মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ওপেনএআইয়ের বহিষ্কৃত সিইও স্যাম অল্টম্যান ও প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানের নেতৃত্বে একটি নতুন এআই গবেষণা দল গঠনের ঘোষণা দিয়েছেন। এ খবরে বিলিয়নিয়ার ইলন মাস্ক এ নিয়ে কটাক্ষ ও হাস্যরস করেছেন।
নাদেলা ইলন মাস্কের এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমরা এই খবর জানাতে পেরে অত্যন্ত আনন্দিত যে, স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান সহকর্মীদের নিয়ে একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দেওয়ার জন্য মাইক্রোসফটে যোগ দেবেন। আমরা তাঁদের সাফল্য ও দ্রুত এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে প্রস্তুত।’
ওপেনএআইয়ের ওপর মাইক্রোসফটের ছড়ি ঘোরানো নিয়ে পরিচিত সমালোচক ইলন মাস্ক। তিনি এর প্রতিক্রিয়ায় কটাক্ষ করে এক্সে লিখেছেন, ‘এখন তাঁদের টিমস (মাইক্রোসফট টিমস) ব্যবহার করতে হবে!’
প্রতিক্রিয়াটি একটি প্রতিবেদনের দিকে ইঙ্গিত করেছেন মাস্ক। ওই প্রতিবেদনে বলা হয়, ‘গুগল মিটে আলাপ চলাকালে অল্টম্যান এবং ব্রকম্যানকে ওপেনএআই থেকে বহিষ্কার করা হয়। গুগল মিট হলো মাইক্রোসফট টিমসের প্রতিযোগী প্ল্যাটফর্ম।’
মাস্কের উদ্ভট উত্তর এক্সে একটি মিম উৎসবের সূত্রপাত করেছে, যেখানে শত শত লোক টেসলা এবং স্পেসএক্সের সিইওয়ের নিয়ে হাসি–ঠাট্টা করছেন।
এক ব্যক্তি লিখেছেন, ‘ফায়ারড ওন মিট, হায়ারড ওন টিমস।’ অন্য একজন সিনেমাপ্রেমী এ নিয়ে ঠাট্টা করতে গিয়ে ‘কিংডমস অব হেভেন’ চলচিত্রের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন।
এদিকে গত বছর কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি বাজারে এনে খ্যাতি অর্জন করেন অল্টম্যান। তিনি ওই সময় এক্সে লেখেন, ‘অগ্রযাত্রা (মিশন) অব্যাহত রয়েছে।’
আকস্মিকভাবে গত শুক্রবার ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ অল্টম্যানেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পর প্রতিষ্ঠানটির কর্মচারী এবং বিনিয়োগকারীদের ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অল্টম্যানকে ফেরানোর দাবিও উঠেছে।
মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ওপেনএআইয়ের বহিষ্কৃত সিইও স্যাম অল্টম্যান ও প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানের নেতৃত্বে একটি নতুন এআই গবেষণা দল গঠনের ঘোষণা দিয়েছেন। এ খবরে বিলিয়নিয়ার ইলন মাস্ক এ নিয়ে কটাক্ষ ও হাস্যরস করেছেন।
নাদেলা ইলন মাস্কের এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমরা এই খবর জানাতে পেরে অত্যন্ত আনন্দিত যে, স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান সহকর্মীদের নিয়ে একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দেওয়ার জন্য মাইক্রোসফটে যোগ দেবেন। আমরা তাঁদের সাফল্য ও দ্রুত এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে প্রস্তুত।’
ওপেনএআইয়ের ওপর মাইক্রোসফটের ছড়ি ঘোরানো নিয়ে পরিচিত সমালোচক ইলন মাস্ক। তিনি এর প্রতিক্রিয়ায় কটাক্ষ করে এক্সে লিখেছেন, ‘এখন তাঁদের টিমস (মাইক্রোসফট টিমস) ব্যবহার করতে হবে!’
প্রতিক্রিয়াটি একটি প্রতিবেদনের দিকে ইঙ্গিত করেছেন মাস্ক। ওই প্রতিবেদনে বলা হয়, ‘গুগল মিটে আলাপ চলাকালে অল্টম্যান এবং ব্রকম্যানকে ওপেনএআই থেকে বহিষ্কার করা হয়। গুগল মিট হলো মাইক্রোসফট টিমসের প্রতিযোগী প্ল্যাটফর্ম।’
মাস্কের উদ্ভট উত্তর এক্সে একটি মিম উৎসবের সূত্রপাত করেছে, যেখানে শত শত লোক টেসলা এবং স্পেসএক্সের সিইওয়ের নিয়ে হাসি–ঠাট্টা করছেন।
এক ব্যক্তি লিখেছেন, ‘ফায়ারড ওন মিট, হায়ারড ওন টিমস।’ অন্য একজন সিনেমাপ্রেমী এ নিয়ে ঠাট্টা করতে গিয়ে ‘কিংডমস অব হেভেন’ চলচিত্রের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন।
এদিকে গত বছর কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি বাজারে এনে খ্যাতি অর্জন করেন অল্টম্যান। তিনি ওই সময় এক্সে লেখেন, ‘অগ্রযাত্রা (মিশন) অব্যাহত রয়েছে।’
আকস্মিকভাবে গত শুক্রবার ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ অল্টম্যানেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পর প্রতিষ্ঠানটির কর্মচারী এবং বিনিয়োগকারীদের ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অল্টম্যানকে ফেরানোর দাবিও উঠেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফ্লাফি বা তুলতুলে রোবট জাপানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই রোবট পোষা প্রাণীর মতো আচরণ করে। ব্যবহারকারীর সঙ্গে তার মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করে ‘মোফলিন’ নামের এই রোবটের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও আচরণ গড়ে ওঠে।
১৭ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে মধ্যে তুমুল প্রতিযোগিতায় বেশ পিছিয়ে রয়েছে অ্যাপল। কারণ, এখন পর্যন্ত এআইভিত্তিক কোনো উল্লেখযোগ্য ফিচার আনতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি সেই ধারা বদলাতে উদ্যোগী হয়েছে অ্যাপল। চ্যাটজিপিটির মতো একটি এআই অ্যাপ তৈরির লক্ষ্য নিয়ে নতুন একটি বিশেষ দল গঠন করেছে..
২ ঘণ্টা আগেইনস্টাগ্রাম ও টিকটকের মতো কোলাব ফিচার আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই ফিচারের মাধ্যমে ভিডিওতে সরাসরি কোলাবোরেটরদের ট্যাগ করা যাবে। ইউটিউবের হেল্প ফোরামে এ তথ্য জানান গুগলের এক কর্মী।
৪ ঘণ্টা আগেক্যারিয়ার পরামর্শ, মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক বা অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে আলাপ করেন অনেকেই। তবে সম্প্রতি জানা যায়, প্রায় সাড়ে চার হাজারেরও বেশি ব্যক্তিগত কথোপকথন গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছিল। সমস্যাটি বর্তমানে ঠিক করা হলেও ব্যবহারকারীদের অনলাইন গোপনীয়তা..
৬ ঘণ্টা আগে