Ajker Patrika

ডেনমার্কের প্রধানমন্ত্রীর বক্তৃতা লিখে দিল চ্যাটজিপিটি

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০১ জুন ২০২৩, ১৪: ৪৮
ডেনমার্কের প্রধানমন্ত্রীর বক্তৃতা লিখে দিল চ্যাটজিপিটি

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সম্প্রতি সংসদে একটি বক্তৃতা দিয়েছেন। মজার ব্যাপার হলো, বক্তৃতাটি ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি দিয়ে লেখানো হয়েছে। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকস্টোরির প্রতিবেদন অনুযায়ী, গ্রীষ্মের বন্ধ শুরুর আগে সংসদে ডেনমার্কের প্রধানমন্ত্রী এই ভাষণ দেন। বক্তৃতা শেষে তিনি বলেন, ‘আমি যা পড়েছি, তা আমার লেখা নয়। এটি চ্যাটজিপিটি দিয়ে লেখানো হয়েছে। চ্যাটবটটি যা করতে সক্ষম, তা একই সঙ্গে আকর্ষণীয় ও ভয়ংকর।

চ্যাটজিপিটি দিয়ে লেখা ফ্রেডরিকসেনের বক্তৃতা— 
‘গত সংসদীয় বছরে একটি বিস্তৃত সরকার পরিচালনা করা ছিল একই সঙ্গে সম্মান ও চ্যালেঞ্জের। আমরা বিভিন্ন পক্ষের মধ্যে সহযোগিতা বজায় রাখতে কঠোর পরিশ্রম করেছি এবং ডেনমার্কের শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করেছি। আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পদক্ষেপ নিয়েছি। আমরা একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ নিশ্চিত করেছি, যেখানে সব নাগরিকের সুযোগ রয়েছে । আমরা চ্যালেঞ্জ ও প্রতিরোধের মুখোমুখি হলেও গত সংসদ বছরে একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত