অ্যাপলের স্মার্টফোনগুলোর মধ্য সবচেয়ে সাশ্রয়ী সিরিজ হলো আইফোন এসই। তবে যারা নতুন আইফোন এসই ৪ মডেলের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য কিছুটা হতাশাজনক সংবাদ রয়েছে। কারণ নতুন মডেলটির দাম আইফোন এসই ৩–এর চেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এবার এই মডেলটির দাম ১৭ শতাংশ বাড়তে পারে।
আইফোন এসই ৪ মডেলটি উন্মোচন হতে পারে ২০২৫ সালের মার্চ মাসে। তবে এর আগেই বিভিন্ন সাইট থেকে এর স্পেসিফিকেশন ও দাম নিয়ে তথ্য ফাঁস হয়েছে।
তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার ইয়োএক্স ১১২২ জানিয়েছেন, এই ফোনের মূল্য যুক্তরাষ্ট্রে ৫০০ ডলারে এর নিচে থাকতে পারে। এর মানে হলো, বর্তমান আইফোন এসই ৩ এর মূল্য থেকে প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ বেশি হবে। এর আগেও এই তথ্য বিভিন্ন প্রযুক্তি নিউজসাইট থেকে জানা গেছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরেডার এর আইফোন এসই (২০২২) রিভিউ অনুযায়ী, এই ফোনের ৩য় প্রজন্মের মডেলটি ৪২৯ ডলারে দামে শুরু হয়েছিল। তাই এটা অযৌক্তিক নয় যে,৩ বছর পর বাজারে আসায় আইফোন এসই–৪ এর দাম কিছুটা বাড়বে। নতুন আইফোন এসই ৪ সম্ভবত ১২৮ জিবি স্টোরেজ নিয়ে শুরু হবে। আইফোন এসই (২০২২) এর ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৪৭৯ ডলার। এভাবে ভাবলে নতুন আইফোন এসই ৪ এর দাম খুব বেশি বাড়বে না।
এই নতুন আইফোন এসই প্রথমবারের মতো এবং হোম বাটনের পরিবর্তে ফেস আইডি থাকবে। নতুন মডেলটি ২০২২ সালের আইফোন ১৪ এর ডিজাইন অনুসরণ করবে।
আরেকটি নতুন তথ্য হলো, এই ফোনটিতে অ্যাপলের নিজস্ব চিপ ব্যবহার করা হতে পারে। এতে ওয়াইফাই ও ৫জি থাকবে। এই পরিবর্তনটি যদি সত্যি হয়, তবে ফোনটি উৎপাদনে অ্যাপলের খরচ কিছুটা কম যেতে পারে। কিন্তু সেই সাশ্রয় গ্রাহকদের কাছে পৌঁছাবে কিনা, তা সময় বলবে।
তবে, আইফোন এসই ৪ এর দাম দেশভেদে ভিন্ন হতে পারে। যেমন: দক্ষিণ কোরিয়াতে এর মূল্য ৮ লাখ ওয়ান এর বেশি হতে পারে, যা বর্তমান মডেলের তুলনায় (৬ লাখ ৫০ হাজার) অনেক বেশি। সুতরাং, আপনার অবস্থান অনুযায়ী দাম কিছুটা কম বা বেশি হতে পারে এবং এটি নির্ভর করবে দেশের আর্থিক পরিস্থিতির ওপর।
তবে এর পর আইফোনের অন্যান্য মডেলের তুলনায় এটি বাজেট ফ্রেন্ডলি আইফোন হিসেবে বাজারে আসবে। তবে অ্যাপল চেষ্টা করবে দাম সঠিক রাখতে।
তথ্যসূত্র: টেকরেডার
অ্যাপলের স্মার্টফোনগুলোর মধ্য সবচেয়ে সাশ্রয়ী সিরিজ হলো আইফোন এসই। তবে যারা নতুন আইফোন এসই ৪ মডেলের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য কিছুটা হতাশাজনক সংবাদ রয়েছে। কারণ নতুন মডেলটির দাম আইফোন এসই ৩–এর চেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এবার এই মডেলটির দাম ১৭ শতাংশ বাড়তে পারে।
আইফোন এসই ৪ মডেলটি উন্মোচন হতে পারে ২০২৫ সালের মার্চ মাসে। তবে এর আগেই বিভিন্ন সাইট থেকে এর স্পেসিফিকেশন ও দাম নিয়ে তথ্য ফাঁস হয়েছে।
তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার ইয়োএক্স ১১২২ জানিয়েছেন, এই ফোনের মূল্য যুক্তরাষ্ট্রে ৫০০ ডলারে এর নিচে থাকতে পারে। এর মানে হলো, বর্তমান আইফোন এসই ৩ এর মূল্য থেকে প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ বেশি হবে। এর আগেও এই তথ্য বিভিন্ন প্রযুক্তি নিউজসাইট থেকে জানা গেছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরেডার এর আইফোন এসই (২০২২) রিভিউ অনুযায়ী, এই ফোনের ৩য় প্রজন্মের মডেলটি ৪২৯ ডলারে দামে শুরু হয়েছিল। তাই এটা অযৌক্তিক নয় যে,৩ বছর পর বাজারে আসায় আইফোন এসই–৪ এর দাম কিছুটা বাড়বে। নতুন আইফোন এসই ৪ সম্ভবত ১২৮ জিবি স্টোরেজ নিয়ে শুরু হবে। আইফোন এসই (২০২২) এর ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৪৭৯ ডলার। এভাবে ভাবলে নতুন আইফোন এসই ৪ এর দাম খুব বেশি বাড়বে না।
এই নতুন আইফোন এসই প্রথমবারের মতো এবং হোম বাটনের পরিবর্তে ফেস আইডি থাকবে। নতুন মডেলটি ২০২২ সালের আইফোন ১৪ এর ডিজাইন অনুসরণ করবে।
আরেকটি নতুন তথ্য হলো, এই ফোনটিতে অ্যাপলের নিজস্ব চিপ ব্যবহার করা হতে পারে। এতে ওয়াইফাই ও ৫জি থাকবে। এই পরিবর্তনটি যদি সত্যি হয়, তবে ফোনটি উৎপাদনে অ্যাপলের খরচ কিছুটা কম যেতে পারে। কিন্তু সেই সাশ্রয় গ্রাহকদের কাছে পৌঁছাবে কিনা, তা সময় বলবে।
তবে, আইফোন এসই ৪ এর দাম দেশভেদে ভিন্ন হতে পারে। যেমন: দক্ষিণ কোরিয়াতে এর মূল্য ৮ লাখ ওয়ান এর বেশি হতে পারে, যা বর্তমান মডেলের তুলনায় (৬ লাখ ৫০ হাজার) অনেক বেশি। সুতরাং, আপনার অবস্থান অনুযায়ী দাম কিছুটা কম বা বেশি হতে পারে এবং এটি নির্ভর করবে দেশের আর্থিক পরিস্থিতির ওপর।
তবে এর পর আইফোনের অন্যান্য মডেলের তুলনায় এটি বাজেট ফ্রেন্ডলি আইফোন হিসেবে বাজারে আসবে। তবে অ্যাপল চেষ্টা করবে দাম সঠিক রাখতে।
তথ্যসূত্র: টেকরেডার
সোশ্যাল মিডিয়া জগতে নির্বিঘ্ন যোগাযোগ ও সংযোগের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে কিউআর কোড। আর জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে এই ফিচার গ্রহণ করেছে টিকটক। এই কিউআর কোডগুলো সরাসরি এবং সহজভাবে টিকটক প্রোফাইল ও কনটেন্টের সঙ্গে যুক্ত হওয়ার পথ করে দেয়।
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী মোবাইল ফোনে ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আরও এক ধাপ এগোল ইলন মাস্কের স্পেসএক্স। স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবা (ডাইরেক্ট টু সেল) চালুর জন্য স্পেসএক্স ৫০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনতে একোস্টারের সঙ্গে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ড
১৮ ঘণ্টা আগেমানুষ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ভাষার ধাঁচ রপ্ত করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই বড় ভাষা মডেল (এলএলএম)-এর মতো কথা বলছে বলে দাবি করেন ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান। গত সোমবার এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এই কথা বলেন।
১৯ ঘণ্টা আগেনতুন আইফোন ১৭ সিরিজ উন্মোচনের সঙ্গে সঙ্গে অ্যাপল ৮টি পুরোনো ডিভাইস বিক্রি বন্ধের করবে। প্রতি বছরের মতো এবারও নতুন পণ্য আসার পর অ্যাপল তাদের স্টোর থেকে কিছু আইফোনে পুরোনো মডেল সরিয়ে নিচ্ছে। সেই সঙ্গে কয়েকটি অ্যাপল ওয়াচ ও এয়ারপডস মডেলের বিক্রিও বন্ধ করবে।
১৯ ঘণ্টা আগে