অ্যাপলের স্মার্টফোনগুলোর মধ্য সবচেয়ে সাশ্রয়ী সিরিজ হলো আইফোন এসই। তবে যারা নতুন আইফোন এসই ৪ মডেলের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য কিছুটা হতাশাজনক সংবাদ রয়েছে। কারণ নতুন মডেলটির দাম আইফোন এসই ৩–এর চেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এবার এই মডেলটির দাম ১৭ শতাংশ বাড়তে পারে।
আইফোন এসই ৪ মডেলটি উন্মোচন হতে পারে ২০২৫ সালের মার্চ মাসে। তবে এর আগেই বিভিন্ন সাইট থেকে এর স্পেসিফিকেশন ও দাম নিয়ে তথ্য ফাঁস হয়েছে।
তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার ইয়োএক্স ১১২২ জানিয়েছেন, এই ফোনের মূল্য যুক্তরাষ্ট্রে ৫০০ ডলারে এর নিচে থাকতে পারে। এর মানে হলো, বর্তমান আইফোন এসই ৩ এর মূল্য থেকে প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ বেশি হবে। এর আগেও এই তথ্য বিভিন্ন প্রযুক্তি নিউজসাইট থেকে জানা গেছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরেডার এর আইফোন এসই (২০২২) রিভিউ অনুযায়ী, এই ফোনের ৩য় প্রজন্মের মডেলটি ৪২৯ ডলারে দামে শুরু হয়েছিল। তাই এটা অযৌক্তিক নয় যে,৩ বছর পর বাজারে আসায় আইফোন এসই–৪ এর দাম কিছুটা বাড়বে। নতুন আইফোন এসই ৪ সম্ভবত ১২৮ জিবি স্টোরেজ নিয়ে শুরু হবে। আইফোন এসই (২০২২) এর ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৪৭৯ ডলার। এভাবে ভাবলে নতুন আইফোন এসই ৪ এর দাম খুব বেশি বাড়বে না।
এই নতুন আইফোন এসই প্রথমবারের মতো এবং হোম বাটনের পরিবর্তে ফেস আইডি থাকবে। নতুন মডেলটি ২০২২ সালের আইফোন ১৪ এর ডিজাইন অনুসরণ করবে।
আরেকটি নতুন তথ্য হলো, এই ফোনটিতে অ্যাপলের নিজস্ব চিপ ব্যবহার করা হতে পারে। এতে ওয়াইফাই ও ৫জি থাকবে। এই পরিবর্তনটি যদি সত্যি হয়, তবে ফোনটি উৎপাদনে অ্যাপলের খরচ কিছুটা কম যেতে পারে। কিন্তু সেই সাশ্রয় গ্রাহকদের কাছে পৌঁছাবে কিনা, তা সময় বলবে।
তবে, আইফোন এসই ৪ এর দাম দেশভেদে ভিন্ন হতে পারে। যেমন: দক্ষিণ কোরিয়াতে এর মূল্য ৮ লাখ ওয়ান এর বেশি হতে পারে, যা বর্তমান মডেলের তুলনায় (৬ লাখ ৫০ হাজার) অনেক বেশি। সুতরাং, আপনার অবস্থান অনুযায়ী দাম কিছুটা কম বা বেশি হতে পারে এবং এটি নির্ভর করবে দেশের আর্থিক পরিস্থিতির ওপর।
তবে এর পর আইফোনের অন্যান্য মডেলের তুলনায় এটি বাজেট ফ্রেন্ডলি আইফোন হিসেবে বাজারে আসবে। তবে অ্যাপল চেষ্টা করবে দাম সঠিক রাখতে।
তথ্যসূত্র: টেকরেডার
অ্যাপলের স্মার্টফোনগুলোর মধ্য সবচেয়ে সাশ্রয়ী সিরিজ হলো আইফোন এসই। তবে যারা নতুন আইফোন এসই ৪ মডেলের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য কিছুটা হতাশাজনক সংবাদ রয়েছে। কারণ নতুন মডেলটির দাম আইফোন এসই ৩–এর চেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এবার এই মডেলটির দাম ১৭ শতাংশ বাড়তে পারে।
আইফোন এসই ৪ মডেলটি উন্মোচন হতে পারে ২০২৫ সালের মার্চ মাসে। তবে এর আগেই বিভিন্ন সাইট থেকে এর স্পেসিফিকেশন ও দাম নিয়ে তথ্য ফাঁস হয়েছে।
তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার ইয়োএক্স ১১২২ জানিয়েছেন, এই ফোনের মূল্য যুক্তরাষ্ট্রে ৫০০ ডলারে এর নিচে থাকতে পারে। এর মানে হলো, বর্তমান আইফোন এসই ৩ এর মূল্য থেকে প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ বেশি হবে। এর আগেও এই তথ্য বিভিন্ন প্রযুক্তি নিউজসাইট থেকে জানা গেছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরেডার এর আইফোন এসই (২০২২) রিভিউ অনুযায়ী, এই ফোনের ৩য় প্রজন্মের মডেলটি ৪২৯ ডলারে দামে শুরু হয়েছিল। তাই এটা অযৌক্তিক নয় যে,৩ বছর পর বাজারে আসায় আইফোন এসই–৪ এর দাম কিছুটা বাড়বে। নতুন আইফোন এসই ৪ সম্ভবত ১২৮ জিবি স্টোরেজ নিয়ে শুরু হবে। আইফোন এসই (২০২২) এর ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৪৭৯ ডলার। এভাবে ভাবলে নতুন আইফোন এসই ৪ এর দাম খুব বেশি বাড়বে না।
এই নতুন আইফোন এসই প্রথমবারের মতো এবং হোম বাটনের পরিবর্তে ফেস আইডি থাকবে। নতুন মডেলটি ২০২২ সালের আইফোন ১৪ এর ডিজাইন অনুসরণ করবে।
আরেকটি নতুন তথ্য হলো, এই ফোনটিতে অ্যাপলের নিজস্ব চিপ ব্যবহার করা হতে পারে। এতে ওয়াইফাই ও ৫জি থাকবে। এই পরিবর্তনটি যদি সত্যি হয়, তবে ফোনটি উৎপাদনে অ্যাপলের খরচ কিছুটা কম যেতে পারে। কিন্তু সেই সাশ্রয় গ্রাহকদের কাছে পৌঁছাবে কিনা, তা সময় বলবে।
তবে, আইফোন এসই ৪ এর দাম দেশভেদে ভিন্ন হতে পারে। যেমন: দক্ষিণ কোরিয়াতে এর মূল্য ৮ লাখ ওয়ান এর বেশি হতে পারে, যা বর্তমান মডেলের তুলনায় (৬ লাখ ৫০ হাজার) অনেক বেশি। সুতরাং, আপনার অবস্থান অনুযায়ী দাম কিছুটা কম বা বেশি হতে পারে এবং এটি নির্ভর করবে দেশের আর্থিক পরিস্থিতির ওপর।
তবে এর পর আইফোনের অন্যান্য মডেলের তুলনায় এটি বাজেট ফ্রেন্ডলি আইফোন হিসেবে বাজারে আসবে। তবে অ্যাপল চেষ্টা করবে দাম সঠিক রাখতে।
তথ্যসূত্র: টেকরেডার
২০১৩ সাল থেকে বাংলায় প্রযুক্তি রিভিউ কনটেন্ট নির্মাণ করে তিনি গড়ে তুলেছেন ‘এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি’ নামের একটি ইউটিউব প্ল্যাটফর্ম। এখানে তিনি সহজ ভাষায় তুলে ধরছেন মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন স্মার্ট ডিভাইসের খুঁটিনাটি বিশ্লেষণ। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ২৫ লাখ ৬০ হাজার
১ ঘণ্টা আগেসম্প্রতি একদল শৌখিন বিজ্ঞানী সৌরজগতের প্রায় শেষ সীমায়, প্লুটো থেকেও বহুদূরে কুইপার বেল্ট ছাড়িয়ে, আরেকটি রহস্যময় গ্রহ আবিষ্কার করতে পেরেছেন। সৌরজগতের ওই অঞ্চলে আলো এবং তাপমাত্রা খুব কম। তবে বিস্ময়কর গ্রহটি একটি সাধারণ গ্রহের তুলনায় আকার-আয়তনে বেশ ছোট। মাত্র ৭০০ কিলোমিটার বা ৪৩৫ মাইল ব্যাসের এই বামন
২ ঘণ্টা আগেফেসবুকের গোপনীয়তা লঙ্ঘনে ৮ বিলিয়ন ডলারের মামলার তোপে পড়েছিলেন মার্ক জাকারবার্গ। অভিযোগটা ছিল গুরুতর, ফেসবুক নাকি বছরের পর বছর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গচ্ছিত রাখতে পারেনি। আর সেগুলো তৃতীয় পক্ষের হাতে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ দিন দিন বেড়েই চলেছে। এই প্লাস্টিক বর্জ্য এখন পরিবেশের জন্য এক মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। প্রতিবছর সমুদ্রে প্রায় ১১ মিলিয়ন টন বর্জ্য ফেলা হচ্ছে। এ কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য পড়ছে ধ্বংসের মুখে।
২ ঘণ্টা আগে