অবশেষে বাজারে এসেছে বিশ্বের প্রথম সাইবারট্রাক। বেশ কয়েক বছর দেরি হওয়ার পর অবশেষে আলোর মুখ দেখল ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার এই উদ্যোগ। শনিবার টেসলার নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টি জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
টেক্সাসের অস্টিনে অবস্থিত টেসলার প্ল্যান্টে বৈদ্যুতিক এই ট্রাকটি নির্মাণ করা হয়। সাইবারট্রাক হলো এমন এক ধরনের বৈদ্যুতিক গাড়ি যা ট্রাকের মতো কিছু সুবিধা দিলেও এর গতি এবং অন্যান্য সুবিধা থাকে স্পোর্টস কারের মতো।
টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ২০১৯ সালে প্রথমবারের মতো সাইবারট্রাক নামে বৈদ্যুতিক পিকআপ ট্রাকের ঘোষণা দেন। সে সময় তিনটি মডেলের কথা জানিয়েছিলেন তিনি। কয়েকটি ট্রাক বাজারেও নামানো হয়েছিল। কিন্তু গাড়িটির নকশাকারকেরা আর্মার গ্লাসে তৈরি গাড়িটির জানালার কাচকে ‘অভঙ্গুর’ বললেও তাতে ফাটল দেখা গিয়েছিল। পরে সে যাত্রায় সাইবার ট্রাক উৎপাদনের সময়সীমা আরও পিছিয়ে দেওয়া হয়।
এরপর বেশ কয়েক দফায় উৎপাদন পিছিয়ে দেওয়া হয়। কারণ হিসেবে ইলন মাস্ক জানান, বেশ কিছু উপকরণের দুষ্প্রাপ্যতার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। অবশেষে চলতি বছরের মে মাসে শেয়ারহোল্ডারদের সঙ্গে এক বৈঠকে মাস্ক জানান, চলতি বছরই সাইবারট্রাক বাজারে আসবে এবং গ্রাহক চাহিদার ভিত্তিতে বছরে আড়াই লাখ সাইবার ট্রাক উৎপাদন করা সম্ভব হবে।
সাইবারট্রাক বাজারে আনায় টেসলাকে যুক্তরাষ্ট্রের বাজারের সবচেয়ে বেশি লাভজনক ইলেকট্রনিক ভেহিকল বিক্রেতা হিসেবে শক্ত আসন গড়ার সুযোগ দেবে। বিশেষ করে ফোর্ড মটরস, রিভিয়ান অটোমেটিভসের মতো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভালোভাবে টিকে থাকার ক্ষেত্রে আলাদা সুবিধা দেবে।
অবশেষে বাজারে এসেছে বিশ্বের প্রথম সাইবারট্রাক। বেশ কয়েক বছর দেরি হওয়ার পর অবশেষে আলোর মুখ দেখল ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার এই উদ্যোগ। শনিবার টেসলার নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টি জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
টেক্সাসের অস্টিনে অবস্থিত টেসলার প্ল্যান্টে বৈদ্যুতিক এই ট্রাকটি নির্মাণ করা হয়। সাইবারট্রাক হলো এমন এক ধরনের বৈদ্যুতিক গাড়ি যা ট্রাকের মতো কিছু সুবিধা দিলেও এর গতি এবং অন্যান্য সুবিধা থাকে স্পোর্টস কারের মতো।
টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ২০১৯ সালে প্রথমবারের মতো সাইবারট্রাক নামে বৈদ্যুতিক পিকআপ ট্রাকের ঘোষণা দেন। সে সময় তিনটি মডেলের কথা জানিয়েছিলেন তিনি। কয়েকটি ট্রাক বাজারেও নামানো হয়েছিল। কিন্তু গাড়িটির নকশাকারকেরা আর্মার গ্লাসে তৈরি গাড়িটির জানালার কাচকে ‘অভঙ্গুর’ বললেও তাতে ফাটল দেখা গিয়েছিল। পরে সে যাত্রায় সাইবার ট্রাক উৎপাদনের সময়সীমা আরও পিছিয়ে দেওয়া হয়।
এরপর বেশ কয়েক দফায় উৎপাদন পিছিয়ে দেওয়া হয়। কারণ হিসেবে ইলন মাস্ক জানান, বেশ কিছু উপকরণের দুষ্প্রাপ্যতার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। অবশেষে চলতি বছরের মে মাসে শেয়ারহোল্ডারদের সঙ্গে এক বৈঠকে মাস্ক জানান, চলতি বছরই সাইবারট্রাক বাজারে আসবে এবং গ্রাহক চাহিদার ভিত্তিতে বছরে আড়াই লাখ সাইবার ট্রাক উৎপাদন করা সম্ভব হবে।
সাইবারট্রাক বাজারে আনায় টেসলাকে যুক্তরাষ্ট্রের বাজারের সবচেয়ে বেশি লাভজনক ইলেকট্রনিক ভেহিকল বিক্রেতা হিসেবে শক্ত আসন গড়ার সুযোগ দেবে। বিশেষ করে ফোর্ড মটরস, রিভিয়ান অটোমেটিভসের মতো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভালোভাবে টিকে থাকার ক্ষেত্রে আলাদা সুবিধা দেবে।
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
৯ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১৪ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
১৮ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১৯ ঘণ্টা আগে