অ্যাপে নোটিফিকেশন পাঠাতে অনুমতি চাইবে। এরপর অনুমতি দিন।

এই উপায়ে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র, ব্যক্তিগত স্বাক্ষর, লগইন তথ্য, মেডিকেল রেকর্ড ইত্যাদি স্পর্শকাতর তথ্য সরানো সম্ভব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত